পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や● প্রবাসী—শ্রাবণ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড একটি মূল স্বর বাজছে, যে স্বর শাস্তির স্বর, সামঞ্জস্তের স্বর। এই গাছ প্রাণের প্রথম জয়সঙ্গীত নিয়ে পৃথিবীকে প্রাণীদের বাসযোগ্য ক’রে তুলেছে। এর ফুলে পাতায় প্রাণের প্রথম সৌন্দর্ধ্য-বিকাশকে সৰ-চেরে সহজরূপে দেখছি। এতেই যেন স্বন্দরের মূল স্বর, তাই যা কিছু স্থম্বর, ফুলের সঙ্গে কবি তাকে যাচাই ক’রে দেখে। এই যে প্রাণ আপনার দুর্জয় শক্তিকে স্থম্বর করে বিশ্ব জুড়ে নিয়ত প্রকাশ করছে—এ যেন একটি গানের ভূমিকা, তার ধুয়া। এই ভূমিকা প্রাণ-সঙ্গীতের বিক্ষিপ্ত স্বরগুলিকে সুন্দর একের পরিণতিতে সহজে মিলিয়ে দেবার কথা বলছে। সেইজন্তেই মানুষের ক্লান্ত বিক্ষুব্ধ চিত্তকে বনস্পতি শাস্তিতে অভিষিক্ত করে। বনের মধ্যে প্রাণের যে বেদমন্ত্র, শান্তিমন্ত্র অহরহ ধ্বনিত হচ্ছে, আমাদের দেশের বনচারী ঋবির নিয়ত তী শুনেছেন, এই তরুচ্ছায়ায় নানা ঋতুর বর্ণ-বৈচিত্র্যে এই নমস্কার-বাণী তারা শুনেছেন— যে দেবোইয়েী ঘোইপ স্ন যে বিশ্বং ভুবনমাবিবেশ ষ ওষধিযু যো বনস্পতিযু তস্মৈ দেবায় নমোঁ নমঃ ॥ —এবং এই বাণীদ্বারা বিশ্বের সঙ্গে আত্মার যে যোগ সেটি সহজ হয়েছে। যেন মন দিই, যেন শুনতে পাই সকাল-বেলার আলোক যে-স্বরে বাজছে, প্রত্যেক পল্লব পুলকিত হয়ে উঠছে, তৃণরাশি অঞ্জলি তুলে ধ’রে আকাশকে বলছে—দাও দাও দাও, ভ'রে দাও। সেই স্বর বাজে তোমার ঘরের দ্বারে ধে গাছ দাড়িয়ে আছে তাতে, প্রভাতের আলোকে, রাত্রির অন্ধকারে, পত্রের মর্শ্বর-ধ্বনিতে, নানা ঋতুর উৎসবে । মনে মনে ভাবি কত বড় বাণী নেমে এল ধরণীতে, যেদিন তরু শুiামল বেশে কিশোর প্রাণকে বহন ক’রে নিয়ে এল, প্রাণের পদধ্বনি দিনে দিনে ধ্বনিত হতে লাগল বর্ণে গন্ধে রূপে । সেই গাছ আমার ঘরের পাশে দাড়িয়ে । আমার যা প্রার্থনা তার আমুকুল্য করছে। কৃতজ্ঞচিত্তে আনন্দিতভাবে সহজবোধের সঙ্গে এটিকে যদি দেখি তবে পৃথিবীতে আনন্দ-লোককে ঘরের দ্বারে পেতে পারি, নইলে অন্য কোথাও তা পাব না । গানে আছে “বাজাও আমারে বাজাও,” যে স্থর সহজ হ’য়ে বাজছে তরুলতার মধ্যে, অবিকৃত হয়ে বাজছে শিশুর প্রথম হাসিতে, যে স্বর বাজছে সন্ধ্যা-মালতীর গোপন স্বরে, যে স্বর বাজছে ধরণীর ধূলিতে বিচিত্র বর্ণে বর্ণে—সেই সহজ সরল স্বরের মত ক’রে স্বন্দর কর, সার্থক কর, বাজাও আমারে বাজাও । প্রাচীন ভারতীয় রাজকোষের আয়-ব্যয় অধ্যাপক শ্রী রাধাগোবিন্দ বসাক প্রাচীনকালে প্রধান প্রধান রাজকৰ্ম্মচারীরা কত হারে বাৎসরিক বেতন উপভোগ করিতেন এবং তাহা কিরূপে রাজসরকারে আয়-ব্যয়-তালিকার ( Budget) খরচ দিকে ভূক্ত হইত তাহার কিঞ্চিৎ আভাস দেওয়া এই প্রবন্ধের উক্ষেপ্ত । , শাসন সংরক্ষণে প্রধান কৰ্ম্মচারীদের বেতন «fpf, wpist s nằ (Prime-minister), Hfq signifs, csatofs (Commander in chief), Gata (Crown-Prince), totel (Dowager Queen) ও পট্টমহিষী এই আটজনের প্রত্যেকের বাৎসরিক বেতন ৪৮••• পণ ( ১ পণের মূল্য আছুমানিক ys হিসাবে ধরিলে বর্তমান সময়ে প্রায় ৩e see২ টাকা) অর্থাৎ মাসিক প্রায় ২৫০০ টাকা করিয়া ধার্ঘ্য ছিল। দৌবারিক (Lord Mayor of the Palace or Inspector