পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bుగ প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড স্থলে—“প্রাবিড় সিংহল বঙ্গ” করিয়া লইয়াছিলেন । সিংহলী ভাষার নাট্যকার জন ডি সিলভা তাহার নাটকের গানে মুর দিতে কলিকাতা হইতে একজন বাঙ্গালী গায়ককে আনিয়াছিলেন । র্তাহার নাম সংগ্ৰহ করিতে পারি , । সিংহলীদের অন্যান্ত অভাব হইতে গানের অভাবট। খুব চোখে পড়ে। সেক্সপিয়রের বিখ্যাত উক্তি যাচার হৃদয়ে সঙ্গীত নাই সে হত্যা করিতে পারে” খুবই সত্য এবং সিংহল সম্বন্ধে থাটে। সিংগুলীরা সৰ্ব্বদাই বেণ্টের সঙ্গে ছুরী রাখে ; এবং সামান্ত কারণেই ছুরীর অপব্যবহার করিয়া থাকে। খবরের কাগজেই প্রায়ই খুন খারাবির খবর পাওয়া যায়। এটা বোধ হয় সঙ্গীতের অভাবেরই কারণ। সাধারণ লোকদের ভিত্তর গান ত একেবারেই নাই ; ইংরেজী শিক্ষিতদের ভিতর যে-সব সঙ্গীত প্রচলিত অাছে, তা নিতান্ত তৃতীয় শ্রেণীর, খেলে ইংরেজী গান—ইংরেজীতে যাকে বলে Rag time song, cowa We have no banana ( আমাদের কদলী নাই— ) এই গান কলম্বোতে সবচেয়ে বেশী চলিত। অন্যান্ত গানে "Why did I kiss that girl r" "Horse ye why do you put your tail up ?” ইত্যাদি। গানের দিকহইতে বাঙ্গালী বোধ হয় সিংহলে স্বনাম অর্জন করিতে পারে। সিংহলে বাঙ্গালী ছাত্র কলম্বোতে সময় সময় পালী, বা বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন কিংবা লগুন বিশ্ববিদ্যায়ের পরীক্ষার জন্ত বাঙ্গাগী ছাত্র আসিয়া থাকে। পণ্ডিত সতীশচন্দ্র বিদ্যাভূষণ কলম্বোর বিদ্যোদয় পিরিবেন-এ বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করিয়াছিলেন । রবীন্দ্রনাথের বিশ্বভারতীর পালির অধ্যাপক পণ্ডিত নিতাইবিনোদ গোস্বামী ধৰ্ম্মপদ অধ্যয়ন করিতে এখানে জাসিয়াছিলেন। झुझे বছরের মধ্যে ( ১৯২৫-২৬ ) ৫ জন ছাত্র লওন ম্যাট কলেশন পরীক্ষার জন্ত আসিয়াছে। সিংহলে বাঙ্গালী বৌদ্ধ সমগ্র সিংহলে প্রায় ১•১২ জন বাঙ্গালী বৌদ্ধ আছেন। ইহারা সকলেই ভিক্ষু । সকলেই চট্টগ্রামবাসী। একজনের সঙ্গে আলাপ হইয়াছিল, ত্রিপুর জেলায় লাকসামের কাছে কোনো গ্রামে । সে গ্রামে নাকি অনেক বৌদ্ধ আছেন। একজন ভিক্ষু কাস্তির নিকট লক্ষাতিনক বিহারে থাকেন। প্রায় ১৫ বছর ধরিয়া সিংহলে আছেন, পালি এবং সিংহলী ভাষা ভাল জানেন । আমার সঙ্গে বাংলা বলিতে র্তাহার কিছু কষ্ট হইতেছিল। বাংলার ভিতর খুব সিংহলী টান ছিল । সিংহলবাসী ও বাঙ্গালা ভাষা মাঝে মাঝে দুই-একজন লোক চোখে পড়ে, র্যাহারা বাংলা ভাষা জানেন । ইহাদের ভিতর অধিকাংশই ভিক্ষু। আয়ুৰ্ব্বেদ শাস্ত্র অধ্যয়ন করিবার জন্য বাংলা ভাষা শিক্ষা করেন। কলিকাতায় যে-সব সিংহলী ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়িবার জন্ত আসে তাহাদের বাংলা শিক্ষা করিতে হয় ; কিন্তু দেশে ফিরিয়া গেলে পর ইহারা বাংলা ভাষার চর্চ রাখে না বলিয়া ভুলিয়৷ युग्नि ! কলম্বোর আয়ুৰ্ব্বেদ চিকিৎসক বুদ্ধদাস মহোদয় বাঙালী ভাষা বেশ জানেন । বিদ্যোদয় পিরিবেনের অধ্যাপক রেভারেও দেবরক্ষিত সেরা বাংলা জানেন। প্রবাসী রাখিয়া থাকেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি পালির অধ্যাপক ছিলেন । এক দৈনিক কাগজে পড়িয়ছিলাম, বিদ্যোদয় পিরিবেনএ বাংলার ক্লাস খোলা হইবে ; এখনো হয় নাই। পরে হইতে পারে। যাহারা বাংলা শিখিয়া থাকে, তাহার। বাংলা সাহিত্য বা রবীন্দ্রনাথ অধ্যয়ন করিবার জন্য শেখে না, কাজেই বাংলার প্রসারের তেমন সম্ভাবনা নাই । ইংরেজী শিক্ষিত মাহার, তাহদের বাংলা শিক্ষার আগ্রহ নাই । রবীন্দ্রনাথ ও সিংহল রবীন্দ্রনাথ কয়েক বার সিংহলে জাসিয়াছেন এবং বহুস্থানে বক্তৃতা করিয়াছেন। লোকেরা ৫২ টাকা