পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰৰোধ ੇ। t ○○。 তোমাকে কোল দিয়া আমি তোমার সহিত বন্ধুতা করিৰ । এতদ্রুপ শব্দ শ্রবণ করিয়া আপাতত তটস্থ হইয়া ইতস্তুতঃ অবলোকন কুরিয়! বিশ্বৰঞ্চককে দেখিতে পাইয়। কছিল আইদোং তোমাকেও আমি মনেং তত্ত্ব করিতেছি ভালো হইল তোমার সঙ্গে দেখ হইল কহ গুড় কেমন থাইল । বিশ্ববঞ্চক কহিল তুমি যেমন ঘৃত খাষ্টল। কিন্তু ভাই তুমি আমাকে জিতি য়াছে আমি গুড় কিছুই পাই নাই তুমি ঘৃত কিঞ্চিৎ পাইয়। থাকিব। সে যা হউক আইসো তোমার সঙ্গে কোলাকুলি করি ইছা কহিয়া দোহে পরস্পর আলিঙ্গন করিয়া অন্যান্য মুখাবলোকনপূৰ্ব্বক হাস করিয়া বৃক্ষচ্ছায়াতে বসিল । অনন্তর বিশ্ববঞ্চক কহিল ভাই তোমার নাম কি সে কহিল আমার নাম বিশ্বভণ্ড ইহা শ্রবণমাত্র হীহী করিয়া হাসিয়া বিশ্ববঞ্চক কহিল তবেতে তুমি আমার মিতা হইলে । ষ্ট ছ। শুনিয়া বিশ্বভণ্ড কহিল তোমার কি এই নাম ইহাতে লে কহিল না ভাই অামার নাম বিশ্ববঞ্চক দোহার নাম শব্দতঃ সমান না হউক অর্থতঃ এক বটে। অতএব আiচ আ4ধি আমারদের বন্ধুত হইল। বিশ্বভগু কহিল ভাল সমানে ২ মিলন বিহিত বটে যদি উভয়ে সরল হয় উভয়ে কুটিল হইলে বাহ্যতঃ যদ"পি মিলন হউক তথাপি ভিতরে ফাক থাকে যা হউক কিন্তু এক্ষণে তোমায় অামায় প্রীতি কৰ্ত্তব্য বটে। কেননা তুমি আমার গুণ জানিলা আমিও তোমার গুণ জানিলাম কেহ কাহারে কথা কোথাও কহিব না। এইরূপে দুই জনে মৈত্রী করিয়া পরামর্শ করিল এ কৰ্ম্ম ক্ষুদ্র লাভ ও কাদাচিৎক সেও অল্প তাঁহাতে নিত্য নৈমিত্তিক কৰ্ম্ম নিৰ্ব্বাছ বিলক্ষণমতে হইতে পারে না । " চটকলা মা^স°২ ভাগশত^” এতন্ন্যায় দুনামের কারণমাত্র কেৰল ছুঁচা মারিয়া হাত গন্ধ অতএৰ চল কোন দূরদেশে গিয়া এমত জৰিকা করি যাহাতে অধিক লাভ হয়। এইরুপ পরামর্শ করিয়া উভয়ে কিছু টাকা সঙ্গে লষ্টয়া গুজ্জরাট দেশে গেল তথা গিয়া বিশ্বৰঞ্চক বিশ্বভণ্ডকে কছিল হে মিতা তুমি এক কৰ্ম্ম কর এই ধোয়ান পাগ মাথায় বাধিয়া এই ধোয় ধুতি ও অঙ্গিরাথ। পরিয়া ধোৰ কাচ চাদর গায় দিয়া এ শহরবাসি চিত্রগুপ্তনাম মহাজনের বাট যাও পশ্চাৎ আমিও যাইতেছি কিন্তু আমার যাওয়ার পূৰ্ব্বে তুমি আপন পরিচয় ঝ