পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] “বিয়ের ফুল” Reళి ফেলেছি। কিন্তু আসল কথাটা যে চাপা পড়ে যাচ্ছে । নিন জামাটাম প'রে ব্যাপারটা না জুড়তে পরিচয় হ’লেই ভালো, তাদের একেবারে অভিভূত ক’রে ফেলা যাবে। নিন, আমি ততক্ষণ একটা সিগারেট ধরাই ।” ভয়টা যখন সম্পূর্ণ তিরোহিত হইল, রামতন্থর মনে আবার পূর্বের ভাবটা আত্মপ্রতিষ্ঠা লাভ করিয়া লইল । অমিয়-বাৰু তাহাকে বিপন্মুক্ত করিয়াছেন বটে, কিন্তু বিশেষ করিয়া তিনি তাহার বাঞ্ছিতার আত্মীয় বলিয়া, সে সহজেই তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িল এবং তাহার আতিথ্যের জন্য ব্যস্ত হইয়া উঠিল । অমিয়-বাৰু যখন সিগারেট ধরাষ্টতেছিলেন রামতনু প্রচ্ছন্নভাবে একটা টাকা বাহির করিয়া নীচে নামিয় গেল এবং ঠাকুরকে বাছা-বাছা খাবার, একবাক্স কঁাচিমার্ক সিগারেটু ও পানের ফরমাস দিয়া উপরে উঠিয়া আসিল । তাঙ্গর মনে হইতেছিল, ‘ষ্ট্য শেষপৰ্য্যস্ত বিয়ের ফুলটা ফুট ল তা হ’লে , ভগবান মুখ তুলে চাইলেন,—ও চাইতেই হবে—”ধ্যবসায় ব’লে একটা জিনিয আছে ত ? অার তিনিই শুধু আছোম, ওসব দেবতা-টেবত কিছু নয়, छjों:---* ঘরে আসিয়া প্রফুল্লভাবে অমিয়-বাবুকে বলিল, “ত নয় টাট কী-টাটকিই দেখা-শুনা করা গেল ; কিন্তু আগে থাকতে বাড়ীতে কে-কে আছেন জানা থাকলে পরিচয়ের বিশেষ স্ববিধা হয়। অর্থাৎ মূতন পরিচয়ের আড়ষ্টভাবটা অনেকটা কেটে যায়। বিশেষ ক’রে আপনাকে ভাগ্যক্রমে পেয়ে আমি এ-স্নযোগটুকু ছাড়তে রাজি নয়।’ রামতন্তু পূৰ্ব্বে অবশ্য অনেকটা শুনিয়াছিল, কিন্তু যাহাকে উদেশ্ব করিয়া আসা তাহার সম্বন্ধে আলোচনার छछ उाइोन्न कृषिज्र भनौं; दफुड़े दाह्य इहेक्का खेलि.বিশেষ করিয়া তাহারই এই আত্মীয়ের সহিত । অমিয়-বাবু বলিলেন “হ্যা, সে-কথা মন্দ কি ; তবে মেলা লোকের মধ্যে গিয়ে আপনাকে স্থাপিয়ে পড়তে হবে না-বাড়ীডে ওঁদের আছেন মাত্র কর্তা স্বয়ং আর এই গিয়ে একটি মেয়ে, মা আর-একটি ছেলে, সে নেহাৎ ছেলেমান্বষ-ইস্কুলের নীচু ক্লাশে পড়ে।” নিজের অস্তুনির্দিষ্ট পথে আলোচনাটিকে লইয়া যাইবার জন্য রামতনু বলিল, “হ্যা, লেখাপড়ার কথায় মনে পড়ে গেল—সারদা-বাবুর মেয়েটি ত খুব উচ্চশিক্ষিতা—” “উচ্চ-শিক্ষিত এখনও বলে ফেলা যায় না ; ম্যাটিকট পাশ করেছেন মাত্র ; তবে হ্যা, আরও পড়েন সবারই এইরকম ইচ্ছে”.কথাগুলা অমিয়-বাৰু ঘাড়টা একটু নামাইয়া মুছ হাসিয়া বলিলেন । রামতন্তু বলিল, “যাই হোক, আমাদের মধ্যে এটুকুও বড়-একটা পাওয়া যায় না, আলাপ ক’রে তৃপ্তি পাওয়া যাবে। তা’র ওপর আপনার সঙ্গে পরিচয়টা আগে থাকৃতেই হ’য়ে রইল। আপনাদের সঙ্গে ওদের খুব ঘনিষ্ঠ সম্বন্ধ ব’লে বোধ হচ্ছে যেন—” অমিয়-বাৰু পূৰ্ব্ববৎ হাসিয়া বলিলেন “—সম্বন্ধ কিছুই ছিল না,তবে কয়েক-দিন থেকে হ’য়ে দাড়িয়েছে বটে— আর সেটা একটু ঘনিষ্ঠও বলতে হবে বই কি—” রামভকু বাক্যের কৌশলটুকু লক্ষ্য করিয়া হাসিয়া বতুিল—“কি-রকম r" “—অর্থাৎ ওর নাম কি ওঁর সেই মেয়ের সঙ্গে সম্প্রতি আমার বিবাহ হয়েছে।” বলিয়া পূর্বের মতন লজ্জিতভাবে হাসিতে-হাসিতে অমিয়-বাবু নির্বাপিত সিগারেটটা আবার ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন । এবং ঠিক এইসময়ে দরজার আড়াল হইতে উড়েঠাকুরটা ইসারা করিয়া জানাইল আতিথ্যের আয়োজন সব হাজির । ši