পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ময়ূর-সিংহাসন ফরাসী চিকিৎসক ব্যাণিএ ১৬৫৬-১৬৫৮ খুঃ ভারত পরিভ্রমণ করেন । ইনি তাভ্যাণিএর মত দীর্ঘ বিবরণ লিখিয়৷ , পিয়া নাই। বার্ণিএর নীতিদীর্ঘ বিবরণীতে নিম্নলিখিত তারতম্য পরিলক্ষিত হইয়া থাকে। প্রথমতঃ তার মতে সিংহাসনটির ছয়টি পায় ছিল । দ্বিতীয়তঃ, তিনি ইতার মূল চারি কোট টাকা নিরূপণ করিয়া গিয়াছেন । সৰ্ব্বপরিশেষে তাঙ্গার বিবরণে আর-একটি বিশেষ উল্লেখযোগ বৃত্তান্ত এই যে, সিংহাসনটি তৈয়ারী হয় ৬ার এক স্বদেশবাসীর তত্ত্বাবধানে । বাণিএ এব্যক্তির নমোল্লেখ করেন নাই, মাত্র এই বলিয়াছেন যে, সে "টরোপের বহু নৃপতিবৃন্দকে ঝুটা মণি-মাণিক্য-সাহায্যে প্র তারিত করিয়া পরিশেষে মোগল দরবারে আশ্রয় পাইয়া উন্নতির পথে উত্তরোত্তর অগ্রসর হয়। তবে সে নিশ্চয়ই অষ্টিন দ বুড়ে । যাল মালুচি সপ্তদশ শতাব্দীর শেষ অৰ্দ্ধে ভারতবর্ষে আগমন কবিয়। নিজের বিবরণীতে সিংহাসনের বিষয় বিশেষ কিছু বিবৃত করেন নাই। প্রসঙ্গ-ক্রমে বলিয়াছেন যে, (১৫) সিংহাসনটির নিৰ্ম্মাণকৰ্ত্ত সাহজাহানের ইহার উপর উপবেশন করিবার সৌভাগ ঘটে নাই। তাহার পুত্র আওরঙ্গজেবই প্রথম এই সিংহাসনে অধিষ্ঠিত হয়েন । এ কথা সত্য নহে । শাহজাহানের সমসাময়িক পারসিক ইতিহাসে স্পষ্টই লেখা আছে যে, তিনি নিজে ঐ সিংহাসনে বসিয়াছিলেন। ১৭৩৬ খৃঃ বিজয়ী বীর নাদির শাহ দিল্লীতে পঞ্চ দিবসধ্যাপী লুণ্ঠনের পর মোগল বাদশাহের বড় সাধের ময়ুরসিংহাসনটি বিজয়-চিহ্ন স্বরূপ লইয়া স্বদেশে প্রত্যাগমন করেন । জনসাধারণের ভ্রান্ত বিশ্বাস এই যে, পারস্ত সবারে ইহা রক্ষিত হইয়া আজ পর্য্যস্ত মোগল সম্রাটদিগের * অতীত গৌরব ও লুপ্তকীর্তির সাক্ষ্য দিতেছে। ভারতের ভূতপূৰ্ব্ব বড় লাট স্বগীয় লর্ড কজ্জন তাহার লিখিত এক পুস্তকে (১৬) পারস্তের রাজধানী তেহেরানে রক্ষিত ময়ুরসিংহাসনটির একটি বিবরণী দিয়াছেন এবং ইহা যে বাদশাহ o (o o) Storia Do Mogor, vol II., P. 34S. (**) Persia and the Persian Question, vol I., pp. 317-322, ۹ہ سرb শাহজাহানের ময়ূর-সিংহাসন নয় তাহ প্রতিপন্ন করিবার জন্ত কতকগুলি যুক্তির অবতারণ। করিয়াছেন। কজ্জন সাহেব তেহেরানে রক্ষিত ময়ুর-সিংহাসনটিকে স্বচক্ষে যেরূপ দেখিয়াছিলেন তাঁহাই তাহার পুস্তকে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন । এই সিংহাসনটি ছিল আগীগোড়া সোনা দিয়া মোড়া ; তাহার উপর চুণি ও পারা বসান ছিল । সমগ্র আসনটি সাতটি পায়ার উপর রক্ষিত ; উপরে উঠিবার জন্ত দুইটি সিড়ি ইহাতে গিরগিটি জাতীয় এক প্রকার জন্থর প্রতিমূৰ্ত্তি ছিল। সিংহাসনটির চারি পাশ্ব ক্ষুদ্র স্তম্ভশ্রেণীর দ্বারা সজ্জিত— একটি আর একটির সহিত পোদিত লিপিমুক্ত তত্তগর দ্বারা সংবদ্ধ। সিংহাসনটির পশ্চাদভাগ খুব উন্নত ; ইহার শিখরদেশে উজ্জ্বল প্রভাশালী হীরক নিৰ্ম্মিত একটি ঘূর্ণায়মান তারকা। দুই পার্থে হীরক নিৰ্ম্মিত দুইটি পক্ষীর প্রতিকৃতি । উল্লিপিত বিবরণ হইতে ইহা সহজেই অকুমান হয় যে, তেহেরানের সিংহাসনটির সহিত মোগল বাদশাহ শাহজাহানের ময়ূর-সিংহাসনের সহিত সাদৃশ্ব খুবই কম। পূৰ্ব্বোক্ত সিংহাসনটি যে ময়ুর-সিংহাসন হইতে সম্পূর্ণ বিভিন্ন ইহা দেখাইবার জন্ত কর্জন সাহেব যে মীমাংসা করিয়াছেন, তাহার আলোচনা করা কর্তব্য । পাঠক-পাঠিকাগণের স্মরণ থাকিতে পারে পরিব্রাজক বাণিএর মতে মোগল বাদশাহের সর্বশুদ্ধ ৭টি সিংহাসন ছিল। ইংরাজ বণিক হানওয়ে বলিয়াছেন যে, নাদির শাহ স্বদে শ-প্রত্যাগমন সময়ে, মোগলদিগের ৯টি সিংহাসন সঙ্গে লইয়। যান। কর্জন সাহেবের মতে, পারস্তের সিংহাসনটি যে ভারত হইতে আনীত সিংহাসনগুলির মধ্যে অন্ততম, এইরপ সিদ্ধাস্তে বড় বেশী ভুল ন থাকিতে পারে, তবে ইহা যে ময়ুর-সিংহাসন নয় ইহ নিশ্চিত । তাভ্যার্নিএর যে, মতানুসারে শাহজাহান কৃত ময়ুর সিংহাসনের চারিটি পায় ছিল । তেহেরানে রক্ষিত সিংহাসনটির ৭টি পায়ার উল্লেখ পাওয়া যায়। পারস্তে প্রেরিত ইংরাজ প্রতিনিধি ম্যালকম ( ১৭ ) (**) Malcolm's History of Persia vol. II., 37 m. Pub. by John Murray, Lond. MDCCCCXXIX.