বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা । ] AASAASAASAASAASAASAAeSeSAAAAAAS همه - مه-۶۰ هجه مخصبحهای عصمیم به حجمهای- - অবস্থা, বাঙ্গালীর বেয়াদবি, গভর্ণমেণ্টের শিথিলতা, বিলাতে “খেত বাবু” গণের স্বদেশদ্রোহিতা সম্বন্ধে আলাপ করিতে লাগিলেন । ক্রমে দারোগ কসিমুল্লা আসিয়া সেলাম করিয়া দাড়াইল। পুলিস সাহেব জিজ্ঞাসা করিলেন—“দারোগ, আজ বাজারমে দাঙ্গ হুয়া জানতা ?” ફ হুজুর, আভি খবর মিলা।” -“ক্যl action লিয়া ?” “হুজুর, ফরিয়াদীক তল্লাস মে জমাদার মোতায়েন কিয় ? . “ফরিয়াদী ইহঁ স্থায়, ইতাল লিথ লেও।” “যে হুকুম হুজুর”—বলিয়া দারোগ চাপরাশিকে লষ্টয়া বারান্দায় গেল । আলোকাদি সংগ্ৰহ করিয়া এজেহার লিখিতে লাগিল। বলা বাহুল্য,মনিবকে যেমন বলিয়াছিল, চাপরাশি দারোগীকেও সেইরূপ বলিল । লিথিতে লিখিতে দারোগ বলিল—“কোথাও জখম আছে ?” চাপরাশি, সাহেবের প্রহারে তাঁহার কপালে যে জখম হইয়াছিল, তাহাই দেখাইয়া দিল । চ-কর সাহেব ইহা দেখিয়া মনে মনে হাসিয়া ভাবিলেন—“ড্যাম নেটিভগণ এইরূপ মিথ্যাবাদীই বটে।” দারোগ লিখিয়া লইল—“বাদী কপালে জখম ও কাপড়ে রক্তের দাগ দেখাইল * এতেলী গ্রহণ হইলে—পুলিস সাহেব হুকুম দিলেন— "আজ রাত্রেই যেমন করিয়া পার, আসামী গ্রেপ্তার করিতে হইবে। রাত্রে জামিন চাহিলে জামিন দিবে না।” হুকুম দিয়া, চা-করকে শুভরাত্রি ইচ্ছা করিয়া পুলিস সাহেব প্রস্থান করিলেন । দারোগ চা-কর সাহেবকে বলিল—“হজুর আপনার এই চাপরাশিকে আসামী সেনাক্ত করিবার জন্ত একটু ছুটি দিতে হইবে।” "All right. চাপরাশি যাও। দারোগী সাথ আসামী দেখলাও ।” - চাপরাশি शऐब्रांहिल । —“হজুর, অনেক ছেলে, তাহাতে রাত্রি পারিব কি ?” খালাস । AeeAeSeeSeSeeSeSAeMSAASAASAAAS ২৪৯ AAAA ASASASAeSMAeeMAeeAAAA সাহেব রাগিয়া বলিলেন—“শূয়ার, নেহি পচানে সকো, হাম তুমকো ডিসমিস করেগা ।” “বহুৎ খুব হুজুর”—বলিয়া চাপয়াশি প্রস্থান করিল। দারোগী তাহার সহিত, আর কোনও অনুসন্ধান মাত্র না করিয়া, একবারে জাতীয় বিদ্যালয়ের ছাত্রাবাসে গিয়া উপস্থিত হইল। শিক্ষকের তখন কেহ ছিলেন না। ছাত্রেরাও অনেকে অনুপস্থিত ছিল। একটি ঘরে চারি পাচটি ছেলে প্রদীপ জ্বালিয়া পাঠ মুখস্থ করিতেছিল, তাহাঁদেরই মধ্যে তিন জনকে চাপরাশি অমানবদনে সেনাক্ত করিয়া দিল । দারোগ তাহাদিগকে গ্রেপ্তার করিল। বলা বাহুল্য এই বালকগণের মধ্যে কেহ কিছুই জানিত না । বালকত্রয় বলিল—“দারোগ সাহেব, আমাদের কেন গ্রেপ্তার করিতেছ ? আমরা কি করিয়াছি ?” দারোগ বলিল—“কি করিয়াছ তাহা আদালতেই মালুম হইবে।” বলিয়া দারোগ তিনজন কনেষ্টবলের জিন্মায় তাহাদিগকে থানায় পাঠাইয়া দিল । তাহার পর দারোগ চাপরাশিকে হাসপাতালে লইয়া গিয়া সরকারী ডাক্তারের দ্বারায় তাহার জখম পরীক্ষা করাইয়া সাটিফিকেট লেখাইয়া লইল । শেষে খলিল— “খানায় চল,” “কেন ?” “আসামী চিনিবার জন্ত ।” "আসামী ত চিনিয়া দিলাম।” “আরে না না । ছেলেদের ভাল করিয়া চিনিয়া রাখিৰে এস। কাল কোন ডেপুটি বাবু আসিবে ; অন্তান্ত ছেলেদের সঙ্গে তাহদের মিশাইয়া দাড় করাইয়া দিবে। তখন তোমায় আসামী চিনিয়া বাহির করিতে হইবে । না পারিলে, মোকৰ্দমা ফাসিয়া যাইবে, চালান হইবে না। থানায় এস, ভাল করিয়া সেই তিন জনকে চিনিয়া রাখ।" “দেরী হইলে সাহেব গোসা হইবে যে ” “যাও, সাহেবের কাছে ছুটি লইয়া আইল।” চাপরাশি গিয়া সাহেবের কাছে সকল কথা বলিয়া ছুটি চাহিল । সাহেব ছুটি দিলেন ; এবং মনে মনে বলিলেন— “ড্যাম্ নেটিভ পুলিস্ এই রকম dishonestই বটে।” लांtब्रांशं ऊर्थन, बांजांब्र ७ अछऊ श्हेङ जांब्र७ डिन