পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুস্তক-পরিচয়ের সমালোচনার সমালোচনা না ছাপাই আমাদের নিয়ম।—প্রবাসী-সম্পাদক ] ছোটদের গল্প— অমৃতলাল গুপ্ত اهد آية اكتة بع গ্রন্থকার বহূকাল হইতেই ছোটদের জঙ্ক গল্প ও কবিতা প্রভৃতি লিথিয়| আসিতেছেন। অতি শিশুকালে উtহার লেখা “মাদিম|” উপস্কাস ও অস্তান্ত গল্প কবিতা “মুকুলে" আগ্রহের সহিত পড়িতম, আজও মনে পড়ে। র্তাহার লেখা — “কল্যাণবরেষু করেছ হুকুমজারি, যেমন করিয়৷ পারি, পদ্যে পত্র লিখিতেই হবে, কাজেই কলম লয়ে কবির মতন হয়ে বসিয়াছি নির্জনে নীরবে ।” কোন শৈশবে পড়িয়াছি, কিন্তু এতই ভাল লাগিয়াছিল যে, আজও কণ্ঠস্থ আচে । এই পুস্তকে প্রকাশিত “ডেপুটি দীনেশ-বাবু বাড়ী ঠার ঢাক,” কবিতাটিও আমাদের অতি প্রিয় ছিল । শিশুসাহিত্যে সুপরিচিত লেখকের নূতন করিয়া পরিচয় দেওয়৷ অমাবস্থাক । এই পুস্তকে ইংরেজি স্বইস্ ফেমিলি রবিনসন অবলম্বনে একটি গল্প ও মৌলিক কয়েকটি ছোট গল্প, কবিতা ও নাটক আছে । সকলগুলি সহজ ভাষায় চিত্তাকর্ষক করিয়৷ লেখা । লরেন, বিনোদিনী, জগদম্ব পিসি, ভূত্য হলধর প্রভৃতি চরিত্রগুলি বেশ স্বাভাবিক। বইখানির দ্বিতীয় সংস্করণ হইয়াছে; সুতরাং ইহার যে আদর হইয়াছে তাহ বোঝাই যাইতেছে। ছবিগুলি গল্পের মত কুন্দর হইলে আরও ভাল হইত। তৃতীয় সংস্করণে মাগবিকার ছবিখানি বাদ দিলেই বইটির দৌন্দৰ্য্য বাড়িবে। - * কুরঙ্গ (কবিতাপুস্তক )—মহম্মদ আজীজ উস্ সোভান। প্রকাশক ঐধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, লাভপুর, বীরভূম। ১৯২২ । ৯২ পৃষ্ঠ । মুল্য বীর আন । বীরভূমের প্রসিদ্ধ সাহিত্য-দেবী শ্ৰীযুক্ত শিবরঞ্জন মিত্র মহাশয় কবির অন্তরঙ্গ বন্ধু হিসাবে ‘কবি-কথা’ লিখিয়াছেন। কবির অভূত জীবনের পরিচয় পাইরা ও উহার বন্ধু কর্তৃক সযত্ন-রক্ষিত কয়েকটি কবিতা পাঠ করিয়া কবির অকালমৃত্যুতে বেদন অনুভব করিলাম । অপূর্ব-প্রতিভা-সম্পন্ন এই অৰ্দ্ধ-শিক্ষিত গ্রাম্য কবি বঁচিয়া থাকিলে হয়ত আপনার প্রতিষ্ঠ। রাখিয় যাইতে পারিতেন । এই খামখেয়ালী কবির জীবনই একটি সত্য কাব্য। ছম্ব, যতি, অলঙ্কারের বেড়। ७ष्टिग्न रुति मश्छ उरुग्न आणनाच्न भएनम्न कष १|श्झि| शिझोप्क्ष्न, ইহার মধ্যে সংযত শিল্পীর কুশলতা বা চাতুর্ঘ্য না খাঞ্চিলেও কৰিমনের একটি অপূৰ্ব্ব পরিচর পাওয়া যায়, কবির শাস্ত অনুভূতি মনকে নাড় দেয়, অলঙ্কারদর্পণ বা কাব্যপদ্ধতির দিক্ দিম৷ এ কবির সমালোচনা চলে না। কবির খণ্ডিত জীবনের আংশিক আভাস দিবার জগু আমরা কেবল উহার লেখার কয়েক পংক্তি এখানে উদ্ধৃত করিয়া দিতেছি। আমাদের মনে হয়, এই ক্ষুদ্র কবিতা-পুস্তকখানি পাঠ করিয়া করি অকাল মৃত্যুতে প্রত্যেকেই বেদন বোধ করিবেন। কবিতার নমুনা— প্রাপ্তরে গ্রাস্তুরে বনে কে জাগুন জেলে দিলি हकिठ डूब्रज मश झ,ि আগুন লাগায়ে বনে cकन cशं| cदक्लिणि शृष কে বধিলি অনলে দগধ । (মৰ্থকৰা ) ठांमांद्र भग्न5-शिंप्न সুন্দর সলিলে স্বান দিয়া, খুলে দেয় স্বপ্ত অধি ময়ে থাকি আকাশ চাহিয়া । ( আস্তুমে ) সে ষে সেই লুকীয়েছে, আসি, শুধু বলে গেছে হ’ল বহু দিন, অনুরোধ প্রিয়জনে মৃত্তিক-শয়নে রাখি গেছে কি জন্মের মত কি দোষ আমার এত আদিবে না ? দূরে দূরে রব চিরদিন ? ত{’ কি হয় ? এত কি কঠিন ? ( এত কি কঠিন ) দম্পতি ( যৌন তত্ত্ব )—শ্ৰীশশিকুমার সেন, বি-এ, এলএম-এস প্রণীত ও প্রকাশিত। প্রাপ্তিস্থান ৭৫১ বিডন ষ্ট্রট, কলিকাতা । ১৪৩ পৃষ্ঠা । মূল্য আড়াই টাক।। বঙলা তাসীয় যেীবনতত্ত্ব বিষয়ক যতগুলি পুস্তক আমাদের চোখে পড়িয়ছে, কোনোটিই সন্ত্রম শুচিত ও সংযম লইয়৷ লিখিত নহে । পুস্তকের কাটতি বাড়াইবার জন্তু রুচিৰিগহিত ভাষায় ও ভাবে লিখিত বলিয়া এই ধরণের বহিগুলি দ্বারা ইষ্ট অপেক্ষা অনিষ্টই অধিক হয় এবং এইসকল গ্রন্থের প্রচারও বাঞ্ছনীয় বলিয়া মনে হয় না। কিন্তু আলোচ্য পুস্তকখানি সম্পূর্ণ ভিন্ন ধরণের। গ্রন্থকার এমন সংবত হইয় বৈজ্ঞানিৰ ভিত্তর উপর তাহার বক্তব্য প্রতিষ্ঠিত ক্ষরিয়াছেন যে, এই পুস্তক পাঠে অপকারের কোনো সম্ভাবন নাই । যৌনতত্ত্ব সম্বন্ধে সাধারণের এমন বিকৃত ধারণ আছে যে, এরূপ একটি পুস্তষ্কের অভাব ছিল । একজন চিকিৎসক এই কাজে হস্তক্ষেপ করাতে পুস্তকখানি এই অভাব পূরণ করিয়াছে। গ্রন্থকার সমস্ত বিঘর সুন্দর ভাবে বুঝাইয়া বলিয়াছেন। তবে পুস্তকের ভাষা আরো একটু সরল হইলে তাল হইত। গ্রন্থকার বাৎস্যায়নের কামসুত্রের সাহায্যে এই পুস্তক লিখিয়াছেন। আধুনিক মতামতও তৎসঙ্গে দিয়া তিনি বইখানির মূল্য বৃদ্ধি করিয়াছেন। আমরা পুস্তকধানির বহুল প্রচার কামনা করি । ছাপ ও বাধাই ভাল । শ্ৰী গীতা—প্রজগদীশচন্দ্র ঘোষ, বি-এ সম্পাদিত ও ঢাকা প্রেসিডেন্সী লাইব্রেরী হইতে শ্ৰীঅনাথবন্ধু আদিত্য কর্তৃক প্রকাশিত পকেট সাইজ। ১-৯৬ পৃষ্ঠা। মুল্য ১৪• । বাঙলা অক্ষরে শ্ৰীমদ্ভগবদগীতার মূলের সহিত, অস্বয়-জমুবাদ, টক-টপ্পনি, ভাষা-aহস্ত ও লান টীকাকারগণের বিভিন্ন মতের বিস্তৃত আলোচন ও ‘গীতাৰ্থ-দীপিকা’ ব্যাখ্য' সম্বলিত এই গীতাখনি প্রকাশ করিয়া সম্পাদক ও প্রকাশক সাধারণের কৃতজ্ঞতাশখন ছক্টয়াছেন। তুমিকাটি স্থলিখিত। ছাপা ও ইথাই চমৎকার। উজ্জল-চত্রিকা—প্রাচীন কৰি শচীনশন ব্যামিৰি कृठ উজ্জ্বল-নীলমণি’ গ্রন্থের পদ্যামুবাদ । পণ্ডিত শ্ৰীযুক্ত কুলদাপ্রসাদ স্পঞ্জ