পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বলরাম দাস-১৬-১৭শ শতাব্দী। ృe లి তুহু সে নিরন্তর নাগরী-অন্তর কি করব রঙ্গিণী-সঙ্গে । শীতল ভূতল লুটয়ে বেয়াকুল দংশিল বিরহ-ভুজঙ্গে । দুরহি বিরহিগণ তেজই জীবন শুনি তছু নাম দুরন্ত। a মধুমাস বিলাসত জনে জনে আওল কাল-বসন্ত । এত দিনে কতহি যতনে জীউ রাখল অব কি জীয়ব তুয়া কান্ত । পিক-অলি-কাকলী কুসুম-লতাবলী দিনে দিনে জীউ করু অস্ত ॥ (১) বিকশিত কুমুম ভরল সব কানন চৌদিগে ভ্রমর-ঝঙ্কার। তরু-পর পঞ্চম গাওই নিশি দিশি পিকরবে জীবন-সংহার ॥ পাপ-নিশাকর কিরণ পসারল জগ ভরি আনল-বিথার। (২) মাধবী মাসে আশে জীউ না রহল আর কি সহব দুখ আর ॥ শীতল শতদল-শয়নে শুতায়ল কিশলয় ভরি পরিযঙ্ক (৩) । কত উঠি কত বৈঠি পড়য়ে ধরণী লুঠি লোরে করই মহী পঙ্ক (৪) । কত ঘন-চন্দন কত কত বীজন সজল জলদ-বিষ-শঙ্কা । জৈঠহি পৈঠল হিয়ে বাড়বানল পিয়া দূর বিহি ভেল বঙ্কা (৫) ॥ নব নব জলধর ভরি রহু অম্বর বরিষা নব পরবেশে । ক্ষণে ক্ষণে জলদ মধুৰ্বময় ধ্বনি শুনি গুণি গুণি উঠয়ে তরাসে ॥ নব নব পল্লব মনোভব লাগল বিহি করু সব অবশেষ । কোন আষাঢ়ে শেল হিয়ে বাঢ়ল অব নাহি রহ জীব-লেশ ॥ গগনহি সঘন ঘনহি ঘন ঘন গরজন দামিনী দশদিগ পাত । যামিনী ঘোর-তিমির ডরহে রইতে থরহরি কঁপিয়ে গাত (৬) ॥ এ দুখ-সায়র নিমগন নয়র (৭) তহি হত দাজুরী (৮) রাব । শঙন গহন দহন-দাহন জীবন কিয়ে জানি হরি কবে পাব ॥ মাহ ভাদর দিন নিরথিতে তন্তু ক্ষীণ দারুণ দূর দিনমান । বিরহ-হিলোলী দরদর অন্তর দোলত চপল পরাণ ৷ তুয়া বিস্তু যন্ত্র শূন (৯) সব মন্দির মনমথ-তৃণ সমান । একলী বিকল সকল নিশি আলপই (১০) অবিরত ঝরয়ে নয়ন ॥ - o কোকিল ও ভ্রমরের রব এবং কুসুম ও লতা—ইহার দিন দিন আমার জীবন নষ্ট করিতেছে। (২) পাপাত্মা নিশাপতি কিরণ-বিস্তারের সঙ্গে সঙ্গে জগৎ ভরিয়া যেন অগ্নি-বর্ষণ করিতেছে । (৩) পর্যাঙ্ক = শয্যা । (৪) অশ্রদ্বারা মহী পঙ্কিল করে। (৫) বন্ধ = রাকা। বিধাতা বক্র o হইলেন। (৬) গাত=গাত্র, শরীর । (৭) নায়ক নিমজ্জিত হইলেন। (৮) ভেক। (৯) শূন্ত । (১০) প্রলাপ করে। లి(t