পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ চন্দ্রিক । 8 of এ শাস্ত্র অতীৰদুৰ্গম ইহা মনে করিয়া সে শাস্ত্রপাঠ ত্যাগ করিবে না প্রতুত তৎপর হইয়া যত্ত্বেতে সেই শাস্ত্রের পাঠ করিৰে কেননা দুঃসাধ্যসাধনই পুরুষাৰ্থ সুসাধ্যসাধন কাপুরুষহইতেও হয় । ইহার কথা টুষ্টনী নামে কতকগুলি অতি ক্ষুদ্র পক্ষী সাগরতীরে ৪লন বৃক্ষেতে বহুকালাবধি নীড় অর্থাৎ ৰাম৷ করিয়া থাকে। এক দিবল ঐ পক্ষিসকল স্বম্বশাৰক অর্থাৎ ছানাদিগকে বাসাতে রাখিয়া আহারার্থে ইতস্তুতো ভুমণ করিয় আপনার ক্ষুধাতে অত্যন্তপীড্যমান হইয়াও অপত্য য়েছেতে ম্বোদর পূরণ না করিয়া বহুতর তণ্ডুলক্ষণ স্বস্বচষ্ণুপুটিতে ধারণ করিয়া উদ্ধশ্বাসেতে ৰেগতিশয়ে উড়িয়া আসিয়া সমুদ্র তটে উপস্থিত হইল। অনন্তর পরিতঃ অবলোকন কয়িয়া স্বস্ব নাড় ও অণ্ড ও শাৰকসকল কিছুই দেখিতে ন পাইয়। ৰিম্বয়াপন্ন ও শোকার্ত হইয় আকাশে সকলি মণ্ডলীভূত হইয় কলকল ধ্বনিতে বিলাপ করিয়া ক্রমদন করিতে লাগিল। পরে এক পক্ষী কহিল ৰিপৎকালে ধৈর্ষ্যাৰলম্বন পুরঃসর উপায় চিন্তু কৰ্ত্তৰ বিস্ময় ও বিষাদ ও ভয় ও শোক করণীয় নয় শোকেতে যে মনের অনুধাৰন সে প্রজ্ঞাকে নষ্ট করে যেমন সমুজেতে প্রচণ্ডতর বায়ুর অনুধাবন অর্ণবযানকে নষ্ট করে। অতএৰ তোমরা সকলে শোকসাগরেতে অনবরতোস্মজ্জন নিমজ্বন ৰিকুল স্বস্বচিত্তকে ধৈৰ্য্য পৰ্ব্বতারূঢ় ক্লরিয়া সুস্থির কুর। চিত্তবৈকুৰ অকৰ্ত্তব্য যেহেতুক বৈপ্লব্য ক্লাবের অনুসৰ্বৰা। এইরুপ ৰিৰেচনা করিয়া পক্ষিসমূহ একত্র হইয়া নির্জন স্থানে বলিয়া আমূলত উপায় চিন্তা করিতে লাগিল আমারদের নীড় ও ডিম্ভ ও অষ্ঠকলকল কে নষ্ট করিল। যদ্যপি বাতবেগেতে কিম্বা কোন মনুষ্যাদিতে করিয়া থাকিত তৰে পালক কিম্বা ভগ্নাণ্ডাদি কিঞ্চিৎ চিহ্ন থাকিত ত{হা কিঞ্চিষ্মাত্ৰও নাই একদা নিলেপ হইয়৷ সকলেই গিয়াছে। অতএব তাহ ময় বুঝি এসাগর কল্লোলরূপ করেতে আহরণ করিয়৷ আমারদের শ1বকাদি সকল স্বোদয়েতে পূরণ করিয়াছে যেহেতুক গুন্নেতে অর্থাৎ কোপেতে ল^লগ্ন ফেণ দেখিতে পাই লোকেরাও কহিয়া থাকে বড়র বড় পেট এ দুপুরোদর সাগরের কুম্ভীর নক্র মকর শিশুমার লস্কৰ রাঘব তিমিঙ্গিল তিমিপ্রভূতি নানাবিধ যাদোগণ স্বোদরান্তর্গত করিয়াও আকাঙু নিবৃত্তি নাই।