পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সারদা-মঙ্গল—১৭শ শতাব্দী। రిసిసి বর-পুত্র ধূলাকুট্যা বধু হৈলে তুমি। অতেব এ সব কথা কহিলাম আমি ॥ শাশুড়ীর কথা মানে স্থজনের বী। সকলের কথা আমি কুথাকার কি ৷ এই কথা সীমন্তিনী সারদা সাক্ষাতে । পাখালিলেন পাদ-পদ্ম করিলেন মাথে ॥ করে ধর্য আশীৰ্ব্বাদ করেন আপনি । সাবিত্রী-সমান হবে স্বামী-সোহাগিনী ॥ প্রণাম করিয়া ধনী সারদার পায় । রাজনীতি রাজভোগ কুঙরে যোগায় ॥ চামর দুলায় অঙ্গে সুগন্ধি-চন্দন। ভাঙ্গিয়া পানের খিলি যোগায় তখন ॥ এই মতে আছে ধনী নৌকার উপর। কুঙর কখন কিছু ন কৈল উত্তর ॥ কর যুড়ি কহে কিছু রাজার কুমারী। কি দোষে করহ মোরে কপট চাতুরী। পূর্বের লিখন ছিল শুন প্রাণনাথ। অতএব হৈলে পতি বিধাতার হাত ॥ আমার মন্দির তুল মহলের মত। রাজকুমারীর গৃহনৌকার উপরে নিশি গুঞাইব কত ॥ প্রার্থনা। আঠুভরা (১) বস্ত্র দিবে পেটভরা ভাত। জানকীরে যেমন পুষিল রঘুনাথ । রাজার কুমারী মোরা রূপে কলানিধি। দুঃখিনীর দিব্য তোরে দয়া ছাড় যদি ॥ বসিয়া কি যাবে দিন দেখ কারবার। যেই রূপে বাড়িবে জগৎ-সংসার ॥ কুঙর বলেন শুন রাজার কুমারী। মহল তুলিতে বল মোরে বড় ভারি ॥ কি কৰ্ম্ম করিতে বল কিছুই না জানি। আজ্ঞা কর ধনি কিছু ধূলা কুট্যা আনি ॥ কুমারের অসমৰ্থত । (১) হাটুর নিম্নভাগ পৰ্যন্ত প্রসারিত।