পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] প্রার্থনা। তুমিযাহাকল্যাণ বলিয়া জানিবে তাহাতে আপনাকে নিযুক্ত করিবে ; ঈশ্বর তোমার শুভ সঙ্কল্প সিদ্ধ করিবেন। ইতি— ঐ দেবেন্দ্রনাথ শৰ্ম্মণঃ তীয় পৰ্ব্বত ২৩ জ্যৈষ্ঠ ১৭৯৩ শক প্রেমাম্পদেষু, সাদর নমস্কার বহবঃ সম্ব— তোমার পত্ৰসকল এই অরণ্য মধ্যে আমার হৃদয়কে আনন্দে অভিষিক্ত করিতেছে । আমার প্রতি তোমার ঘে-প্রকার অটল অনুরাগ ইহাতে আমার স্নেহ তোমার প্রতি সহজেই ধাবিত হইতেছে । তোমার হৃদয় মন প্রসন্ন থাকুক—তোমার সকল কামনা সফল হউক— তোমার জয় হউক । গোকুলকৃষ্ণ-বাবুর যেমন হৃদয় তার তেমনি কার্য । তাহার ব্রহ্মনিষ্ঠাজনিত সদ্ব্যবহারে তিনি সকলেরই মনকেই আকর্ষণ করিতেছেন। তাহার নমতা, তাহার বিনয়ে সকলেই তাহার বশীভূত হইয়াছে। তাঙ্গর মনের ভক্তির প্রভাবে সমাজ-স্থলে উপাসনা-সময়ে দীপমালা আরো উজ্জ্বল ও পরিশোভিত হইয়াছিল। এমত স্থলে তোমার হৃদয় সম্যক পরিতৃপ্ত হইবে না তো আর কোথায় হইবে ?” তুমি লিখিয়াছ ব্রাহ্ম বিবাহের নিয়ম গইয়া মহা গোলযোগ হইতেছে। তোমরা তাহার প্রতিবাদের চেষ্টা করিতেছ—উত্তম । কত লোকের স্বাক্ষর সেই নিয়মের বিরুদ্ধে স্বাক্ষরিত হইয়াছে তাঙ্গ আমাকে জানাইবে । সারদা ও নবগোপালবাবু এতদিনে কি সিমলাতে সেই আবেদন-পত্ৰ লইয়া যান নাই ? * * * * ঐ দেবেন্দ্রনাথ শৰ্ম্মণঃ も মাক্রেটা শেখর ২৯ আষাঢ় ১৭৯৩ শক প্রতিভাজনেষু, সাদর নমস্কার বিশ্বাসের নিকট হইতে তোমার পীড়ার সম্বাদ পাইয়। মহর্ষি দেবেন্দ্রনাথের অপ্রকাশিত পত্রাবলী し〜> > ヘ.ベ*メ*****や**。 অবধি আতিশয় উদ্বিগ্ন হইয়া ছিলাম। পরে তোমার এই ২২ আষাঢ়ের পত্র পাইয়া প্রাণ পাইলাম। তোমার শরীরের উপর তুমি কিছুই যত্ন কর না। কখনো ঝড়ের মধ্যে যাইয়৷ হাত ভাঙ্গে, কখনো বা বৃষ্টিতে ভেজেহয়ত উপরি উপরি রাত জাগে! –ইহাতে শরীর কি প্রকারে ভাল থাকিতে পারে ? সাবধান হইয়া চলিবে, সম্প্রতি অধিক পরিশ্রম করিবে না । তারপরে ব্রাহ্ম বিবাহের আইন হইবার বিষয় কি. শুনিয়াছ আমাকে অবগত করিবে । রাজনারায়ণ-বাবু মধ্যে মধ্যে আদি ব্রাহ্ম সমাজের বেদীতে বসিয়া উপাসনার কার্য্য সম্পন্ন করিবার জন্ত আমাকে লিপিয়াছেন—আমি তাহাকে এই উত্তর দিয়াছি— “তুমি এখন এক একদিন সমাজের প্রকাশ্ব উপাসনা কার্য্য নিৰ্বাহ করিতে প্রস্তুত আছ—অতি আহলাদের সহিত ইহাতে আমি অনুমোদন করিতেছি”--অতএব তুমি তাহার সঙ্গে উপাসনা করিবার জন্য এক বুধবার প্রথমতঃ স্থির করিবে এবং সেদিন তাহাকে তুমি সমাদরপূর্বক বেদীতে বসাইয় দিবে * * * ইতি— শ্ৰীদেবেন্দ্রনাথ শৰ্ম্মণঃ も অমৃতসর ১৭ পৌষ, ১৭৯৩ শক প্রতিভাজনেষু, সাদর নমস্কার— তোমার পত্ৰসকল প্রাপ্ত হইয়া পরিতৃপ্ত হইতেছি। বেহাল ব্রাহ্মসমাজের সাম্বংসরিক উৎসবের যে বর্ণনা করিয়া আমাকে সবিশেষ সকল সংবাদ অবগত করিয়াছ, তাহাতে চাফুষ প্রত্যক্ষ সমান আমার নিকটে সে-সকল প্রতীতি হইল । ইহার জন্ত তোমাকে ধন্যবাদ দিতেছি। এই ক্ষণে ১১ মাঘের উৎসব নিৰ্ব্বিত্বে সুচারুরূপে সম্পন্ন হইলে হয় । রবীন্দ্র প্রভৃতি বালকেরা বেহালাতে পারায়ণে যে যোগ দিয়াছিল তাহ শুনিয়া আহলাদিত হইলাম। তাহদের