পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] যবদ্বীপের পথে જ૧૯ জা’ক্তের পূর্বকথা স্মরণ করে, আর আমার জাত বেঁচেব’ৰ্ত্তে থাকুলে পিতৃপুরুবদের পুণ্যস্মৃতি অনুসরণ ক’রে আরও কত বড় কাজ ক’রে জগতের কাছে নিজের অস্তিত্বকে সার্থক ক’রতে পাৰ্বত, একথা মনে ক’রে যখন এ বিষয়ে চিন্তা করি তখন স্বতঃই মনে হয়, যে যদি পুনর্জন্ম সভ্য হয় তা হ'লে যত হীন অবস্থায়ই দেশ পড়ুক না কেন, এই ভারতবর্ষেই ফিরে এসে যেন এই দেশকে সেবা করবার সহজ অধিকার পাই ।” কবির সান্নিধ্য-লাভের যে সুযোগ আমার ঘটেছে, তার মধ্যে মাঝে মাঝে অনেক সময়ে তার সঙ্গে এইরকম বহু বিষয়ে আমার ভাব-সাম্য এই স্থযোগকে আর ও কাম্য, আরও মহনীয় ক’রে তোলে । রাত্ৰি নটার দিকে আমরা বেজওয়াডায় এলুম। সেখানে ও লোকসমাগম । তার কামরা অন্ধকার ক’রে দেওয়া ছিল, তা সত্ত্বেও লোকে খুজে বার করলে তাকে । আলে। জালিয়ে তাকে দর্শন দেওয়াতে হ’ল। প্রৌঢ় বয়সের একটি তেলুগু ভদ্রলোক ইংরেজিতে বক্তৃত। সুরু ক’রে দিলেন—“আমরা শেক্সপিয়ার পড়েছি, কও আপনাকে পেয়ে আর আমাদের ক্ষোভ নেই, আমরা ঢের বড়ো কবি পেয়েছি।” এদের সকলের প্রশস্তির আন্তরিকত। বুঝতে দেরী লাগে না । বেজ ওয়াডার পরে কবিকে আর জাগবার আ বস্তকতা থেকে মুক্ত করবার জন্য তার কামরার দরজা বন্ধ, ক’রে ছিট কিনি লাগিয়ে দেওয়৷ হ’ল, আমরা ও আমাদের গাড়ীতে এসে শোবার ব্যবস্থা কবুলুম। সমস্ত পথে জিজ্ঞাহ লোকদের সঙ্গে কিছু কিছু ব’কৃতে হয়েছিল—য বদ্বীপ প্রভৃতি দেশে যাচ্ছেন কেন, "বৃহত্তর ভারত’-এর সঙ্গে আমাদের দেশের যোগ, বিশ্বভারতীয় উদ্বেগু কি, কেমন চলছে বিশ্ব ভারতীর কাজ —ইত্যাদি ইত্যাদি । ১৪ই তারিখের ভোরে খবর নিলুম-ঘুরাতের গাড়ীর ভীবণ ঝাকানিতে, গরমে, পরিশ্রমে, অনিদ্ৰায় কবির শরীর বড়ই খারাপ-অত্যন্ত অসুস্থ আর দুৰ্ব্বল অনুভব ক’রছেন। তার এই সাপ্তবটি বছর বয়সেওঁ তিনি যথেষ্ট ‘পরিশ্রমের শক্তি রাখেন, সহজে কাতর হন না ; কিন্তু আমাদের একটু আশঙ্কা হ’ল। মাত্রাজ সেন্টাল ষ্টেশনে এসে পোছুলুম। প্লাটফরমে বিস্তর লোকের ভাঁড়–ছাজ, আর খবরের কাগজের লোক আর অন্য বিশিষ্ট ভদ্রলোক কতজন। মাত্রাঙ্গ শহরে সাধারণতঃ কবি যার আতিথ্য স্বীকার ক’রে থাকেন সেই ঐযুক্ত টী, ভী, রামস্বামী মহাশয় তার মোটর নিয়ে এসেছিলেন । কবিকে ট্রেণ থেকে কোনও মতে ভীড়ের মধ্যে দিয়ে তাতে চড়ানো গেল । এরি মধ্যে তাকে মাল্য-বিভূষিত করলে আর সিনেমা ছবি তুললে। আমরা মালপত্রের ব্যবস্থা ক’রৰার জন্ত ষ্টেশনে র’য়ে গেলুম। আমাদের সাহায্য করতে লাগলেন ডাক্তার শ্ৰীযুক্ত কুন্‌হনরাজ ; ইনি শাস্তিনিকেতনে কিছুকাল গবেষক-ছাত্র আর শিক্ষক হিসাবে বাস ক’রেছিলেন ; এখন অডিয়ার থিওলফিকাল সোসাইটীর পুস্তকালয়ের অধ্যক্ষ, —আর ঐযুক্ত অয়্যস্বামী, হনি শান্তিনিকেতন গ্রন্থালয়ের পুথিশালার কার্ষে ছিলেন । প্রেসের রিপোর্টারদের সঙ্গে কথা কহঁতে হ’ল । আর যে ফরাসী কোম্পানীর জাহাজে আমরা যাব সেই মেসাঝার মারিতীম (Messageries . Martines ) কোম্পানির তরফ থেকে তাদের মাদ্রাজের আফসের ম্যানেজার ঐযুক্ত এ রাজরত্নম পিলৈ ব’লে একটি তামিল ভদ্রলোক এলেন । কবিকে তার আপিসের তরফ থেকে অভ্যর্থন করবার জন্য এসেছেন, কিন্তু তার সঙ্গে কবির প্রতি ব্যক্তিগত ভক্তি মিশ্রিত হওয়ায় আপিসের কাজ যে স্বেচ্ছ-প্রণোদিত সেবার আনন্দে পূর্ণ হ’য়ে উঠেছিল, তার কতকগুলি অন্তর্গ পরিচয় পরে পেলুম। এর হাতে বড়ে বড়ো বাকুস পেটরাগুলি তুলে দিয়ে, আমরা তিন জনে—থরেন-বাবু, ধীরেন-বাৰু আর আমি, . ঐযুক্ত কুন্‌ছনরাঞ্জ। আর অয়্যস্বামীর সঙ্গে শ্ৰীযুক্ত রামস্বামীর আর-একখানি মোটরে ক'রে তার বাড়ীর দিকে রওন। হ'লুম। মাত্রাজে আমার এই প্রথম আগমন। মৈগাপুরে ঐযুক্ত রামস্বামীর বাড়ী,—এটা যেন মাত্রাঙ্গের বালীগঞ্জ । ঘনসন্নিবিষ্ট গাছপালায় ঘেরা বাগান আর হাতার মধ্যে সব অবস্থাপন্ন লোকের বাড়ী। মাত্রাঙ্গকে বেশ একটি পরিষ্কার শংর ব'লে মনে হ’ল। মাত্র ঘণ্ট। কয়েকের অবস্থান। বেশী কিছু অবগু দেখা হয়নি। পাহারাওয়ালার সৎ খাৰ পোষাক পর। ভাষিল পাহারাওয়াল,

  1. *.