পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিতাখ্যান—চৈতন্য-চরিতামৃত—১৬০৬-১৬১৫ খৃঃ। ১২২৫ প্রভু কহে কোন ব্যাধি কহ ত নির্ণয়। তেহেঁ কহে সংখ্যা-সঙ্কীৰ্ত্তন না পূরয় ॥ প্রভু কহে বৃদ্ধ হৈলা সংখ্যা অল্প কর। নাম-জপের সংখ্যা-হ্রাস করিতে অনুরোধ । সিদ্ধ-দেহ তুমি সাধনে আগ্রহ কেনে ধর । লোক নিস্তারিতে তোমার এই অবতার। নামের মহিমা লোকে করিলা প্রচার ॥ এবে অল্প সংখ্যা করি কর সঙ্কীৰ্ত্তন। হরিদাস কহে শুন মোর সত্য নিবেদন ॥ হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর। হীন কৰ্ম্মে রত মুঞি অধম পামর ॥ হরিদাসের বিনয় । অস্পৃশু অদৃশু মোরে অঙ্গীকার কৈলা। রৌরব হৈতে কাঢ়ি (১) মোরে বৈকুণ্ঠে চড়াইলা ॥ স্বতন্ত্র ঈশ্বর তুমি হও স্বেচ্ছাময় । । জগৎ নাচাহ যৈছে যারে ইচ্ছা হয় ৷ অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া । বিপ্রের শ্রাদ্ধ-পাত্ৰ খাইলু ম্লেচ্ছ হইয়া ॥ এক বাঞ্ছা হয় মোর বহুদিন হৈতে। লীলা সম্বরিবে তুমি মোর লয় চিতে ॥ সেই লীলা প্ৰভু মোরে কভু না দেখাইবা । আপনার আগে মোর শরীর পাড়িবা ॥ হৃদয়ে ধরিমু তোমার কমল-চরণ। । নয়নে দেখিমু তোমার চাদ-বদন ॥ জিহবায় উচ্চারিমু তোমার কৃষ্ণচৈতন্ত নাম। এই মত মোর ইচ্ছা ছাড়িমু পরাণ ॥ মোর এই ইচ্ছা যদি তোমার কৃপা হয়। এই নিবেদন মোর কর দয়াময় ॥ এই নীচ দেহ মোর পড়ে তোমার আগে। এই বাঞ্ছা-সিদ্ধি মোর তোমাতেই লাগে ॥ মহাপ্রভুর সম্মুখে দেহত্যাগ করা। প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে। কৃষ্ণ কৃপাময় তাহা অবশু করিবে ॥ কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লঞ । তোমার যোগ্য নহে যাও আমারে ছাড়িয়া ॥ (১) বলপূৰ্ব্বক তুলিয়া লইয়া। 为@8