পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o, ষ্টেশনে গাড়া হতে যখন নামিলাম, তখন মহিলাটি

حساسطه w boe বিদায়স্থচক নমস্কার করিলেন । ইহার বোধ হয় ফরাসীজাতীয়, কিন্তু ঠিক বলিতে পারি না । এইসব সামান্ত বিষয় উল্লেখ করিবার কারণ এই, মে, ভদ্বারা বুঝা যায়, সব জাতির মধ্যেই বিদেশী বুদ্ধের প্রতি সৌজন্ত দেখাইবার লোক আছে, এবং শ্বেত্যঙ্গেরা যদিও এদেশে ভারতীয়দের প্রতি এরূপ সৌজন্য সচরাচর দেখায় না, তথাপি ইউরোপে ব্যক্তিগতভাবে এরূপ সৌজন্য দুলভ নহে। বিদেশী অ-শ্বেত জাতিদের প্রতি ইউরোপীয় শ্বেত জাতিদের জাতিগত ব্যবহারের আলোচন। অবশ্য এখানে করিতেছি न' ।। প্যারিস ষ্টেশনে নামিয়া দেখিলাম, তথাকার স্বপরিচিত ভারতীয় বণিক শ্ৰীযুক্ত সর্দারসিংহজাঁ রাণ, এবং ক্রমান বিজয়কৃষ্ণ বাস্থ ও শ্রমান বিমলকুমার সিদ্ধান্ত নামক দুটি ভারতীয় ছাত্র আমার জন্য অপেক্ষা করিতেছেন । আগের বারে যখন প্যারিসে আসি, তখনও রাণ মহাশয় আমার সহিত সৌজন্তপূর্ণ ব্যবহার করিয়াছিলেন, এবং বাস্থ ও সিদ্ধান্ত আমাকে সহর দেখাইয়াছিল । যত শীঘ্র সম্ভব হোটেলে যাইবার জন্য আমি রসীদ দেখাইয়ু। জিনিষপত্র আনিবার নিমিত্ত পকেট হইতে রসাদটা বাহির করিতে গেলাম ; কিন্তু কোন পকেটেই তাহা পাইলাম না । এ অবস্থায় কি করা উচিত, জানিবার জন্য রাণ মহাশয় রেলের কয়েকটা আফিসে ঘুরিলেন । শেষে জানিতে পারিলেন, আমাকে ষ্টাম্পযুক্ত কাগজে ফরাসী ভাবায়ু একট। দয়খাস্ত লিখিতে হইবে ও তাহাতে দস্তখত করিতে হইবে, দুজন ফ্রান্স দেশীয় সাক্ষীকে দস্তখত করাইতে হইযে, এবং তারপর থানায় গিয়া পুলিস কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত হুকুম আনিতে হইবে ; তবে আমি জিনিষ পাইব । দরখাস্ত যাহা লিখিতে হুইবে তাহার মুদ্রত একথও রেলের আফিস হইতেই পাইলাম। কিন্তু ইহাও জানিতে পারিলাম, যে, বেল পাচটার মধ্যে থানায় যাওয়৷ দরকার। তখন কিন্তু সন্ধা হইয়া গিয়াছে। স্বতরাং সেদিন জিনিব পাইবার আশা ত্যাগ করিয়া আমি aমান বিমূলকুমার ও বিজয়কৃষ্ণের সঙ্গে হোটেলে গেলাম। এই হোটেল বিশ্ববিদ্যালয়ের পাড়ায় প্রবাসী—বৈশাখ, ১৩৩৪ ২৭শ ভাগ, ১ম খণ্ড অবস্থিত । ঐ পাড়ার হোটেলগুলি অপেক্ষাকৃত সস্ত} বলিয়া আমাদের মত পৰ্য্যটকদের পক্ষে সুবিধাজনক। সেপ্টেম্বরের গোড়ায় প্যারিসে মোটেহ শীত ছিল ন, অথচ আমি লগুন হটতে বাহির হইমাছলাম গরম পোষাক পরিয়া । হাস্ক ও ঠাও। ঘুমাইবার পোবাক যাহা ছিল, তাহ ষ্টেশনে আমার বাক্স প্যাটরার মধ্যে ছিল । বিমলদের কাছে আমার যে চামড়ার বাক্সট রাখধ লণ্ডন গিয়াছিলাম, তাহাতেও ছিল । কিন্তু তাহা চাইতে ভুল। গিয়াছিলাম। গরম কোট ও প্যাটালুন প্রভৃতি খুলয় ফেলাতেও গুমcট রাত্রে ঘুম সামান্তও হইatiছল কিনা, এখন মনে পীড়তেছে না। বল। বহুল্য, হোটেলের কোন কামরাতেহ থৈছাতক B BB SBBS BBB BB BB g S DJSBBSBB DDS সব গুহথ বাড়া ও হোটেলে গথাiছ, কোথাও প।খার বন্দোবস্ত দেখি নাই । কিন্তু গ্রীষ্ম অমুভব অনেক ॐ i५१fप्रे $l१५:५ ।। রাত্রিট। কোনপ্রকারে কাটাহয় সকালে উঠিয়৷ কিছু খাওয়া-দাওয়৷ কীরতে কারতেই বিজয়কৃষ্ণ বস্ব আllসয়া উপস্থত হইল। এই ছেলেটির নাম বাঙালীর মত, কিন্তু বাড়ী মালাবারে এবং বংশত: মালাবারী, বাল্যকাল ২হতে প্রথমে শাস্তানকে ওনে ও পরে কলি কাতায় শক্ষিত হওয়ায় বাঙলার মত বাংলা বলতে, লিখিতে পারে। শুনিয়াছ, হটলাতে ও ফান্সে তামাকের ধোঁকানে ষ্ট্যাম্প বিক্ৰী হয়। বহু য়াম্পযুক্ত কাগজ কিনিয়া আনিয়াছিল । তাহাতে মুদ্রত দরখাগুটি নকল করিয়া আমার সাহ লহল, এবং পরে হোটেলের দু’জন কৰ্ম্মচারার দস্তখত লইল । তারপয় আমরা নিকটবৰ্ত্তী থানায় গেলাম। তখন বেলা এটা । থানার এক পুলিস কৰ্ম্মচারী বলিল, এখনত किष्ट्र इहे८क् * *** ** ***« , xix *atni sint, किडून१ আমার পক্ষে ওকালত করায় তাহার মনট নম্নম হইল ও সে দরখাস্তখানা উপরওয়ালার নিকট লইয়া তাহার পর আমরা গেলাম আবার ষ্টেশনে, এবং সেখানে किहू कौ দিয়া জিনিষগুলি আনিলাম। বলা বাহুল্য, পণ্যণ্ডৰ