পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)ンぶb" কৃষ্ণবল্লভের সঙ্গে সাক্ষাৎ ৷ বঙ্গ-সাহিত্য-পরিচয় । কৰ্ভু ভিক্ষা মাগি খায় কভু জল-পান । কোথা রহেন কোথা যান নাহি স্থানাস্থান ॥ দশ দিন নগর-মধ্যে ভ্রমণ করিয়া । একদিন বৃক্ষ-তলে আছেন বসিয়া ॥ হেন কালে আইল এই ব্রাহ্মণ-কুমার। দেখি জিজ্ঞাসিল তারে কি নাম তোমার ॥ তেহোঁ কহে কৃষ্ণবল্লভ নাম মোর হয়। রাজার রাজ্যে বসি করি রাজার আশ্রয় ॥ সৌন্দৰ্য্য ব্রাহ্মণ-পুত্রের দেখি সুখ পাইল । বিনয় করিয়া তারে কিছু জিজ্ঞাসিল ॥ কহ দেখি কেবা রাজা কিবা নাম হয়। ধাৰ্ম্মিক কি পুণ্যবান তাহার আশয় ॥ তেহো কহে মহাশয় সে বড় জুরাচার। দম্য-বৃত্তি করে সদ। সে অতি দুৰ্ব্বার ॥ মারে কাটে ধন লুটে না চলে ঘাট বাট । বীরহাম্বীর নাম হয় রাজা মল্লপাট ॥ এইরূপে গেল কাল দিন কথো হৈল। এক গাড়ী মারি ধন লুটিয়া আনিল । ব্রাহ্মণ পণ্ডিত আসি পুরাণ শুনায়। রাজা বসি শুনে বিপ্র বসিয়ে কহয় ৷ আমরা বসিয়া শুনি দুই চারি দণ্ড । বিশ্বাস নাহিক তার দুৰ্জ্জন প্রচণ্ড ॥ তারে জিজ্ঞাসিল কিছু পড়িয়াছ তুমি। ব্যাকরণ হইয়াছে নিবেদিল আমি ॥ শ্লোকে আভাস বুঝিয়া অর্থ হয়। সাহিত্য অলঙ্কার দেখি তবে সে বুঝয়। তাহারে কহিল সন্ধি-সুত্রের প্রসঙ্গ । দুই জনে বিচার করে অতি বড় রঙ্গ ॥ ব্রাহ্মণের পুত্র প্রতি পাইল বহুমতে। আপনে পারেন ঠাকুর মোরে পড়াইতে ॥ বহু বিদ্যা দেখা নাই মোর পড়বার । তোমারে পড়াইতে পারি করিল অঙ্গীকার ॥