পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br প্রবে:ধ চন্ত্ৰিক । কিন্তু সহসা কোন কৰ্ম্ম করাতে শেষ ভাল নহে। অতএব বিচারপূৰ্ব্বকই সৰ্ব্বকৰ্ম্ম কৰ্ত্তব্য যেহেতুক অবিবেক পরমাপদের স্থান পরামর্শ করিয়া কৰ্ম্মকারি পুরুষকে তদীয় বিচার গুণেতে লুব্ধ হইয়। সল্পত্তিরূপ স্ত্রীর স্বতঃ স্বয়ম্বরণ করেন । এতদ্বিষয়ে এক কথা আছে তাহা গুন। • কোন কৰি এক মহাধনিক বণিকনিকটে এক কবিতা করিয়া বিক্রয় করিতে লইয়া গেলেন সে কবিতার অর্থ অব্যবহিত পূৰ্ব্বেই লেখা আছে। মহাজনকে কহিলেন এ শ্লোক তুমি আমাহইতে ক্রয় কর মূল্য এক শত স্বর্ণ দেও। মহাজন কহিল এ শ্লোকেতে কি হয় কৰি কহিলেন সৰ্ব্বার্থ রক্ষা হয়। বণিক কহিজ্ঞান দুৰ্যের গুণ না জানিয়া ক্রয় করা হয় না গুণ জানিলে মূল্য দিতে পারি এইক্ষণে আমার নিকটে এই শ্লোক রাথিয় যাও এ দুৰ্য এমন নয় যে আমার কাছে রাখাতে তোমাহইতে যাবে। কবি কহিলেন ভাল তাঁহাই হউক এ শ্লোকের প্রয়োজন জানিলে আমাকেতে এক শত স্বর্ণ দিবে বণিক কহিলেন অবশ্য দিব অন্যথা কখনো হইবে না । ঐ কৰি এই রূপে বণিককে প্রতিশ্রুত করিয়া স্বগৃহে গমন করিলেন। মহাজন ঐ কবিতা অন্তঃপুরে শয়নাগারের পাষ ণময় ভিত্তিতে লিথিয়া রাখিলেন । ইতি প্রবোধ চন্দ্রিকায়া” দ্বিতীয় স্তবকে দ্বিতীয়৪২ কুসুম^ o छूठीझ कूनूम । তদনন্তর কিছু দিবসের পর ঐ বণিক বাণিজ্যকরণার্থে অর্ণব যানেতে নানাবিধু সামগ্রী বোঝাই করিয়া অজ্ঞাতগৰ্ভ পঙ্গীকে স্বালয়ে রাথিয় বিদেশ গমন করিলেন । নান। দেশীয় বহুবিশ্ব দ্রব্যের ক্রয়বিক্রয় প্রতিদানেতে অনেক ধন লাভ করিয়া ষোড়শ বর্ষোত্তর স্বদেশে আলিয়া উপস্থিত হইলেন। পরে স্বলাৰ্থ ৰয়স্যের সহিত পরামর্শ করলেন যে হে বয়স্য আমি যখন বাটহইতে প্রস্থান করি তখন আমার স্ত্রী তরুণী ছিল আয় ৰাটীতে প্রাচীন অভিভাৰিক স্ত্রী কেহ নাই একে যুবতী তাহাতে স্বতন্ত্র আমার ভার্ষ্য। এ কারণ অামার সন্দেহ হয় না জানি এতাবৎকাল পৰ্য্যন্ত কিরুপ ব্যবহারে আছে এব^ নীতিশান্ত্রেও কহিয়াছেন নারী যদি স্বক্রোড়স্থিতাও হউক তথাপি