পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—বৃন্দাবনদাস–১৫০৭–১৫৮৯ খৃষ্টাব্দ। >>ms তবে মহাপ্রভু কথোক্ষণে সুস্থ হৈয়া । রন্ধন করিতে প্রভু বসিলেন গিয়া৷ রন্ধন সম্পূর্ণ হৈল হেনই সময়। আইলেন শ্ৰীঈশ্বরপুরী মহাশয় ॥ প্রেমযোগে কৃষ্ণ-নাম বলিতে বলিতে । আইলেন মত্ত-প্রায় চুলিতে ঢুলিতে ॥ রন্ধন এড়িয়া প্রভু পরম সন্ত্রমে। নমস্করি তানে বসাইলেন আসনে ৷ হাসিয়া বোলেন পুরী শুনহ পণ্ডিত। ভাল ত সময়ে হইলাঙ উপনীত ৷ প্রভু বোলে যবে হৈল ভাগ্যের উদয় । ঈশ্বরপুরীর সঙ্গে এই অন্ন ভিক্ষা আজি কর মহাশয় ॥ অtহর । হাসিয়া বোলেন পুরী তুমি কি খাইবে। প্রভু বোলে আমি অন্ন রান্ধিবাঙ সবে ॥ পুরী বোলে কি কাৰ্য্যে করিবে আর পাক । যে অন্ন আছয়ে তাহি কর দুই ভাগ ॥ হাসিয়া বোলেন প্রভু যদি আম চাও। যে অন্ন হৈয়াছে তাহ তুমি সব খাও ॥ তিলাৰ্দ্ধেকে আর অন্ন রান্ধিবাঙ আমি । না কর সঙ্কোচ কিছু ভিক্ষা কর তুমি ৷ তবে প্রভু আপনার অন্ন তানে দিয়া । আর অন্ন রান্ধিতে লাগিলা হর্ষ হইয়া ॥ হেন কৃপা প্রভুর ঈশ্বরপুরী-প্রতি । পুরারো নাহিক কৃষ্ণ-ছাড়া অন্ত মতি ॥ শ্ৰীহস্তে আপনে প্রভু করে পরিশন। পরানন্দ-মুখে পুরী করেন ভোজন ॥ সেই ক্ষণে রমা-দেবী অতি অলক্ষিতে। প্রভুর নিমিত্তে অন্ন রান্ধিলা ত্বরিতে ॥ তবে প্রভু আগে তানে ভিক্ষা করাইয়া । আপনেও ভোজন করিলা হর্ষ হৈয়া ॥ ঈশ্বরপুরীর সঙ্গে প্রভুর ভোজন। ইহার শ্রবণে মিলে কৃষ্ণ-প্রেম-ধন ॥