পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኔ 8 & প্রবোধ চন্ত্রিকা । বর শুনিতে না পাইয়। অমঙ্গল চিন্তা করিয়া বাসাতে আসিয়া ছানাকে না দেখিতে পাইয় ক্ষণেক কাল স্তব্ধ হইয়া থাকিয় ইতস্ততোবলোকন করত কোথাও দেথিতে না পাইয় শোকে ব্যাকুল হইয় রাজসাক্ষতে গিয়া ভূমিতে পড়িল । রাজ আপনায় বালকের নিমিত্তে মিত্রবালকের মরণাপরাধে অত্যন্ত লজ্জিত হওত অধোমুখে বসিয়া আছেন । পূজনীয় শোবসূচক উক্তিতে রাজুকে কহিল হে রাজন আমার শাৰুক কোথ। গেল তাহার উড়িবার শক্তি হয় নাই তোমার প্রতি বিশ্বাল করিয়া নিশ্চিন্ত হইয়া প্রতাহ আহারার্থে গিয়া থাকি ক-খনে কোন ব্যাঘাত হয় নাই তাদ্য কেন শাবককে দেখিতে পাই ন। বুঝি আজি আমার প্রতি ঈশ্বর বিমুখ হইয়াছেন আমার কপাল বুঝি ফাটয়ছে। চটকার এই আঁৰ্ত্তনাদ শুনিয়া ততোধিক মৰ্ম্মব্যথাতে ব্যথিত হইয়া লজ্জাপ্রযুক্ত রাজা কিছুমাত্র কহিতে পারিলেন না। পূজনীয় রাজাকে নিরুত্তর দেখিয় তাহার দৌরাত্মা অনুমান করিয়া কহিল হে রাজন রাজব^শ্য বিশ্বাসার্হ নয় বুঝি এত দিনে আমি অবিশ্বম্ভের প্রতি বিশ্বাস করণের ফল পাইলাম। হায় নির্ণয় মা-সাশি ব্যক্তিদের ক্ষণিক সুখের নিমিত্তে অনোর প্রাণ হরণরূপ আভ্যন্তিক দুঃখ অঙ্গীকারে ব্যক্ত যে নিষ্ঠুরতা ও স্বার্থপরতা তাহার সীমা এই পর্ষান্ত ষে সৰ্ব্বশক্তিমান ঈশ্বর নানাবিধ ভোগ্য বস্তু সৃষ্টি করিয়াও পোড়া উদরের নিমিত্তে অতিক্ষুদ্র চড়াইর ছানার মা^স ভোজনের লোভ সম্বরণ করিতে পারিলেন না । - লোভির চক্ষু কি দিব্যচক্ষু যাशtऊ श्रउिचूंगु गुदा व्यठिबज़ tनश्व याग्न शांझ ७ऊ कालश्रृंदालु কেবল স্বার্থপর অত্যন্ত লোভির কপট প্রণয়ে মিথ্য বদ্ধ হইয়াছিলাম। অনস্তর রাজা কহিলেন পূজনীয়ে পুত্রের দোষে আমি মরিয়া রহিয়াছি মরার উপরে বাগবজুপুহারের প্রয়োজন কি। আমার এই কুলাঙ্গার সন্তানহইতে তোমার পুত্রের প্রাণৰিয়োগ ও অামার মিত্রদ্রোহের পাতক হইয়াছে ইহার সমুচিত ফল এ দুরাচরাকে তুমি যদি দেও তৰেই উপযুক্ত হয় । - রাজার এই বাক্য শুনিয়া পূজনীয় পুত্ৰশোকে ক্রোধের ৰেগ লম্বরণ করিতে না পারিয়া রাজার সাক্ষাতেই স্বচঞ্চতে রাজপু