পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8(ళ প্রবাসী—আষাঢ়, ১৩৩৪ [ २१* ভাগ, ১ম খণ্ড বিস্তার যাহা হইবে, তাহা প্রধাণতঃ বিলাতী জিনিষেরই হইবে, এবং তাহার দ্বারা গ্রাম্য কারিগরদের অন্ন মারা যাইবে । ম্যালেরিয়া বাড়িবে। নৌকানিৰ্ম্মাণ ও বহায় নিযুক্ত বিস্তর লোকের অল্প মারা যাইবে । জলপথের অবনতি হওয়ায় আরও নানা প্রকারে দেশের অবনতি হইবে। কলিকাতার ভাইস-চ্যান্সেলারের উপর আক্রমণ শ্ৰীযুক্ত যদুনাথ সরকার ভাইস-চ্যান্সেলার হইয়া নানাদিকে যথাসাধ্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের হিত করিবার চেষ্টা করিতেছেন, কিন্তু তাহার নিয়োগে যে দলের লোকদের চাইগিরি যায় যায় হইয়াছে, তাহারা নানা মিথ্যা কথা রটাইয় তাহাকে অপদস্থ করিতে চেষ্ট করিতেছে। যে সব মিথ্যা কথা ফরোঅর্ডি লিখিয়াছিল, অন্য অনেক কাগজে তাহা খণ্ডিত হইয়াছে, কিন্তু ফরোজার্ড দোষ বা ভ্রম স্বীকার করে নাই। ভাইসচ্যান্সেলারের অঙ্গুলিনির্দেশে পরীক্ষায় পাশ ফেল বেশী হয়, এই যে ধারণ, ইহাকেই ভিত্তি করিয়া ফরোআর্ডি যদুবাবুকে আক্রমণ করিয়াছিল। চাইয়ের ইহার দ্বারা ধে নিজেদের দেবতাকেই অপদস্থ করিয়াছে, তাহা বুঝিতে পারে নাই। আগেকার কর্ভার আমলে পরীক্ষায় খুব বেশী পাশ তাহার আদেশে হুইত বলিয়াই, এখন এই মিথ্যা কথা রটান হইয়াছিল, যে, যদুবাবুর আদেশে ফেল বেশী হইতেছে । সত্য কথা কিন্তু এই, যে, যন্ধুবাবুর এ বিষয়ে কোনই আদেশ ছিল না, থাকিতে পারে না, এবং মোটের উপর ফেলও বেশী হয় নাই। যন্ধুবাবুর নিয়োগে অনেকের চাইগিরি গিয়াছে, এবং তাহাদের আশ্রিত অনেকের “উপরি পাওনা"ও গিয়াছে ; আক্রোশের ইহা অন্যতম कांद्रष्टुं । বৰ্ম্ম অয়েল কোম্পানীর দান রেসুন বিশ্ববিদ্যালয়ে দেশী বিদেশী অনেকে লাখ দুলাখ টাকা দান করিয়াছে। সকলের চেয়ে বড় ও প্রশংসনীয় দান বৰ্ম্ম অয়েল কোম্পানীর ১৫ লাখ টাকা । কলিকাত ক্লাইব ষ্ট্রীটের বিলাতী কৰ্ত্তার, এবং বড় বাজারের ক্রোড়পতি মাড়োয়ারী-ভাটিয়ারা দেখিয়া స్తుE LE - টেগার্ট কলিকাতায় বকরীদ এবার কলিকাতায় বকরীদ, মাতুষদের পক্ষে, শাস্ত ভাবে অতিক্রান্ত হইয়াছে—গোরুদের পক্ষে নয় । ষ্টেটসম্যান বলিতেছেন, ইহা পুলিসের অর্থাৎ সাহেবের যন্দোবস্তের ফলে যতট। হিন্দুমুসলমানের সপ্তাবের ফলে ততটা নহে। স্বতরাং ইহা হইতে সিদ্ধাস্ত করা যাইতে পারে, যে, গত বৎসর যে কয়েক বার কলিকাতায় সাংঘাতিক দাঙ্গ হইয়াছিল, তাহা নিবারণ করা ও পুলিসের সাধ্যায়ত্ত ছিল, কিন্তু নিবারণের যথেষ্ট বন্দোবস্ত হয় নাই। কেন হয় নাই ? এডিনবরায় বর্ণবিদ্বেষ এডিনবরায় নাচের হলে ও কতকগুলা ভোজনালয়ে অশ্বেতকায় বলিয়া ভারতীয়দিগকে যাইতে দেওয়া হইবেন, ঐসকল স্থানের কৰ্ত্তারা এরূপ নিয়ম করায় এডিনবরাপ্রবাসী ভারতীয় ছাত্রদের ও এখানকার ভারতীয়দের ক্ৰোধ হইয়াছে। হইবারই কথা। পৃথিবীতে, ইউরোপে, এডিনবরার মত বা তার চেয়ে সস্তায় উৎকৃষ্ট বা উৎকৃষ্টতর শিক্ষার জায়গা অনেক আছে। আমাদের ছাত্রেরা যেন সেই সব জায়গায় যান । ভারতীয় বলিয়া ভারতীয়দিগকেনৃত্যশালায় যাইতে না দেওয়াটা অপমানকর বটে ; কিন্তু বিলাতা মৃত্যশালাগুলার গেলে বিদ্যা বাড়ে না চরিত্রের উন্নতি হয় না ; মুখ লাভের উহা অপেক্ষা নিদোষ ও উৎকৃষ্ট উপায় এবং জায়গাও আছে । শ্বেতকায়েরা আমাদের গায়ের রং ময়লা যলিয়া আমাদিগকে অবজ্ঞা করায় আমরা চটি। কিন্তু যে-মেয়ে ফরসা নয়, তার বিয়েতে জামাই বাবাজিরা ও জামাইয়ের বাপমায়ের বেশী দাম আদার কেন করেন ? সে গুণবতী এবং তার গঠন ও মুখ চোখ নাক স্বন্দর হইলেও করেন। কাল পাঁচপাচি মেয়ের ত কথাই নাই । এটা কি বর্ণবিদ্বেষ বা বর্ণঅষজ্ঞ নয়? তখন বাবু সাহেবর চটেন না কেন ? ভ্রম সংশোধন গত জ্যৈষ্ঠ মাসের প্রবাসীর পুস্তক-পচিয়ে ডাঃ স্বনীতিকুমার bibiototo owtwo. (Origin and Development of the Bengali Language and Literature) সমালোচক শ্ৰী জ্ঞানেত্র মোহন দাস-ভ্রমক্ৰমে-মুঞ্জিত শ্ৰী বিধুশেখর ভট্টাচাৰ্য্য নছেন। BBBBBBB BB B SBBBBBB BBBB BBB BBB B BBBB SS LS LLLLL