পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ-ভারত-রক্ষার দায়িত্ব (*Ե Գ দেশবন্ধুর কলিকাতার বাসগৃহ করেন । ভোজের পর বস্তৃতা করা পাশ্চাত্য রীতি— যদিও ইহা এপন এদেশেও অস্থস্থত হইতেছে। থানাপিনায় তাহার মাথা গরম হইয়াছিল কি না, স্মৃতি-বিভ্রম ঘটিয়াছিল কি না, বল যায় না। কিন্তু তাহার বক্তৃতায় তাহার মূর্খতা, নির দ্বিত, দাম্ভিকতা প্রভৃতির পরিচয় ভাল করিয়া পাওয়া গিয়াছে । ভারত-রক্ষার দায়িত্ব ভারতবর্ষ সম্বন্ধে তিনি বলেন, একমাত্র ব্রিটেনকেই ভারত-রক্ষীর দায়িত্বভার বহন করিয়া চলিতে হইবে (“Britain must continue to sustain exclusive responsibility for the protection of India” ) ইহা হইতেই এই বুঝায়, যে, এপর্য্যস্ত ব্রিটেন একাই ভারত-রক্ষার ভার বহন করিয়া আসিতেছে । ভার-বহন ই-রকমের, ব্যয়ভার বহন এবং সৈন্ত জোগান। ভারত রক্ষার জন্য ব্রিটেন কখনও আধ-পয়সা নিজের পকেট হইতে ব্যয় করে নাই ; সমুদয় খরচ ভারতবর্ষ দিয়াছে। অধিকন্তু ভারতের বাহিরে ইংরেজদের সাম্রাজ্য রক্ষা ও বৃদ্ধির জন্ত ভারতবর্ষের ব্যয়ে ভারতীয় সিপাহীরা অনেক জায়গায় লড়িয়াছে। গত মহাযুদ্ধের সময় ভারতবর্ষীয় সৈন্যেরাই ইউরোপের বাহির হইতে ইংরেজ ও ফরাসীর সাহায্যার্থ প্রথম যুদ্ধক্ষেণে উপস্থিত হয় এবং সাহসের সহিত যুদ্ধ করে । তাহারা না পৌছিলে, প্যারিস নিশ্চয়ই জামেনদের হস্তগত হইত এবং তাহারা ইংলও আক্রমণ করিত। অতএব, ব্রিটেন একাই ভারতবর্ষ রক্ষা করিয়া আসিতেছে, একথা যদি সত্য হইত, তাহা হইলেও পূর্ণসত্য-কথনের খাতিরে ইহাও বলা আবশুক হুইত, যে, ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্য ও ব্রিটেন রক্ষার ভার বহন করিয়াছে। অধিকন্তু আরো বলা দরকার হইত, যে, যুদ্ধদ্বারা ভারতবর্ষের যতটুকু ব্রিটেন দখল করিয়াছে, তাহ