পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্য } সীতাহরণের পর রামচন্দ্র যদি তাহদের দুইঙনের দণ্ডকারণে একত্রবাসের রমণীয় কয়টি দিনের বিগত কথা স্মরণ করিয়া লক্ষ্মণকে লষ্টয়া বনে বনে শুধু বিলাপ করিয়াই বেড়াইতেন ও নিৰ্ব্বাসন-অন্তে সীতার পরিহিত বসনের ছিন্ন অঞ্চল সংগ্ৰহ করিয়া স্বয়াড়ে ফিরিয়া আদিতেন তবে য়ামায়ণ রচনা হইত না । দিনের পর দিন উদগত অঙ্গর বাধা চক্ষুর সন্মুখ হইতে অপসারিত করিতে করিতে জটায়ুর রক্তাক্ত ছিন্নপক্ষ ও সীতার উন্মোচিত অলঙ্কার-চিহ্নিত পথে ব্যাকুল চিত্তে সীতাম্বেষণের যে সুদীর্ঘ যাত্রা, তাহার প্রতি পদক্ষেপে যt: বাঞ্জিয়া উঠিয়াছে তাহারই নাম ব্যথা বা বেদনা। উহা নিৰ্ব্বেদের দ্বারা নিরন্তর আচ্ছন্ন নহে, লঙ্কাবিজয় ও সীতার উদ্ধার উহার মাথায় মুকুট পরাইয়া দিয়াছে। পুরুষ ও নারীর পরস্পরসম্বন্ধে দেহু বড় কি মন বড় এইটাই একমাত্র সমস্ত নহে । যড় কথা এই যে, তোমাকে আমি চাই কি না। যদি চাই তবে তোমাকে পাইবার জন্ত আমার মধ্যে বাসনা উদাম, সাধনা উদ্যত হইয়াছে কি না। যদি তোমাকে পাওয়ার পথে বাধা থাকে তবে ভাগ-দেবতার সঙ্গে একটা আপোষ-মীমাংসা না করিয়া সেই বিপর্যায়ের বিস্তু ত অরণ্য পায়ে পায়ে ভেদ করিয়া অগ্রসর হইব—যালৎ তোমাকে ন! আয়ত্ত করি। সে অরণ্য যদি অসীম হয় তবে এ জীবন একটি সুদীর্ঘ যাত্রাতেই পর্যবসিত হুইবে, রক্তাক্ত গতি থামিলে না । এই যাত্রারই একটা জড়, প্রাণহীন, প্রয়াসহীন, বিকৃত ছায়ামাত্র বাংলার মেীবন-সাহিতো দেখা দিয়াছে। তাই আজি বাংলার তরুণ প্রেমিক কেবলমাত্র আপনার ভগ্নহৃদয়ের ভেলা সাজাইয়া তাহাতে দুই টুকুর ছিন্ন প্রেম-পত্রের পাল উঠাইয়াছেন এবং সেই পালে ঘন ঘন দীর্ঘশ্বাসের বাতাস দিয়া দুস্তর জীবন-সমুদ্র পরে হইবার বাসনা করিয়াছেন। লক্ষ্মী যখন ঘরে আসিবেন তখন তাহাকে কোথায় মে ঠাই দিব সে-চিস্তার একটি বড় অবকাশ আছে সন্দেহ নাই। কিন্তু লগী আসিবেন কেমন করিয়া ? যাচিয়া লক্ষ্মী কাহারও ঘরে আসেন না । রাজকুমার ছয়টি মহলের সমস্ত ধনৈশ্বৰ্য্য উত্তরাধিকারসূত্রে পাইয়াছিলেন, কিন্তু সপ্তম মহলের অধিষ্ঠাত্রী যে মানদলক্ষ্মী উপহার কোনও উত্তরাধিকারযোগ নাই, দেশাচার বা লোকাচার তাহাকে করতলগত আমলকীবৎ পাওয়াইয়া দিতে পারে না । সে লক্ষ্মীকে উদ্যোগের দ্বার উপায়ত্ত করিতে হয়, শৌর্যোর দ্বারা জয় করিতে হয় । জগতের আদি হুইতে আজ পর্যাস্তু যখন যে-জাতি জীবন্ত থাকিয়াছে, তাহার ভীবনের বিশাল সমুদ্রমন্থনের মধ্যে এই লক্ষ্মীকেই লক্ষ করিয়া জয়পরাজয়ের বিচিত্র কাহিনী তাহার শ্রেষ্ঠ সাহিত্য গড়িয়া তুলিয়াছে । জীবনে ও সাহিতো এই লক্ষ্মীকে লাভ করিতে হইলে পুরুষসিংহের একাগ্র উদ্যোগ ও সাধনার স্বারাই পাওয়া বাইবে, কেবলমাত্র মেঠো বংশীধ্বনি দ্বারা নহে। ( শনিবারের চিঠি, ভাদ্র ১৩৩৪ ) ১২৭৯ বঙ্গাব্দের কয়েকখানি গ্রন্থ বাঙ্গালী ভাষা ও বাঙ্গাল! সাহিত্যবিষয়ক প্রস্তাব। বিখ্যাত বাঙ্গাল গ্রন্থকারগণের সংক্ষিপ্ত জীবনবৃত্ত ও উহাদের রচিত গ্ৰন্থসকলের কিঞ্চিৎ সমালোচন সমেত প্রথম ভাগ। স্ত্রী রামগতি স্বায়রত্ন প্রণীত। হুগলী । ঐ যোগানন্দ দাস কষ্টিপাথর ১২৭৯ বঙ্গাব্দের কয়েকখানি গ্রন্থ

            • ヘージ”-ーメ"ッ*~ダム*・タ・メx_×ーダ、rッ***へ*

لي من اسوا AAAAAA AA AAAAMAMAAA AMAMJS SJMAJJJJJAJJASAJJSMMMSJJJJAJJJJMJMJMM ধ্রুবচরিত্র। নিমাইচাদ শীল প্রণীত। নাটক । নটনন্দিনী । হরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত। কলিকাত নুতন সংস্কৃত যন্ত্র । একখানি উপন্যাস । বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ। প্রভারকনাথ চক্রবর্তী কর্তৃক প্রণীত । কলিকাতা, বাশ্মীকি যন্ত্র । মেঘদুতম্। প্রমথনাথ পণ্ডিতেন প্রকাশিতম ভাষান্তরিতঞ্চ । কলিকাতা, বাল্মীকি যন্ত্র । প্রথম শিক্ষা বীজগণিত । বি-এল, সঙ্কলিত । ইউরোপে তিন বৎসর । ইংরাঞ্জি গ্ৰষ্ঠ । মুখ্যার মাগেঞ্জিন। কলিকাতা রেরিনি কোং । দশ বৎসর পরে ইহার হযোগ সম্পাদক প্রযুক্ত বাবু শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় ইহাকে পুনর্জীবিত ৰরিয়াছেন। বেঙ্গাল মাগেঞ্জিন । কলিকাতা বিকৃটোরিয়া প্রেস। উপরোক্ত পত্ৰখানি, এবং এপানি উভয়ই ইংরাজি। প্রযুক্ত রেবেরেও লালাবহারী দে কর্তৃক এথানি সম্পাদিত। সঙ্গীতলহরী। কুমার মহেন্দ্রলাল খান প্রণীত । এখানি গীতপুস্তক । কাব্যমালা । কলিকাতা । বেণীমাধব দে এণ্ড কোম্পামি । স্বাস্থা-কৌমুদী। অর্থাৎ সৰ্ব্বসাধারণের অবং জ্ঞাতব্য স্বাস্থ্যবিষয়ক নুতনবিধ গ্রন্থ। প্রথম ভাগ। ডাক্তার ভারতচন্দ্র ধন্দোপাধ্যায় সঙ্কলিত । ঢাকা গিরীশ মন্ত্র । ললিত কবিতাবলী। কর্ণধামালার রচয়িত্ব-প্রণীত। কলিকাতা । ঈশ্বরচন্দ্র বসু কোং । স্ত্ররাজকৃষ্ণ মুখোপাধ্যায়, এম-এ, কাব্যমঞ্জরী। বলদেব পালিত প্রণীত । কলিকাতা । ঈশ্বরচন্দ্র বসু কোং । আtয প্রবর। তত্ত্ববোধক মাসিক পত্র। পাতুরিয়াঘাটাস্থিত সাহিত্য যন্ত্র । কাৰ্ত্তিকচন্দ্র চৌধুরী কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত । অবলা-বিলাপ । খ্ৰীমতী অন্নদাসুন্দরী দাসী প্রণীত । খ্ৰীযুক্ত হৃদয়শঙ্কর রায় কত্ত্বক প্রকাশিত । পরিত্যক্ত পল্লী । অশ্বিকাচরণ গুপ্ত কত্ত্বক প্রণত । প্রবন্ধকুসুমাবলী। ঈশানচন্দ্র দত্ত কর্তৃক প্রণীত ও প্রকাশিত । তত্ত্ব হুরি কাব্য। বলদেব পালিত প্রণীত। জ্ঞানাঙ্কুর । সাহিত্য দর্শন বিজ্ঞান ইতিহাস সম্বন্ধীয় মাসিক পত্র । রাজসাহী, বোয়ালিয়া। রাজসাহী প্রেস। বীরাঙ্গমা উপাখ্যান। প্রচন্দ্রনাথ ভবানীপুর। সঙ্গীতরত্নাকর । খ্ৰীযুত বাবু নবীনচন্দ্র দত্ত প্রণীত । হরিবংশ। যুক্ত কৃষ্ণধন বিদ্যারত্ব কর্তৃক মুল সংস্কৃত হইতে অনুবাদিত হইয়া হোগলকুড়িয়া সাহিত্যসংগ্রহভবন হইতে যুক্ত গোপালচন্দ্র রায় কত্ত্বক প্রকাশিত। বন্দোপাধ্যায় প্রণীত । পদ্যময়। প্রথম ভাগ। শ্ৰীকালীময় ঘটক প্রণীত । কলিকাতা বি, পি, এমস যন্ত্র । পদ্যমালা। উপেন্দ্রনাথ রায়চৌধুরী প্রণীত। কলিকাতা, দ্বৈপায়ন যন্ত্র ।