পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ዓ8 র্তাহার মেম সাহেব সে-দিন তাহাকে গল্দা চিংড়ির সহিত তুলনা করিয়া কি বলাতে তাহার চিত্ত কথঞ্চিৎ বিক্ষিপ্ত ছিল। সম্মুখে এইরূপ দৃশ্ব দেখিয়া তিনি ভীষণ চটিয়া গেলেন ও বড়বাবুকে ডাকিয় নেপেন ভাদুড়ীর ৫ ও পিতোমবাবুর ১-২ জরিমানার ব্যবস্থা করিয়া দিলেন। পিতোমবার অনেক করিয়া সাধ্য-সাধন করা সত্বেও সাহেবের কঠিন প্রাণে দাগমাত্র পড়িল না। ( २ ) জরিমানার কথাট। পিতোমবাবু গিন্নির কাছে অনেক দিন ঢাকিয়া রাখিয়াছিলেন ; কিন্তু মাসাস্তে স্বভাষিণী যখন তাহার নিকট হইতে বেতনের টাকা গুণিয়া লইতেছিলেন তখন ১০২ কম দেথিয়া পিতোমবাবুকে প্রশ্ন করিলেন, “এ কি ১০২ কম কেন ?” পিতোমবাবু, “আমি এই কি না......” বলিয়! কি একট। বলিতে গিয়া ভুল পথে ঢোক গিলিয়। বিষম থাইয় বলিলেন । তিনি পুনর্বার স্বাভাবিক ভাবে নিঃশ্বাস ফেলিতে আরম্ভ করিলে পর গিরি আবার তাড়া দিয়া তাহাকে বন্সিলেন, "সত্যি কথা ব’ল বলছি নইলে অনর্থ হবে । রেস খেলেছ ? বাজি হেরেছ ? কি করেছ ?” পিতোমধfবু বন্সিলেন, “না জরিমান দিয়েছি । সেদিন কি রকম মাথাটা গরম হয়ে উঠল......” “তাই কি রাস্তায় মারপিট করেছিলে ? ওমা কি হবে গো । বুড়ে বয়সে শেষকালে মারামারি ক’রে থানা পুলিস কল্পে ! ওগো মাগে, আমায় কিনা এও শুনতে इ'ल !” পিতোমষাৰু যতই বলেন, “আরে না না, থানা নয়, পুলিশ নয়, আফিসে...” গিল্লির ততই শোক বাড়িয়। চলে, “ওগো তুমি আসামীর কাঠগড়ায় দাড়ালে শেষকালে —মুখে চূণ-কালি মাখলে, আমার এ কি লজ্জা झ’ण !” এমন সময় নস্থ খুড়া আসিয়া পড়ায় গিরি পিতোমকে ছাড়িয়া প্তাহার পায়ের কাছে ধুপ করিয়া বসিয়া পড়িলেন ও ভুক্রাইয়৷ কঁাদিয়া উঠিলেন, “ও নস্ব-খুড়ো, বুড়ে বয়সে মারপিট.* , - প্রবাসী—শ্রোবণ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড নহ-খুড়ে গর্জিয়া উঠিলেন, “ইস্টুপিড, পাষণ্ড কোথাকার, তুমি স্ত্রীলোকের গায়ে হাত তোল!” পিতোমবাৰু দেখিলেন তিনি ক্রমে গভীর হইতে অতল জলে গিয়া পড়িতেছেন । তিনি এবার প্রাণপণ করিয়া গিল্লির কান্না খুড়ার গর্জন সব ডুবাইয়। চীৎকার করিয়া বলিলেন, “পুলিশেও যাইনি, স্বভাষিণীকেও মারিনি। ম্যাপ। ভাদুড়ীকে সিড়ির মোড়ে চেপে ধ’রেছিলাম ক’লে সাহেব জরিমান করেছে।” গিন্নি বলিলেন, “ও, আফিসে গিয়ে বুঝি ঐ সবই कद्रा ६झ ?” নস্থ-খুড় বললেন, “ত আগে বলনি কেন ?" স্বভাষিণী এতক্ষণ পুলিশ-সংক্রাস্ত কলঙ্ক-ভীতি হইতে সাম্‌লাইয়। উঠিতেছিলেন। তিনি এখন ঝঙ্কার দিয়৷ বলিয়া উঠিলেন, "ছেলেছোফরাদের মত ধস্তাধস্তি করতে তোমাদের একটু ঘেন্নাও কি হয় प्रश्न झश्रृफ्नै টাক ! এখনকি তোমার বাদুরেপনার জন্যে খোকার দুধ বন্ধ করব, ম, সকলে নিরিমিষ খেয়ে দিন কাটাষ ?” নম্ব-খুড় বিচারকাৰ্য্যনিরত সঙ্গেমনের স্তায় মুখ করিয়া যলিলেন, “ন না, শিশুর দুগ্ধপান বদ্ধ করা কদাপি উচিত হইবে না। তদ্ব্যতীত, পীতাম্বর অনবধানতাবশত যে অবিমুষ্যকারিভার কার্য্য করিয়া ফেলিয়াছে তাহার উপযুক্ত প্রায়শ্চিত্তস্বরূপ তাছার উচিত হইবে আগামী এক মাস কাল ট্রামে আফিস যাতায়াত না করিয়া পদব্রজে গমনাগমন করা ।” স্বভাষিণী অন্ধকারে যেন আলোক দেখিতে পাইয়া আনন্দে মুখ উদ্ভাসিত করিয়া বলিলেন, “ঠিক বলেছ, নম্ব খুড়ো ! হেঁটে হেঁটে অফিসে যেতে হ’লে, ওনার রসের কেঁড়ে একটুখানি হান্ধা হ’য়ে আসষে—ছেব লামী করাও একটু বদ্ধ হবে।” * পিতোমবাবু নস্থ খুড়োর দিকে একবার বিষনেক্সে তাকাইলেন ; কিছু বলিলেন না। স্বভাষিণী খুড়া মহাশয়ের রায়ে বিশেষ্ট্র প্রীত হইয়াছিলেন। তিনি খুলী মনে স্বামীকে বলিলেন, “তুমি যাও ত গো ছ-পয়সার