পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 প্ৰবোধ-চন্দ্রোদয় নাটক । সকলেই নারী হতে হইয়া গো প্রতারিত স্বাভাবিক ধইরজ হারায় আপন । স্বয়ং আত্ম পুরুষের মায়া-সহবাস-বশে হ'ল এইরূপে দেখ আত্ম-বিস্মরণ ॥ মতি —নাথ ! রেখা-মাত্র অন্ধকারে কি সহস্র-রশ্মি স্বর্য্য আচ্ছাদিত হতে পারে, তবে যে দেবতা দীপ্যমান মহা-আলোক-সাগর—তিনি মায়াতে কি প্রকারে অভিভূত হবেন ? রাজা –প্রিয়ে ! এ তত্ত্ব বিচারের অগম্য। বেশ-বিলাসিনী যেমন নানা প্রকার ভাব ভঙ্গীর দ্বারা পরপুরুষকে বঞ্চনা করে, সেইরূপ মায়াও অলীক সন্তার দ্বারা আত্মাপুরুষকে বঞ্চনা করে, দেখ — স্বভাবত নিৰ্ব্বিকার —ম্ফটিক মণির দ্যায় যিনি প্রভান্বিত, সেই দেবে এই মায়া —অনার্য্য যে অতিশয়— করিল বিকৃষ্ণ । সতবাসে যদিও সে একটু ও দীপ্তি র্তার নাশিতে অক্ষম, তথাপি সে পুরুষের অধীরতা উৎপাদিতে পারে বিলক্ষণ ॥ মতি —আচ্ছ, মায়া ৰে এষ্টরূপে সেই উদার-চরিত পুরুষকে প্রতারণা করচে—এর কারণটা কি ? রাজা –কোন প্রয়োজন বা কারণ দেখে যে মায়। এই কার্ঘ্যে প্রবৃত্ত হয়েচে তা নয় ; স্ত্রীপেশাচীদের স্বভাবই এই ৷ তার ;– কন্তু করে সম্মোন্ধিত, আনন্দিত, কখন বঃ করে বিড়ম্বন ;