পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত দিত দেখা মাঝে মাঝে, দূরে যেন বাশি বাজে, আভাস শুনিমু যেন হায় । মেঘে কভু পড়ে রেখা, ফুলে কতু দেয় দেখা, প্রাণে কহু বয়ে চলে যায়। আজ তারা এসেছেরে কাছে, এর চেয়ে শোভা কিবা আছে । কেহ নাহি করে ডর, কেহ নাহি ভাবে পর, সবাই আমাকে ভাল বাসে, আগ্রহে ঘিরিছে চারি পাশে । এসেছিস তোরা যত জন, তোদের কাহিনী আজি শোন । যার ষত কথা আছে, খুলে বলে মোর কাছে, আজ আমি কথা কহিব না। আয় তুই কাছে আয়, তোরে মোর প্রাণ চায়, তোর কাছে শুধু বসে রই। দেখি শুধু কথা নাহি কই । ললিত পরশে তোর, পরানে লাগিছে ঘোর, চোখে তোর বাজে বেণু বীণা ; তুই মোরে গান শুনাবি না । জেগেছে নূতন প্রাণ, বেঞ্জেছে নূতন গান, ওই দেখ পোহায়েছে রাতি । আমারে বুকেতে নেরে, কাছে আয়,—আমি যেরে নিখিলের খেলাবার সাথী।