পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুর সংখ্যা ] যক্ষ-কবি ৩৭৯ দলে দলে অলকার অলোক স্বন্দরী আনে অঙ্গ ভরি’ ছয়টি ঋতুর উপহার : শরত দিয়াছে লীল কমল-কলিকা হেমন্ত দিয়াছে কুন্দ-কুমুম-মালিকা অলকানারীর অলকায় লোং, পুষ্প রেণুর প্রলেপে পাণ্ডুশ্ৰুটি ফুটাল আননে শাস্ত শীত ঋতু ; অশাস্ত বসন্ত এসে কুটিল ভ্রমরকৃষ্ণ কেশে চুড়াপাশে গেঁথে দিল নব কুরুবক গ্রীষ্ম দিল বর্ণ-মূলে শিরিষ কুস্কম বর্ষা-শেষে দিয়ে গেল সীমস্ত প্রদেশে সারা প্রকৃতির স্তন্ধ শিহরণখানি কদম্ব কুহুমে ! দিব্য রাসলীলা-মত্ত নায়ক নায়িকা অনন্ত-ধৌবন-রসে উন্মত্ত বিহবল বিহরিছে নিশিদিন নিত্য-প্রেমোৎসবে বল্পতরু বিরাজিছে এই কল্পলোকে, হেথা নাই অতৃপ্তি অভাব, অশ্রু হেথা আনন্দেই ঝরে, তাপ শুধু প্রেমের উত্তাপ যৌবনেই বয়সের ভচঞ্চল স্থিতি বিরহ সে প্রণয়কলহ ! এ হেন ভোগের স্বর্গে যুগ যুগান্তর ধরি’ যুক্ষবর করিলে বিহার প্রেমের অমূল্য হার পরাইল যুক্ষিনী প্রেয়সী ; তবু যবে ভাগ্যশশী আচম্বিতে রাহুগ্রস্ত হ’ল একদিন কি দৈন্ত-পাথার মাঝে হইলে পতিত ! छांन-उदू छॉन छूमि প্রেমের আশ্রয় ভূমি তোমাগতপ্রাণ সেই প্রিয়তম তব কি ভাবে কাটায় বাল তোমারি বিরহে নিশিদিন রবি র বিরহে স্নান বিশুষ্ক মলিন শিশির মথিত পদ্মপ্রায়, মলিন করেছে আঁখি বিরহের ভূরি অশ্রজল, দীর্ঘশ্বাস হরিয়াছে বিম্বোষ্ঠের স্নিগ্ধ বর্ণোচ্ছাস কখনো সে বিরহিনী দেবতা সকাশে যাচে প্রিয় মিলনের বর কন্তু তুলিকায় বর্ণে সধাতু বিকাশে বিরহ-বিকৃত ক্ষণ তব মূৰ্ত্তি চিত্র পটে তার বারস্বার বভূ উন্মাদিনীপার। তোমার মধুর কথা প্রিয় শারিকারে যায় পুছি কখনো টানিয়া তার মৌন বীণাখনি চাহে গাহিবারে তব নামাঙ্কিত গান কে জাগাবে তান ? আজ স্ত্র ত শ্রীর ধারা অবিশ্রাম সাধিতেছে বাদ, অর্ড তন্ত্রী মাঝে হায় স্বর নাহি ফুরে, বৃথা খোজে ঘুরে বিশ্বত মুচ্ছনাগুলি বিকল-হৃদয় । হেন প্রেয়সীর স্নিগ্ধ প্রেমামৃত-ধারা যুগ যুগান্তর করি' পান কোন বলে বলীয়ান হইয়াছ হে যক্ষ-প্রবর? মাত্র সম্বৎসর প্রিয়ার মধুর সঙ্গে বঞ্চিত হইয়া উন্মত্তের প্রায় ভোগম্বর্গ অলকায় ভৌগস্মৃতি শৃঙ্খল বাহিয়া চাও যেতে ? তোমাদের স্বরগেতে প্রেম বুঝি শুধু চাওয়া আর সদ প্রাণ পুরে পাওয়া ?” ভোগী দেবতার দল তাই বুঝি সৰ্ব্ব কার্ধ্যে এমন স্থৰ্ব্বল ? ७५७ट्-भ६१-७ञ्चt ५६८७व्र १ि७