পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ov. প্ৰবোধ চন্দ্রিক । বাক্যদ্ব্যর্থ একপক্ষে বারুণ শব্দে পশ্চিম দিক ও পয়োধরশব্দে মেঘ পক্ষান্তরে বারুণীশব্দে মদিরা পয়োধরশব্দে স্তন আরং স্ববুদ্ধিতে বুঝিবা। লোক প্রসিদ্ধার্থের অনতিক্রমপ্রযুক্ত সৰ্ব্বজনমনোরঞ্জক বাক্য কান্তিগুণবিশিষ্ট ৰাক্য হয় যেমন “ সেই সৰ ঘর ঘর যে গৃহ সকলকে আপনকার মত ধাৰ্ম্মিকের। প বন পদধূলিতে প্রশ^স নীয় করেন ৷” “হে অনিন্দিতে তোমার বদ্ধমান কুচদ্বয়ের অবকাশ বাহুলতাদ্বয়মধ্যে স্বচ্ছন্দরূপে হইতেছে না" এবাক্যদ্বয় সম্ভাব্যমানার্থ বটে বাগভঙ্গবিশেষ পরিষ্কৃত হইয়া লোক প্রসিদ্ধানুবৰ্ত্তি সৰ্ব্বজনের মনোহর হইয়াছে। লোকাতীত প্রায় বিষয়েতে অর্থের আরোপ কুরিয়া যে অর্থ বক্তার বিবক্ষিত হয় তাদৃশ্যর্থেতে বিদগ্ধেরা অতিশয় সন্তুষ্ট হন কিন্তু অবিদগ্ধের তাহ ভাল বাসে না । “ আজিঅবধি দেবমন্দিরের মত আমারদের নিকেতন মান্য হইবে যেহেতুক আপনকারদের পাদরজঃপাতেতে নিঃশেষে গতকিপৃিষ হইল তোমার স্তনদ্বয়ের বৃদ্ধি যে এবম্বিধ হইবে ইহা বিধাতা আলোচনা না করিয়া ক্ষুদ্র আকাশের নির্মাণ করিয়াছেন" এতাদৃশ বাক্যেতে অতুক্তি দোষ হয় কিন্তু এবস্তুত বাক্য নৈষধপ্রভৃতি কাব্যেতে অনেক আছে । És অন্যের ধৰ্ম্ম অন্যেতে যথাসম্ভব সম্যকৃরূপে আহিত করা যায় যে বাকোতে মে বাক্যে সমাধিনাম গুণ বৰ্ত্তে । “ কুমুদের নিমীলন ও পদ্মের উন্মীলন হইতেছে" এ বাক্যেতে নেত্রের নির্মীলনোন্মীলনধর্মের কুমুদেতে ও পদ্মেতে অধ্যাস অর্থাৎ আরোপ করিয়া নির্মলনোন্মালমশব্দ প্রয়োগ করা গিয়াছে। থুথু করিয় ফেলা যায় যে বস্তু তাহার বোধক নিস্তৃতাদি শব্দ ঢেকুর করা যায় যার তাহার ঠাচক উদীর্ণাদি শব্দ এৰণ বৰ্মী করা গিয়াছে যে তদভিধায়ক বান্তাদিশব্দ গৌণীবৃত্তিতে বহিনিঃসারিতাদিরুপ অর্থের ৰোধক হইলে অতিসুন্দর হয় । মুখ্যার্থবোধক হইলে গ্রাম্যকোটি প্রৰিষ্ট হয় যেমন " পহ্মসকল আদিত্য ময়ুখকর্তৃক নিষ্ঠত অর্থাছহিনিঃসারিত যে তেজঃক৭ানিকর তাহাকে পান করিয়৷ উদীর্ণ অর্থাৎ উন্নত হইতেছে অরুণবর্ণ পরাগসমূহ যহাহইতে তাদৃশ মুখকরণক পুনৰ্ব্বার বান্ত অর্থাৎ ৰাহির বুঝি করিতেছে" এ বাক্যেতে নিস্তৃতাদি পদ লক্ষণাতে অন্য:থৰোধক হইয় অতিমনোহর হইয়াছে। “ হে মহারাজ তোমার বধু নি