পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२७ ^(2 )بهها s ། > প্রবাসী=ি়েশ্রাবণ, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড মেস্টন বিলিতে বঙ্গের প্রতি ধে অবিচার হইয়াছে, সে বিষয়ে যদি সাধারণ ঐকমত্য বাস্তবিকই থাকে, তাহা হইলে তাহার প্রতিকার কেন হয় নাই, জানিতে কৌতুহল হয়। শুনা যায়, বঙ্গে প্রাথমিক শিক্ষার বিস্তার ও উন্নতির জন্য ঐযুক্ত ব্যোমকেশ চক্রবর্তী আইন দ্বারা নূতন ট্যাক্স বসাইবার প্রস্তাব করিবেন। তিনি বাংলা হইতে সংগৃহীত বাংলার রাজস্বেয় দ্যাধ্য ভাগ ੋ: 6ਂ। করিয়াছেন কিন; জানিতে ইচ্ছা করি । ২ s '、、 ملاكي "ব্যির্চ ও মুসলমানপরীক্ষার্থ • কোন কোন মুসলমান কাগজে এইরূপ অভিযোগ দেখা যায়, ষে, মুসলমান বলিয়াই কোন কোন পরীক্ষার্থীকে কম নম্বর দেওয়া হইয়াছে, বা অন্ত প্রকার অবিচার হইয়াছে। পক্ষপাতিত্ব বা অবিচার কখন হইতে পারে म, ७भन मयू। किरू भूगजमान दलिग्नांशे अविघ्नांबद्र কথা যাহারা বলেন, তাহারা ভাবিয়া দেখিবেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষকদের মুসলমানদের প্রতি এইরূপ বিরুদ্ধভাব থাকিলে মুসলমান পরীক্ষার্থ ( যেমন হুমায়ুন কবীর) বা মুসলমান পরীক্ষাধিনী (যেমন হাবলুলমতীনসম্পাদকের কঙ্কার ) কোনও পরীক্ষায় প্রথম স্থান কি প্রকারে অধিকার করিতে পারিয়াছেন। stmist চাকরীর ভাগ কতকগুলি উচ্চ চাকরী পাইতে হইলে হিন্দুদিগকে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হইবে ; কিন্তু মুসলমান, ফিরিঙ্গী ও ইউরোপীয়দিগকে তাহা দিতে হইবে না। মুসলমানের বিনা পরীক্ষায় “মু্যনতম যথেষ্ট” যোগ্যতা থাকিলেই শতকরা ৪৫টি চাকরী পাইবে । বলা বাহুল্য, আমরা ইহার বিরোধী। সকল ধর্থের লোকদের নিয়োগ সাধারণ প্রতিযোগিতামূলক হইলে, যত ভাল কৰ্ম্মচারী পাওয়া বাইত, এই ব্যবস্থায় তাহ পাওয়া যাইবে না ; স্বওয়াং সরকারী কাজ যতটা ভাল করিয়া চালান সম্ভব, তাহা হইবে না। অধিকন্তু অনেক খুব যোগ্য লোক, মুসলমান ফিরী বা ইউরোপীয় নহে বলিয়া কাজ পাইবে না। ইহার দ্বারা প্রকারাস্তরে বলা হইতেছে, তোমরা মুসলমান হও কিম্বা নাম ভাড়াইয়া বিদেশী নাম লইয়া ফিরিঙ্গী সাজ । প্রতিযোগিতাত্মক পরীক্ষা হইলে মুসলমানের চাকরী পাইবে না, এই উহ কথাতে তাহাদের যে অপমানট। নিহিত রহিয়াছে, তাহা মুসলমান নেতার মাথা পাতিয়া লইতেছেন—কারণ, “পেটে খেলে পিঠে সয়” । কিন্তু আমাদের জ্ঞানবুদ্ধি অনুসারে কোন সৎপরামর্শ দিলে র্তাহারা তাহা দুরভিসন্ধিপ্রস্থত মনে করিবেন। কিন্তু র্তাহারা নিজের সম্প্রদায়ের মঙ্গলের জন্য এই নিয়ম করাইতে পারেন না কি, যে, মুসলমানের যতগুলি চাকরী পাইবেন, তাহা কেবল মাত্র , মুসলমানদের মধ্যে প্রতিযোগিতার ফল আকুসারে দেওয়া হইবে ? তাহ। হইলে অন্তত: যোগ্যতম মুসলমান যুবকর কাজ পাইবেন, র্তাহাদের আত্মসন্মানবোধ বাড়িবে, এবং খোসামোদ ও মোসায়েবী কিছু কমিবে । জর্জ বার্ণার্ড শ ও ভারতীয় সভ্যতা জর্জ বার্ণার্ড শ’র ভারতীয় সভ্যতার উপর মন্তব্য প্রকাশে এদেশে বেশ একটা আন্দোলনের স্বষ্টি হইয়াছে। ইঙ্গ ভারতীয় সংবাদপত্রের দল এই স্বমোগে শ’র মত র্তাহীদের স্বপক্ষে “নজীর” বলিয়া নৃত্যু করিয়া বলিতেছেন যে, ভারতবর্ষের সভ্যতা ইত্যাদি কখনো ছিল না, এখনো নাই। এদেশীয়েরা ত অনেকে খুবই ক্ষুব্ধ হইয়াছেন। অন্যদেশে এপ্রকার মতামতের বিচার হয়, যাহার মত, তাহার সেবিষয়ে অধিকার এবং জ্ঞান কতটা আছে তাহার যাচাই করিয়া। অশ্বর্ঘ্যের বিষয় এদেশে সেরূপ প্রথা কিছুই নাই। এখানে যে কোন বিষয়ে একজন লোক বড় হইলেই তিনি সৰ্ব্ববিদ্যাবিশারদ ইহা মানি লওয়া হয়—বোধ হয় ইহা সিবিল সার্কিস রূপ সৰ্ব্ববিদ্যাবিশারদ-মণ্ডলীর প্রভাবে ।