পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰোধ চন্ত্ৰিক । ዓ¢ ব্রান্ত্রণ জনক ভূপাল যাগভূমিতে গেলেন । পরমহ^স ঐ ব্রাহ্মণকে কহিলেন হে ব্রাহ্মণ আমার কমণ্ডলুস্থ জলপানে তোমার যদি নিরামিষ ভোজন ব্রতভঙ্গ শঙ্কা হক্টয়া থাকে তৰে এই ৰেদপ্রসিদ্ধোপাখান প্রমাণে সে সন্দেহ দূর কর। ৰৱতঃ তোমার এ নিয়ম শ্রুতিস্থতিপুরাণবহিস্তৃর্ত স্ববুদ্ধিমাত্র কল্পিত আতান্তিক সৰ্ব্বমতান্ত গৰ্হিত অাতান্তিক কিঞ্চিম্মাত্ৰও ভদ্র নহে শিষ্টপরম্নর প্রসিদ্ধ যে তাছাই কর্তব্য । এ বিষয়ে এক কথা শুন । ভরদ্বাজ নামে এক মুনিপুত্র ছিলেন তিনি মনুষলোকেতে যাবৎ শাস্ত্রের প্রচার আছে তাৰs. শাস্ত্র মর্ত লোকে পাঠ করিয়া মনে করলেন আমি মনুষ্য লে৷কীয় সকল শাস্ত্ৰ অধ্যয়ন করিলাম স~প্রতি পৃথিবীতে এমন কেহ নাই যে আমাকে অধ্যয়ন করায় । অতএব স্বর্গে সূর্যের নিকটে গিয়া স্বর্গ লে ক প্রচারিত সৰ্ব্বশাস্ত্র অধ্যয়ন করি । এইরূপ মনোরথারূঢ় হইয়া তপোবনহইতে মধTাহ্ন সময়ে দিবাকরের নিকটে গিয়া অনতিদূরে থাকিয়া আদিত্যকে সম্বোধন করিয়া কহিলেন । হে ভাস্কর তুমি সৰ্ব্বশাস্ত্রাকর আমি তোমার সমীপে দেবলোকীয় সৰ্ব্বশাস্ত্রাসায়ন করিতে আসিয়াছি আমাকে পাঠ করাও। প্রভাকর কছিলেন আমি এক নিমেষদ্ধে দুই হাজার দুই শত দুষ্ট যোজন গমন করি এব^ আমার তেজ অfতদুঃসহ আমি মধ্যাহ্নকাপাতিরিক্ত *ণমাত্র স্থির নহি তোমার অধ্যয়ন আমার নিকটে কিরূপে হইৰে আর তোমাfর বা অধ্যয়নের আৱশ্যক কি তোমার যে অধোতৰ তাহ অধীত হইয়াছে। ঈশ্বরভিয়ের সর্বশাস্ত্ৰজ্ঞানবাসন দুৰ্ব্বাসনামাত্র সে কলেপিধায়ক হয় না । অতএৰ এ দুরাগ্রহ ত্যাগ করিয়া স্বস্থানে গমন কর । " সূর্যোর এ বাক্য শুনিয়া ভঃ দ্বাজ কহিলেন তুমি যেমন গমন করিব। আমিও তোমার সহিত তেমনি গমন করিৰ আর তোমাৱ তেজেতে আমার কি করিতে পারিৰে ৰহ্নি কি বহ্নিকে দগ্ধ করে। যে তপোবলে তোমার এতাদৃশ সামর্থ ও ভেজ হইয়াছে তাদৃশ তপোবল কি অন্যের নাই। এইরুপ ভরদ্বাজের সাহঙ্কায় ৰাঞ্চ প্ৰৰণ করিয়া সূৰ্য্য নারায়গদেৰ মনে করিলেন যে ইহার তজজ্ঞান নাই কেবল বহুশাস্ত্ৰধায়নজনিত বিদ্যামদোন্মত্ত হইয়া আরুঢ়াহষ্কার হইয়াছে ইছার সমুচিত