পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—প্রেমদাস—১৭১২ খৃঃ। ১২৬৭ রাজা দেখি সাৰ্ব্বভৌম ভাবেন অন্তরে । অন্তরে সচিন্ত্য বড় দেখিএ ইহারে । নিকটে আইনু আমি তাহো নাহি জানে। অতএব পরিচয় করিএ আপনে ॥ জয় জয় মহারাজ ভট্টাচাৰ্য্য বলে । সাবধান হঞা রাজা তাহারে নিহলে৷ আস্তে আস্ত বলি রাজা প্রণাম করিলা । ভট্টাচাৰ্য্য আশীৰ্ব্বাদ করিঞা বসিলা ॥ রাজা কহে ভট্টাচাৰ্য্য ভগবান-স্থানে । চৈতন্তের অসম্মতি । নিবেদন করিলে কি আমার কারণে ॥ সাৰ্ব্বভৌম বলে আমি কহিলু সদৈন্ত । রাজা কহে কি কহিল শ্রীকৃষ্ণচৈতন্ত ॥ স্নান মুখে ভট্টাচাৰ্য্য কহে প্রত্যুত্তর । কি কহিব মহারাজ তোমার গোচর ॥ রাজা বিষাদ হইলেন বুঝি অনুমানে। সম্মতি না দিল প্ৰভু মোর দরশনে ॥ রাজা বলে ভট্টাচাৰ্য্য বুঝিতু তখনি। যবে তুমি সহর্ষ না কহিলে আপনি ॥ নিশ্চয় জানিঞা মন শ্রীচৈতন্ত-দরশন না দিবেন অভাগার প্রতি । হা হা ধিক্ এ রাজত্ব ইহা হৈতে সুনীচত্ব পৃথিবীতে নাহি আর কতি ৷ দর্শন না করি যারে হেন নীচ অধমেরে মহাপ্রভু করে দরশন। তথাপি আমার সনে দেখা নাহি করে কেনে তাহে জানিলাঙ তার মন ৷ আপনে ঈশ্বর পূর্ণ পৃথিবীতে অবতীর্ণ হৈলা এই প্রতিজ্ঞা করিয়া । প্রতাপরুদ্রের বিনা ত্রিভুবনে যত জনা রাজার মনস্তাপ। সভারে করিব আমি দয়া। এ মহিলে মর নারী এ তিন ভুবন ভরি সম্ভে আসি দর্শন করিল।