পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ৰ্থ সংখ্যা ] গহনা সৌন্দর্ধ্যজ্ঞানের পরিচয় কতটুকু থাকে, তাহা বলা বাহুল্য। א( সমাজেও সাধারণতঃ গুণীর গহন অপেক্ষ ধনীর গহনারই অধিক খ্যাতি হয়। তাহার কারণ, অলঙ্কারের যাচাই বা আদর হয় কেবল মাত্র মূল্যের দ্বারা। প্রসিদ্ধ চিত্রকর দ্বারা অঙ্কিত চিত্র সাধারণতঃ অপেক্ষাকৃত অধিক মূল্যবান হইয়া থাকে। প্রসিদ্ধ শিল্পীর পরিকল্পিত বা নিৰ্ম্মিত গহনার সেরূপ মুল্যাধিক্য এদেশে কেহ শুনিয়াছেন কি ? স্বতরাং দেখা যাইতেছে, যে, গহনার ক্ষেত্রেঅন্ততঃ পক্ষে এদেশে—শিল্পীর স্বরুচি, সৌন্দৰ্য্যজ্ঞান, কল্পন, বা কারুকৌশলের বিশেষ আর্থিক সার্থকতা নাই ; অতএব তাহার বুদ্ধিচাতুৰ্য্য বা কলাকৌশল প্রয়োগের নিমিত্ত প্রলোভনও নাই । খৃঃ সপ্তম শতাব্দীর বাইজান্টীয় ছুল (Byzantine) সভ্যতর দেশে—অর্থাৎ যে-সব দেশে রূপরসজ্ঞানের সমাদর আছে—গহন-শিল্পের অবস্থা ঠিক এরূপ নহে। ধনীর সমাদর.সে-দেশেও আছে এবং সে-দেশেও গহনার বিষয়ে ধনগৰ্ব্বের অসংস্কৃত বৰ্ব্বরোচিত পরিচয় পাওয়া যায়, কিন্তু সে পরিচয় সে দেশের সমাজে সন্ত্রমের সহিত श्रृंशैज्र वा अनूङ श्य न । এদেশ ও পাশ্চাত্য দেশের এই প্রভেদের কারণ এইমাত্র, যে, সে সকল দেশে প্রকৃত রূপরসজ্ঞ জ্ঞানী ব্যক্তির সংখ্যা অধিক এবং তাহাদের প্রভাবও এদেশের অপেক্ষ অনেক অধিক। এই প্রভাব যে চিরকালই تاج سيجسد هو अछकें] ।. भुँ: झर्छ श्रृंज्री ছিল বা চিরস্থায়ী হইবে, তাহা নয়। সে দেশেও প্রথম ' প্রথম র্যাহারা জনসাধারণকে ললিতকলা বা রূপরসজ্ঞান সম্বন্ধে মৃত্তন পথ প্রদর্শন করেন, তাহাদিগকে এদেশের অপেক্ষা অনেক গুণ অধিক তীব্র শ্লেষ, বিরূপ,সমালোচনা