পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা । তুমি এলে—তব অঁাথি অপূৰ্ব্ব উদার দেখাইল মৃত্যুমাঝে অমর্ত্য গরিম, @ অনস্তের নিঃশঙ্ক ইঞ্জিত, তব কণ্ঠে ঝঙ্কারিল মৃত্যুঞ্জয়ী প্রেমের সঙ্গীত । * একান্ত ধ্বংসের ভয় ধীরে পাশরিলে, চকিতে খুলিলে অভিনব প্রাণের চেতনা, শাশ্বত সত্ত্যের রূপ দেখিকু অনন্তমনা • অঙ্কগুঢ় ব্যথার আলোকে – প্রাণ-দিয়ে যাহ-কিছু গড়েছি মধুর, রূপ আশা ভালোবাসা ধ্যান স্বপ্ন সুর, চিরপ্রতিবিম্ব তা’র প্রাণেতে বালকে ! - আনত স্বর্গের মতো আনন বঁধুর ঢেকে দেছে চিরতরে মায়া যবনিক, তাই ত সে মৃত্যুহার প্রেমের কণিকা ভ’রে আছে চিদাকাশ তারায়-ভারায় স্মরণের অচ্ছেদ্য ধারায় ! এতটুকু তুচ্ছ প্রাণ বিরাট প্রলয়ে উপহসি’ ভীযণ ধ্বংসের ক্রর মৰ্ম্মস্থলে পশি’ বলে গৰ্ব্বভরে “আমি নূতন জীবণ, অময় যৌবন-মন্ত্রে বিরচিব মূতন ভুবন ।” সেই ভালো—এ দুৰ্দ্দিনে তব সাথে নল পৰিচয় ওহে স্বন্দরের দূত । নাহি ভয়, গাবে। তব কণ্ঠে মোর কণ্ঠ মিলাইয়ে জল স্থল আকাশ ভরিয়ে চিরসত্য চিরসুন্দরের জয় জয় ! 率 寧 豪 তাই ত এসেছি মোরা তোমারে বরিতে, ভক্তি প্রীতি অর্য্যেতে ভরিতে তোমার তরণী । সুখদুঃখ-ভরা এই সুন্দর ধরণী - তুমি যে ফুেসছ ভালে ; তাই যবে মুের তারে করিয়াছি কালে আমাদের কাম ক্ৰোধ লোভ মোহ পাপ কালিমায় মৰ্ম্মাহত হয়ে তুমি অসহ ব্যথায়ু বাহিরে এসেছ ছুটে", কতু বীরবলে যত গুপ্ত দ্বার টুটে চেয়েছ ভাঙ্গিতে একা সে বীভৎস মেলা মরণের খেলা ; श्णुल - কন্তু হতাশের ভরে ফুকারেছ ‘হে মোর স্বন্দর ! চূৰ্ণ করো মানিগুপ-আজ তুমি হও দণ্ডধর " কন্তু মিনতির স্বরে চেয়েছ ভুৱাতে গিয়েছ বুলাতে - প্রাণের পরশমণি আমাদের পাষাণ-হৃদয়ে ; কতু ভয়ে-ভয়ে উৰ্দ্ধপানে কর-জোড়ে কল্যাণ মেগেছ— মোদের উপেক্ষী-মাঝে অচঞ্চল প্রেমেতে জেগেছ + মনে আছে, মনে রবে তব যাওয়া-আসা, অন্তহীন আশা-ভালোবাস ! কৃতজ্ঞ হৃদয় পেয়েছে তোমার পরিচয়, জেগেছে মরণ ঘুম হ’তে শান্তি প্রীতি প্রাণের আলোতে । তাই তব তরীখানি ঘিরে’ ফিরে’-ফিরে” । বেড়িতেছি স্নেহ-ফাস—তৃণপাশ দিয়ে, করে সাধ্য ? কে তোমারে—যাক দেখি নিয়ে ! 馨 癱 羈 জানি ছিড়ে যাবে এই পেলব বাধন মোদের একান্ত চাওয়া সহস্ৰ কঁাদন পারিবে না একঘাটে তোমারে রাখিতে ; তোমার জাখিতে - পড়েছে নূতন আলো—নব পূৰ্ব্বাচলের জাহান ! ছলিয়া ছুটিল তরী—মোদের বাঁধন খান-খান! মিলাল তোমার মুখ ! শুধু স্তব কল্যাণ-নির্দেশ প্রভাত-ললাটে জাগে—সব হ’ল শেষ । তবু জানি আসিবে আবার ; অম্বন্দর দানব তুৰ্ব্বার যখনই জাগিবে হেথা ধ্বংসিতে হাইরে আমাদের তীরে তখনই লাগিবে তব তরী ; আমাদের প্রাণ মন ভরি’ আবার শুনাবে তুমি উদার মহান श्रृङ्झयौ भान :*আমি অনঙ্কেব দূত । জাগো সবে, নাহি নাহি ভয়, চিরসত্য চিরশিব চিরস্কন্দরের জয় জয় !" জাপান

సెసి 8