পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$ 6 o সরস্বতী কর্তৃক আশ্বাস-দান। সাধুর নিকট দেবীর গৃহ-প্রার্থন । বঙ্গ-সাহিত্য-পরিচয় । ছড়া ঝাটি সন্ধ্যা দিব আর ছত্ৰ-শালা। ধূলা কুট্যা দিব পাঠ পড়িবার বেলা । এই কৰ্ম্ম বিনে আমি অন্ত নাহি জানি। অন্ত লোকের উপহাস কেন কর ধনি ৷ মহতের বেটী বট শুন সীমন্তিনি। আমি কি তোমার যোগ্য আপনি সে জানি ॥ তবে যদি মহল তুলিতে বল তুমি। আগেত মাহিনী দেহ আজ্ঞাকারী আমি ॥ শুনিঞা মুখাল্য (২) মুখ বলে সীমস্তিনী। কুঙরে তর্জন করে কোকিল-বাহিনী ॥ কেন রে রাজার বেটা বল কুবচন। কালি তোরে দিব চল বিচিত্র ভুবন ॥ ধূলাকুট্যা নাম বোল্যা দুঃখ ভাব মনে। রাধাকে কানাঞি কন্ধে কর্যাছিল কেনে ॥ আমার সেবক আছে যে বড়। আনন্দে করহ ঘর অভিমান ছাড় ॥ সারদা-চরিত্র কথা রচে দয়ারাম । বসবাস কাশীযোড়া কিশোরচক গ্রাম ॥ সারদা মায়ের কথা শুনিঞা কুঙর তথা তেজিল সকল বিবরণে। সেবকে কহিয়া সরস্বতী মহামায়া গেলেন সাধুর সন্নিধানে। বিজয় দত্তের নীতি ব্রাহ্মণে করেন ভক্তি বসিতে দিলেন জল-পিড়ি। যুড়িয়া যুগল-কর জিজ্ঞাসিল তার পর কি কারণে আইলে মোর বাড়ী। শুনিঞা সাধুর কথা কছেন সারদা মাতা শুন বাছা বিধির ঘটন। বৈদেব দেশের ভূপে বিধি বিড়ম্বিল তাকে বিংশতি বৎসর গেল বন ৷ (2) শুকাইল।