পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏసిన్స్లు o o বঙ্গ-সাহিত্য-পরিচয় । শেফালিক-পুষ্প দেখ অতি মনোরম। ভ্রমরা পরশে যবে পড়ে সেই ক্ষণ ॥ যেন আনন্দেতে সর্থীগণ পরশিতে। চকিত হইয়া সভে যায় চারি-ভিতে ॥ তবে কুন্দ-লতা বলে দেখএ অস্তুতে । সখা-প্রায় এই ঋতু হৈল বিভূষিতে ॥ চঞ্চল-খঞ্জন-আঁখি অম্বুজ-বয়ানী। অঞ্চল অলকা অলি কুচ কোক জানি ॥ শ্বেত মেঘ-বাস রক্ত-উৎপল-অধরা। কিঙ্কিণী-সারস-ধ্বনি নীলোৎপল-মালা ॥ দেখ দোহাকার সেবা লাগি শরৎ আইলা । নানান সামগ্রী এই আগেত ধরিলা ॥ অঙ্গনা সহিতে অলঙ্কারের কারণ । জাতী-পুষ্প দেই আর কৈবরাদিগণ (?) । রক্তোৎপল ইন্টাবর উপাধান কৈলা। কুঞ্জ-গৃহে শয্যা-পুষ্প শেফালী পাড়িলা ॥ শরৎ সামগ্রী এই নিরমাণ করি । পথ নিরীক্ষণ করে দোহা-মুখ হেরি ॥ পুষ্প-গন্ধ মত্ত হস্তী অশ্ব শ্বেত ঘন। কাশীয়ার ফুল শ্বেত-চামর মোহন ৷ উন্মত্ত কন্দৰ্প যত বৃক্ষবৃন্দ-সঙ্গে । বারণ-আরুঢ় মার মনোহর রঙ্গে ৷ অম্বরে সারস-ধ্বনি কিঙ্কিণী বাজায়। মরালাদি পক্ষি-ধ্বনি ঘণ্টা-শব্দ হয়। এইরূপে হইল শরৎ কালের বিজয়। দেহা-সেবা লাগি এই মহোৎসুক হয়। শিশির-কাল । তবে বৃন্দা দেবী ত্বরা আসি আগে হৈলা । শিশির ঋতুর বনশোভা দেখাইলা ॥ কহে দেখ সব জন্তু কম্পে যে হইল। রোমাঞ্চ অঙ্গেতে বৃক্ষ-কোলেত রহিল ॥ "