বৈষ্ণব-চরিতাখ্যান—নিত্যানন্দ–১৬শ শতাব্দীর মধ্যভাগ । ))సినా
দেউলি বলিয়া গ্রাম অতি দূর নয়।
নদী-পারে অৰ্দ্ধ ক্রোশ মোর বাস হয় ৷
যদি কৃপা মোরে কর চল মোর ঘরে ।
শুনিএ তাহার বাক্য আনন্দ-অস্তরে ॥
দুইজনে ঘরে গেলা ঘরে বসাইয়া ।
চরণ ধুইতে জল আনিল ধাইয়া।
আসনে বসিলে কহে পাক করিবারে । দেউলি গ্রামে গমন ও পাক-সামগ্ৰী আনে বহুত আনন্দ-অস্তরে ॥ :" শিক্ষণঠাকুর কহএ বাপু শুন মোর কথা । সিঝা (১)-পোড়া ব্যঞ্জন আমি করি যে সৰ্ব্বথা ॥ প্রদেশী ব্রাহ্মণ আমি নাহি পরিচয় ।
হাতে জল আনি খাই যদি আজ্ঞা হয় ৷ জল আনিবারে পাত্র তারে আনি দিল ।
উঠিয়া যাইয়া জল আপনে আনিল ।
রন্ধন করিয়া ভোজন করিল তথাই ।
ভালরূপে পড়ান তারে মনে মুখ পাই ॥
পড়িয়া তাহার স্থানে যান রাজ-দ্বারে ।
সন্ধ্যাকালে আইলেন আপনার ঘরে ।
ক্ষণেক বসিলে ঠাকুর জিজ্ঞাসেন তারে । কি শুনিলে কি পড়িলে কহ দেখি মোরে । তেহ কহে ভাগবত পণ্ডিত পড়িলা । শুনি রাজা উঠি নিজ অন্তঃপুর গেলা । শুনিঞা আইল ঘরে ঘুষিবারে চাই । কেবল আমার মন আছে তোমার ঠাঞি ॥ আমারে লইয়া তুমি যাও রাজ-দ্বার। তাহারে দেখিতে চিত্ত হইল আমার ॥
ব্রাহ্মণ-কুমার কহে যে আজ্ঞা তোমার । অবশু যাইব আমি সঙ্গে আপনার ॥ আর দিন ভোজন করি যায় দুইজনে। র্তাহ উত্তরিলা যাহা রাজ-বিদ্যমানে ॥ ভাগবত পড়ে পণ্ডিত রাজা তাহা শুনে। অর্থ করে ভাল মন্দ কিছুই না জানে ॥
রাজ-সভায় গমন ।
(১) সিকা=সিদ্ধ শব্দের অপভ্রংশ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৭
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
