পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] AJ AAAAS AAAAAJSJAAASAAAAASA SAAAASeAaJA AJ یہ مہ ، , مي-بريده -x.. চিত্তাকর্ধক, তাড়ম্বরহীন ও সংক্ষিপ্ত। সাহিত্য-সম্রাটের স্বল্প চরিত্রের সালোচন করিয়া তিনি নিজে ত উপকৃত হইয়াছেনই, বাংল৷ সাহিতাকেও যথেষ্ট উপকৃত করিয়াছেন । শাস্ত্রী-মহাশয়ের বিরুদ্ধে একটি কথা বলিবার অাছে। নায়ক-নায়িকার সহজ সম্বন্ধের আলোচনা করিতে গিয়া তিনি কেমন যেন সঙ্কোচ বোধ করিয়াছেন ও সমাজশাসনের প্রভাব অতিক্রম করিতে পারেন নাই । তথাপি মোটের উপর, তামরা বহুদিন এমন সুন্দর মনোজ্ঞ বঙ্কিম পরিচয় পাঠ করি নাই । বাংলা সাহিতো বইটি বিশিষ্ট স্থান অধিকার করিবে । - প্রবাদ-পদ্ম (প্রথম ও তৃতীয় ভাগ)—ই চন্দ্রস্থ শৰ্ম্ম৷ মওল । ২০৯, কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা, গোবৰ্দ্ধন প্রেস হুঙ্গতে মুদ্রিত। মুলা প্রত্যেকখানি চার তানি । বাংলা দেশের প্রবাদ অর্থাৎ নীতিকথার রত্নগুলি সেগুলি এক জায়গায় করিয়া সেগুলির প্রয়োগ-পরিচয় দুরূহ কাজ। অথচ সে-কাজের অত্যন্ত প্রয়োজন । গ্রন্থের গ্রন্থকার সেক্ট অভাব বোধ করিয়া প্রমাণ অর্থাৎ প্রয়োগে অনেকগুলি প্রবাদ-বাক্য একত্র করিয়াছেন । প্রবাদপরিচায়ক গল্পগুলি সহজ, কুমার ও মনোজ্ঞ হঠয়ছে । ভ্যােমর গ্রন্থটির দ্বিতীয় খণ্ড পাই নাই ! সেইটি পাঠলেও গ্রন্থটিকে সম্পূর্ণ BB BBBB BBBS BBB BS BBBS BBB TT BBB দে, তাহা বহু খণ্ডে সম্পূর্ণ হুইবার ৰোগ । আমরা এই গ্রন্থের BBBS BBB S BBBBB BB BBBB BBBS BBBBS BBBB BBBBB D BBBS BB BBBB KKK BBB BBS BBBB এবং গল্পগুলির ভাষা আরো সরল হওয়া দরকার। ব্ৰতকথা-–( প্রথম ভাগ ) BBBBB K BBBBBB BBSBBSBBB BB BBS BBBBBS কলিকাতা । ছয় আন । পুস্তকটিতে ১৫টি ব্রতের পরিচয় ও উৎপত্তি-কথা বিবৃত হঠয়াছে । এরূপ গ্রন্থের মথেষ্ট প্রয়োজন আছে । আমরা ইহা পাঠ করিয়া ক্সানন্দলাভ করিলাম । অপৰ্য্যাপ্ত । প্রদান করা আলোচ্য গল্প শ্ৰী যোগেশচন্দ্র চক্ৰবৰ্ত্ত । જીફનું আমরা কি ও কে (ছোট গল্পের বই )—শ্ৰীকেদারনাথ বন্ধ্যোপাধ্যায় প্রণীত । গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স প্রকাশিত, ২০৩১৷১, কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা । ১৯৩ পৃৎ । মূল দুষ্ট টাকা । ইহাতে আমরা কি ও কে, আনন্দময়ী দর্শন, দেবীমাহাত্মা’, প্রভৃতি নয়টি কথা আছে। লেখকের পরিচয় অনাবশ্যক । কয়েক বৎসর হইল আমরা এই প্রবীণ ব্যক্তিটিকে নবীন লেখকরূপে পাউয়াছি। বাংলা সাহিত্যের আধুনিক ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল , এখন তরুণ’ ন হইলে লেখক হওয়ার গৌরব নাই । কেদারবাবু যে এতকাল চুপ করিয়া থাকিয়া শেষে আর আত্মসংবরণ করিতে পারেন নাই, ইহা বাংলা সাহিত্যের সৌভাগ্য বলিয় মনে করি । উপহার সবচেয়ে বড় পরিচয় এই যে, তিনি তথ-কথিত তরুণ মা হইয়াও চির তরুণ । আধুনিক সাহিত্যের রুগ্ন ও কৃত্রিম ভাববিলাস এবং বিকৃত আর্টের কুৎসিত কসরতের মধ্যে যখন কেদারবাবুর তাপন-ভোলা রসিকতা ও তাহার অন্তরালে জমাট অশ্রুবাষ্পের ইন্দ্ৰধনু-শোভা দেখিতে পাই, ডার খোলা-প্রাণের উচ্চহাসি যখন ছাপার অক্ষর ছাপাইয়া উঠে, তখন সত্যই মুগ্ধ হইতে হয়। গল্পগুলির মধ্যে যুগ্ম আর্টের নিদর্শন হয় ত নাক্ট, মনস্তত্ব ও মৌলিক శ్రీకా*సె পুস্তক-পরিচয় s>^ চরিত্র-চিত্রণ অথবা নির্লিপ্ত-হৃদয় শিল্পীর বাস্তব রসসৃষ্টির নিখুত নমুনাও হয় তা নাই—কিন্তু এমন একটা কিছু অাছে, যাহা পাঠকের মৰ্ম্মস্পর্শ করে, এবং পাতার পর পাত উপলক্টয় শেষ ছত্রে পৌঁছিলে একজন আত্মীয়ের সঙ্গে ঘনিষ্ঠ আলাপের পর হঠাৎ বিচ্ছেদের মত দুঃখ বোধ হয় । তাহার বলিবার ভঙ্গিটি নিজস্ব। ভাষার এমন একটি সহজ সঙ্গীব গতি আছে তাহা এমন বিশুদ্ধ ও অনাড়ম্বয়, যে, তাহতেই BBBB BBBBB BBBBB BBBS KYSBBB S BB BB BBS বইখানির নামকরণ সাধক হুইয়াছে । মে সমাজ-জীবন ও ভাবধার হইতে আমরা কুঠিম উপায়ে বিচ্ছিন্ন হষ্টয়া পড়িয়ছি, পিতৃপিতামহদের রক্তধারায় যে প্রবৃত্তি ও সংস্কায় মগ্ন হইলেও লুপ্ত হইতে পারে না, ঘে ভাব-সাধন ও স্বপ্নবিলাস উচ্চাকাঙক্ষ ও দুর্বলতা বাঙ্গালী প্রকৃতির মজ্জাগত, তাহারই ইঙ্গিত লেখকের উচ্ছ,াদময়ী কল্পনার হাস্ত-পরিহাসের তাবরণে সব গল্পগুলিতেই ফুটিয়া উঠিয়াছে । মনে হয় ইংরাজীশিক্ষার ভর-জোয়ার একটি অতিশয় স্বজাতি-প্রেমিক বাস্তুপ্রিয় বাঙ্গালীকে ভয়ানক নাড়া দিয়াছিল---সমাজ, সাহিত্য ও প্রতিষ্ঠিক জীবন-যাত্রায় এই নব ভাবের বন্যায় তিনিও ভাসিয়াBBB S BBBBS BBBB BDDSBB BBBB BBBB BB BBB দেয় নাই , কিন্তু এই বিপরীত ভাব-সংঘর্মের মধ্যেও তিনি নিজের সমাজ ও বাস্তুর মায় এক মুহূর্ডের জন্য কাটাইতে পারেন নাই । আজ জীবন-সন্ধ্যায় সেই বন্যার উপকূলে দাড়াইয়া, যাহা ছিল ও রূপান্তরিত হইয়াড়ে, মাহীকে তিনি অতিদূরে অতিক্রম করিয়া তাসিয়াছেন--তাঙ্গারই স্মৃতির আবেগে ঠাহার হৃদয় মুখর হইয়া উঠিয়াছে । তাই "আনন্দময়ী দর্শন’, ‘পুর-সন্দী ও থাকো লিথিয় তিনি নিজের পিপাসাগু হৃদয়ের তর্পণ করিয়াছেন । এই তিনটি গল্পে তাহার ভাবদ্ধৃষ্টি ও ঔষ্টকল্পনার পরিচয় আছে। আমাদের মতে "পুরসুন্দরী’ গল্পটিই এই সংগ্রন্থের মধো উপহার সৰ্ব্বোৎকৃষ্ট রচনা । কীৰ্ত্তিলতা—মহাকবি বিদ্যাপতি বিরচিত, মহামহোপাধ্যায় প্রহরপ্রসাদ শাস্ত্রী এম্-এ, সি-আই-ই সম্পাদিত । হৃষীকেশ সিরিজ, নং—৯ । ১৫৭নং মেছুয়াবাজার हुँछे হইতে খ্ৰীনলিনচন্দ্র পাল, বি-এ কর্তৃক প্রকাশিত। মূল্য ১॥• । বৈষ্ণব পদকৰ্ত্ত হিসাবে বিদ্যাপতির নাম বাঙলায় পরিচিত হইলেও তাহার রচিত অন্যান্য গ্রন্থের উল্লেখ বাঙলায় এতাবৎকাল দেখা যায় নাই। মহামান্ত সার জর্জ গ্রীয়ান সাহেব বিদ্যাপতি রচিত 'কাৰ্বিলতা’ ও ‘কীৰ্ত্তিপতাকা নামক দুইখানি কাব্যগ্রন্থের নাম গুনিয়াছিলেন কিন্তু পুস্তকগুলি এতদিন পর্য্যন্ত ছাপর অক্ষয়ে দেখিতে পাই নাই। শ্রদ্ধেয় শাস্ত্রী মহাশয় বহু পরিশ্রম করিয়া অনেক পণ্ডিতের সহায়তায় প্রাপ্ত পুথির পাঠ উদ্ধার করিয়া এই কীৰ্ত্তিলত। গ্রন্থ প্রকাশ করিয়াছেন। এজন্য তিনি সমগ্র ভারতের সাহিত্যসেবীমাত্রেরই কৃতজ্ঞতাভাজন হইয়াছেন। প্রথমে তিনি ১৮৯৮ সালে নেপাল রাজদরবারে উপরোক্ত কবি দুইখানিই দেখিয়াছিলেন ও তাহার নকল লইয়া আসিয়াছিলেন, কিন্তু নকল ঠিকমত হয় নাই মনে করিয়া পুনরায় ১৯২২ সালে মচারাঙ্গ সার চন্দ্র সম্শের জঙ্গ মহাশয়ের অনুগ্রহে পুথি পাইয়া কাঞ্জিলত) প্রকাশ করিয়াছেন। অদম্পূর্ণ কীৰ্ত্তিপতাকার পাঠোদ্ধার করিতে না পারায় তাহ প্রকাশ করেন নাই । কীৰ্ত্তিলতা একখানি বহুমূলা গ্রন্থ । ইহাতে ভৃঙ্গ-ভৃঙ্গার গল্পচ্ছলে তদানীন্তন ইতিহাস লিখিত হইয়াছে । অনেকটা বাঙল উপকথার