পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢v२ প্রবাসী—শ্রাবণ, ১৪৬৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড কেহ দেখিল না যে, পিতোমবাবুর মুখখানা ইহাতে কি এক অনিৰ্ব্বচনীয় আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। সুভাষিণীর কেশ ধরিয়া একবার পিতোমবাবু সহাস্ত বদনে ঝুলিয়া পড়িলেন। স্বভাষিণীকে বহুকষ্টে সেই দৈত্য-শিশুর কবল হইতে রক্ষা করা হইল। •••‘किछि रहेtण' छू५ श९ब्रादेtउ १९] श्tणन। খাওয়া লইয়া আর এক তুমুল কাও বাধিস্থ গেল। ঘরময় দুগ্ধের ঢেউ খেলিয়া গেল, দুই তিনটি পেয়াল, তিন চারিটি বাট খণ্ড বিখণ্ড হইয়া মেঝেতে গড়াইতে লাগিল ; পিতোমবাৰু সেই দুগ্ধস্রোতে ছপাৎ ছপাৎ করিয়া হাম দিয়া বেড়াইয়া বিছানার উপর হইতে টানিয়া স্বভাষিনীর জাদরের লক্ষ্মেী ছিটের নতুন লেপথানা সেই দুগ্ধকৰ্দমে ফেলিয়া মাখামাৰি করিয়া এক নব দক্ষযজ্ঞের স্বচনা করিলেন। স্বভাষিনী আজ জীবনে প্রথম বিপদের মুখে পরাজিত হইয়া ছল ছল নেত্রে এই তাওব অভিনয় নিৰ্ব্বাকৃ হইয়া দেথিতে লাগিলেন। স্বভাষিণী বাটি করিয়া দুধ খাওয়াইতে না পারিয়া পিতোমবাবুকে অগত্যা থোকার “ফিড়িং বট লে’ দুধ খাওয়াইতে বাধ্য হইলেন। নস্থখুড়া নস্য লইতে লইতে বলিলেন, "দুর্গ। ធ្នូ তিন চারদিন অতিশয় যত্নের সহিত শুশ্ৰুষা করিয়া পিতোমবাবুকে ক্রমশঃ আরোগ্যের পথে লইয়া যাওয়া হইতে লাগিল। সকলেই তাহার সেবায় নিযুক্ত। স্বভাষিণী শয়নকালে তাহার পা টিপিয়া দেন। নমুখুড়া তাহাকে মাঝে মাঝে হাওয়া করেন । ডাক্তার বলিয়াছেন, “সম্পূর্ণ শাস্তি ও আরাম দেওয়া চাই ; নতুবা পাগল হইয়া যাইবার ভয় আছে ।” ( . ) কয়েক দিন হইল পিতোমবাবু আবার আপিস যাইতেছেন। নেপেনবাবু তাহাকে জিজ্ঞাসা করিলেন, "কি ভায়া, আছ কেমন ? মনেত হচ্ছে থেয়ে দেয়ে তোফা ফুল্‌ছ।” পিতোমবাবু নিজের বাম চক্ষু ঈষৎ নিমলিত করিয়া বলিলেন, "দু ”