পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—রায়-মঙ্গল—১৬৮৬-১৬৮৭ খৃঃ । - ১৩৬৭ হুল হুল হাকিয়া বনেতে থাকিয়া বাহির হইল হুড়া । শির নাড়ে ঘন ঘন গায়েতে নাহি লোম বিরাশ বৎসরের বুড়া ॥ বড় বাঘ দরিয়া হাতী ফেলে মারিয়া হাত তার যে বগুলা । জুড়ি নাহি খলপে বিদ্যুৎ ঝলকে মুড়ি ফাল দস্তগুলা ॥ বাঘিনী ভূমেতে ডুম্বরী সহিতে সাথে সাত হাজার যায়। কাগুয়া বাঘরলি আইল যেমন পাল তালিক কের নেয় তায় ॥ গন্ধ পাইয়া দূর পাতি পাতি কুকুর তরাসে করে ভেউ ভেউ । বাঘের দলবল সহিতে প্রবল ডাক লইয়াছে ফেউ ॥ রাত্রি দুই পরে আসিয়া সহরে লোকেতে না জানিতে চায়। বড় খা গাজি সভারে নেওয়াজী হাত বুলাইল গায় ॥ তরজে গরজে বিক্রম যার যে কহিতে লাগিল রীত । কবি কৃষ্ণরাম করিয়া প্রণাম ঠাকুর শুনহ গীত ৷ খান দাউড় বলে আগে মোর মুখে কিবা লাগে হাতীর মজকে (১) জল-পানে । মহিষের মাংস ভক্ষ্য খাইয়াছি লক্ষ লক্ষ গোঠে মাঠে বনেতে বাখানে ॥ শিশিরে বানন তবে ইহাতে অবধান হবে শিশিরী দ্বিগুণ বল গায়ে । (১) মজক = মাথার ঘি ।