পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—ঘনশ্যাম দাস–১৭শ শতাব্দী । তাই চাদ বরিখয়ে আগি লাগয়ে গরল মলয়জ পঙ্কহি । কমল কোমল সজল কিশলয় অনল দলসম শঙ্কহিঁ ॥ দেখ ভেল শাওন মাস। অব নাহি জীবন-আশ ॥ ঘন গগনে গরজে গভীর। হিয়ে হোয়ত যেঙ চোচীর। (১) হিয়ে হোয়ত যেঙ চোঁচীর থির না বান্ধে মত্ত দাজুরী-রবে। ঝলকে দামিনী খনে খনে যনু মদন শর বরখবে ॥ দেখ ভেল ভাদর মাস । ঘন বরিখে নাহি দিশ পাশ ॥ কিয়ে কান বাহুক লাগি । দিন রাতি পতি-ভয়ে ভাগী ॥ দিন রাতি পতি-ভয়ে ভাগী রহ নহ দিবস রজনী বিভেদ রে । ঐছে সময়ে না কানু মন্দিরে কৈছে সহ ইহ খেদরে ॥ দশদিশ ভেল পরকাশ। ভৈগেল আশিন মাস ॥ হতচিত অবহু না জান । অব পুন কি হেরব কান ॥ অব পুন কি হেরব কান নিরিখব নিয়ড়ে সে মুখ বান্ধরে। অমিঞা মাখন মধুর ভাখন শুনব পুন মৃদু মন্দরে। দেখ সোই কাৰ্ত্তিক মাস । ভেল কুন্দ-কুমুম-বিকাশ ॥ পুন সোই রজনী সুঠান। ইহ সবহু বিছরব কণন ॥ ইহ সবহু বিছুরব কান কান হি কোন পুন সোঙরাব রে। প্রিয় নন্দ-নন্দন-চরণে যব ঘনশ্যাম দাস না আয়ব রে ॥ (১) হৃদয় চোঁচার (চুর্ণ) হইয়া যায়। > ob" শ্রাবণ । জাম্বিন । কাৰ্ত্তিক ।