পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৩
বিবিধ

ফাগুন বেলায় ব’হে আনে
আলোর কথা ছায়ার কানে,
তোমার মনে তারি সনে
ভাবনা যত ফেরে যা’-তা’॥
কাছে থেকে রইলে দূরে,
কায়া মিলায় গানের সুরে।
হারিয়ে যাওয়া হৃদয় তব
মূর্ত্তি ধরে নব নব,
পিয়াল বনে উড়ালো চুল
বকুল বনে আঁচল পাতা॥

২৪

না, না গো না,
কোরো না ভাবনা,
যদি বা নিশি যায় যাব না, যাব না॥
যখনি চ'লে যাই
আসিব ব’লে যাই,
আলো ছায়ার পথে করি আনাগোনা
দোলাতে দোলে মন মিলনে বিরহে।
বারে বারেই জানি তুমিত চির হে।