পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—বৈশাখ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড হয়েছে। গল্প জাছে যে, প্রথমে রাণ লখা (১৪শ শতাব্দী) এক বঞ্জার জাড়ের শস্ত ব্যবসায়ী এই বঁধ তৈরী করে । বর্ষাকালে তার শস্তবাহী ৰূলদ নদী পার হতে পাবৃত না ব’লে সে এই কাজ করে ষাহোক রাণা উদয়সিংহ প্রথমে পাক বাধ’তৈরী করেন। পিছোল হ্রদটি অন্ত কয়টি হ্রদের সঙ্গে যুক্ত। উদয়পুরের উপত্যকার সমস্ত লাবাল জমী এই হ্রদের মালায় পরিণত হয়েছে। হ্রদের দরুন উদয়পুরের জমি রাজপুতানার মধ্যে সবচেয়ে সরস এবং এখানের আবহাওয়াও কিছু মৃদু । পিছোলা হ্রদে তিনটি দ্বীপের উপর সাদা মৰ্ম্মর পাথরের প্রাসাদ আছে। তার মধ্যে জগনিবাস ও জগমন্দির বড় এবং অরাস বিলাস ছোট । জগমমির রাণ করণসিংহ এবং জগৎ সিংহের তৈরী, জগনিবাস জগৎসিংহের এবং অরসি-বিলাস রাণা দ্বিতীয় অরিসিংহের । রাণাদের এই জলবিলাস-নিকেতনগুলি কি স্থাপত্যকৌশলে, কি প্রস্তর কারুকার্ধ্যে, সকল হিসাবেই ঠিক গল্পের মায়াপুরীর মত স্বন্দর। সত্য সত্যই উদয়পুরের এই পাহাড়, উপত্যক, হ্রদ ও রঞ্জপ্রাসাদ, এসবই পরস্পরের সৌন্দৰ্ঘ্য এত বৃদ্ধি করেছে, ৰেঞ্চলের সৌন্দর্ঘ্যের সামঞ্জস্ত দেখে আশ্চর্ষ হতে হয়। . ': ' ಇting”। হিসাবে আমি ঘোর বস্তুতান্ত্রিক। কবি, লেখক বা শিল্পী ইত্যাদি কল্পন-রাজ্যের সমস্তদের মধ্যে কদ্ধে পাওয়ার অধিকার আমার একেবারেই নেই। মুতরাং আমার বর্ণনা এই দৃশ্বের মোটেই উপযুক্ত হচ্ছে না। তবে এইটুকু বলতে পারি যে, উদয়পুরের এই সৌন্দৰ্য্যসমষ্টি, বর্ণনার কেন, কল্পনারও অতীত। উদয়পুরে থাকার কষ্ট যথেষ্ট ছিল, খাওয়ার বম্বোবস্ত ছিল এক বেগার-সারা মুসলমান বাবুর্টির হাতে, স্বতরাং সেটাও খুব স্বথের ছিল না; আর চন্ধা-ফের এই পাহাড় বনজঙ্গলের দেশে ট্রামবাস টাক্স পূর্ণ কলিকাতার সমতলভূমিবাসী নিরীহ বাঙালীর ছেলের পক্ষে ঠিক যে বেশ আরামের ছিল তাও নয়। কিন্তু ধূসর পাহাড়ে ঘেরা শুামল উপত্যকার কোলে স্বচ্ছ নীল হ্রদের মালা, তার কুলে তোরণ গম্বুজ খিলান ছত্রি শোভিত বিরাট শ্বেডমৰ্ম্মর প্রাসাদ, এবং বুকে রত্বের ন্যায় উজ্জল জলবিলাস-মন্দিররাজী, প্রতি মুহূর্তে আলো ও ছায়ার পরিবর্তনে এ সকলের নূতন রূপ—এই দৃপ্ত যেদিন যখনই দেখতাম তখনই মনে হ’ত, যে সব কষ্টই সার্থক হয়েছে। সত্য সত্যই দিল্লীর দেওয়ান-ই-খাসের মত উদয়পুর সম্বন্ধেও বলা যায়। অগর ফিরদৌস বর রূহে জমীনগু, হর্মীনস্ত, ওয়া হয়ীনস্ত, ওয়া হয়ীনস্ত । অর্থাৎ 'ভূতলে স্বর্গ যদি কোথাও থাকে সে এই স্থান