পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ বিবিধ প্রসঙ্গ—যোগীন্দ্রনাথ সরকার $ురి: মাছার অনেক অংশ এই বিংশ শতাব্দীতে রচিত এবং যাহাতে এখনও মৃত্তন নূতন জিনিব সংযুক্ত হইতেছে, সে বিষয়ে পারদর্শিতা লাভ ইংরেজীসাহিত্যাধ্যায়ী খুব কম বাঙালীই করিয়া থাকেন । সেই জন্য রবীন্দ্রনাথের ভূতপূৰ্ব্ব সাহিত্যিক সেক্রেটরী এবং বিশ্বভারতীর ভূতপূৰ্ব্ব অন্যতম অধ্যাপক শ্ৰযুক্ত অমিয়চন্দ্র চক্রবন্ত্রী যে খুব আধুনিক ইংরেজী সাহিত্য সম্বন্ধে অধ্যয়ন চিস্ত; ৪ গবেষণা করিয়া দীর্ণ প্রবন্ধ লিথিয়ু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ধি লসফি উপাধি পাইয়&েল এবং তা হfর প্রবন্ধ ; তথাকার প্রসিদ্ধ এক প্রকাশক পুস্তকাকারে প্রকাশ করিবেন, ইহা বিশেষ উল্লেখযোগ্য কুতিত্ব। তিনি ইংলণ্ড ও ইউরোপের অন্য নানা দেশে সাংস্কৃতিক বহু বিষয়ে বক্তৃতা করিয়া থ্যাতি লাভ করিয়াছেন । তাহার আর একটি বিশেষ কৃতিত্ব এই, যে, তিনি অক্সফোর্ডের ব্রেজ নোজ, কলেজের ফেলো মনোনীত হইয়াছেন । অক্সফোর্ডের ফেলে। এ পয্যন্ত আর কোন ভারতীয়—বোধ হয় আর কোন এশিয়াবাসী—মনোনীত হন নাই । এই ফেলোশিপের কৰ্ত্তব্যস্বরূপ তিনি দেশে ফিরিয়া আসিয়৷ হিন্দু ও মুসলমান সংস্কৃতি সম্বন্ধে গবেষণা করবেন । সম্প্রতি প্যারিসে সভা সমুদয় দেশের লেখকবর্গের যে কংগ্রেসের wfo=a ( International i'. E. N. Congress) হইয়া গিয়াছে, তিনি তাহাতে ভারতবর্ষের প্রতিনিধির কাজ করিয়াছিলেন । অধ্যাপক গিলবাট মারে, সর মাইকেল স্তাডলার প্রভৃতি বিদ্বান ও গুণী ব্যক্তি তাহার যোগ্যতা সম্বন্ধে অনেক কথা লিখিয়াছেন । তিনি ভারতবর্ষের যে-কোন বিশ্ববিদ্যালয়ে, যে-কোন সরকারী বা বেসরকারী কলেজে, ইংরেজী সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হইবেন, তাহাই লাভবান হইবে । sus". যোগীন্দ্রনাথ সরকার শিশুদের বন্ধু, শিশুদের আনন্দদাতা, বহু বাল্যপাঠ্য সচিত্র পুস্তকের প্রণেতা, সঙ্কলয়িতা ও প্রকাশক শ্ৰীযুক্ত সংগীন্দ্রনাথ সবুকার । যোগীন্দ্রনাথ সরকার পরলো ক্যারা করিয়াছেন । তিনি ডাক্তার সবু নীলরতন সরকার মহাশয়ের চতুর্থ ভ্রাতা ছিলেন । তিনি ছোট ছেলেমেয়েদিগকে আনন্দ ও জ্ঞান দিবার নিমিত্ত প্রায় চল্লিশ্বখানি বহি প্রকাশ করিয়া গিয়াছেন। সিটিবুক সোসাইট নামক পুস্তকের দোকান তাহার দ্বারা প্রতিষ্ঠিত হয় । তাহার পূৰ্ব্বে অন্নদাচরণ সেন “সৰ্গ” নামক মাসিক পত্র ছোট ছেলেমেয়েদের জন্ম প্রকাশ করিয়াছিলেন বটে, কিন্তু তাহার অকালমুতু ই ৪য়ায় শিশুদের জন্য অন্য বড় কিছু তিনি করিয়া যাইতে পারেন নাই । যোগীন্দ্রনাথ ছোট ছেলেমেয়েদের জন্য অনেক পুস্তক প্রকাশ করিয়া গিয়াছেন । তfদ্ভন্ন, প্রায় ৪ গু বংসর পূৰ্ব্বে তিনিই উদ্যোগী হইয়া পণ্ডিত শিবনাথ শাস্ত্রী মহাশয়ের সম্পাদকভায় বালক-বালিকাদের জন্য “মুকুল” নামক মাসিক পত্র স্থাপন করান। তিনি ইহার অন্যতম সহকারী সম্পাদক ছিলেন, এবং প্রবন্ধ গল্প কবিতা ছবি সংগ্ৰহ করিতে তিনি দক্ষতম ছিলেন । আচাৰ্য্য জগদীশচন্দ্র বস্ব মহাশয়ের ভগিনী পরলোকগতা যুক্ত লাবণ্যপ্রভা সরকারও মুকুলের সহকারী সম্পাদক ছিলেন । আমাদেরও এই কাগজটির সহিত যোগ ছিল । কয়েক জন বন্ধুর সহযোগিতায় আরও একখানি মাসিক যোগীন্দ্রনাথ কিছুদিন চালাইয়াছিলেন । তাহার নাম এখন মনে পড়িতেছে না । আমরা যখন প্রথম সিটি-কলেজে অধ্যাপকতায় প্রবৃত্ত হই, সেই সময়ে