পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ – সারদা-মঙ্গল—১৭শ শতাব্দী। Sసి( শ্রুতিমাত্রে সরস্বতী উঠিল সাক্ষাতে । গোবিন্দ-বিজয় যেন ধ্রুবের বিদিতে ॥ কর যুড়ি কুঙর কন্যার কথা কয়। মরমে নাহিক কায ভাঙ্গিলেহ সয় ॥ সেইরূপে যাবে দিন যুবতী সকল। জনাৰ্দ্দন দ্বিজ দিছে তুলসী গঙ্গাজল ৷ সরস্বতী বলে বাছা শুন তার কথা। সেই পঞ্চ বিধুমুখী তোমার বনিতা ৷ কালি বিভা করাইব বর-পুত্ৰ তুমি। বিভা দিয়া বিষ্ণু-সন্নিধানে যাব আমি ॥ ভুলাইয়াছিল দ্বিজ ভুবন-সুন্দরী। কালি দেখ বাছা তার কি না দশা করি ॥ জনাৰ্দ্দন দ্বিজের জনক দামোদর। দামোদরকে অবস্থাকহিতে লাগিল তারে দেবীর কিঙ্কর ॥ জ্ঞাপন । রাজকন্ত লৈয়া যাবে তোমার নন্দন। কুলেতে কলঙ্ক দ্বিজ দিল জনাৰ্দ্দন ॥ শুষ্ঠাছি কন্যার সনে করিতে বিচার। কুলেতে কলঙ্ক যে রাখিল এইবার ॥ হরিহর যুদ্ধে হৈল এমন সমর। (১) জান্তা শুন্তী কাষ কর শুন দ্বিজবর ॥ উপদেশ কয়্যা গেল দেবীর কিঙ্কর। সেই সব কথা শুনি কোপে দ্বিজবর ॥ আকাশ ভাঙ্গিয়া পড়ে মস্তক-উপর ॥ বাড়ীকে আসুক বেটা করিব তাড়ন। নাম যশঃ ডুবাইল কুলের ভাজন। চিন্তিত হইয়া বড় বসিল ব্রাহ্মণ । হেন কালে বাড়ীতে আইল জনাৰ্দ্দন ॥ জনকে কহিল যাবো দক্ষিণা মাগিতে । পিতৃ-শ্ৰাদ্ধ হইয়াছে সাধুর বাড়ীতে। (১) কস্তাদের সহিত জনাৰ্দ্দনের এমন বাকযুদ্ধ হইয়া গেছে যেন হরিহরের যুদ্ধ।