পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>mbrや সুদৰ্শন রাজার ভাবনা ৷ বিষ্ণুশৰ্ম্মার উক্তি। বঙ্গ-সাহিত্য-পরিচয় । জানি কি হয়। ইহা শুনিয়া সেই রাজা অত্যন্ত উদ্বিগ্ন মনে চিন্তা করিতে লাগিলেন যে আমার পুত্রেরা অতি মূৰ্থ অতএব, ইহারদের কি হবে এমত পুত্র থাকা না থাকা তুল্য। যে পুত্র অবিদ্বান ও অধাৰ্ম্মিক সে পুত্রের কি কাৰ্য্য যেমন কানার চক্ষু পীড়া মাত্র। যদি পুত্র হইয় মরিত কিম্বা ন হইত সে কেবল একবার দুঃখ কিন্তু মূর্থ পুত্র প্রতি পদে। বিদ্যাযুক্ত এবং সাধু যদি এক পুত্র হয় তিনি পুরুষের মধ্যে সিংহ। যেমন চন্দ্র। যাদৃশ রজনীতে চন্দ্র উদয় না হইলে কোটি কোটি নক্ষত্রে অন্ধকার নাশ করিতে পারে না তাদৃশ এক শত মুর্থ পুত্র জানিবা এক সুপুত্রের তুল্য নহে। অপর যে ব্যক্তি অনেক দান ও পুণ্য করে তাহার পুত্র ধনবান ও ধীবান ও ধাৰ্ম্মিক হয়। ঋণকর্তা পিতা শত্ৰ মাতা অপ্রিয়বাদিনী ভাৰ্য্যা রূপবতী পুত্র অপণ্ডিত। উচ্চ বা নীচ হউক গুণবান সকল স্থানে পূজনীয়। যেমন বংশের গুণযুক্ত ধনুক নিগুণ কি কাৰ্য্যের। যে পুত্র না পাঠ করে সে পুত্র পণ্ডিতের মধ্যে কীদৃশ যেমন পঙ্কের মধ্যে গরু পড়িলে হয়। গর্ভস্থ মনুষের এই পাঁচ যোগ হইয়া থাকে আয়ু কৰ্ম্ম বিত্ত বিদ্য নিধন। কিন্তু যদি কেহ ভাবে যে যা হবার তা হবে সে অতি অলসের কথা তাহার প্রমাণ যেমত রথের গতি কেবল চক্রেতে হয় না। অপর কুম্ভকার আপন ইচ্ছামত তাহার কার্য্য করিতে পারে তাদৃশ আত্মকৃত কৰ্ম্ম মনুষে করিতে পারে। অপরঞ্চ কাকের তাল ফেলার ছায় অগ্ৰে নিধি দেখিয়া পায় তাহা ঈশ্বর দত্ত বটে কিন্তু পুরুষাৰ্থ অপেক্ষা করে যদি কোন কাহার অগ্ৰে পাকা তাল কাকে ফেলায় সে দেখিয়া যদি না যায় তবে কখন পাবে না অতএব যে পিতা মাতা তাহার পুত্রকে না পড়ায় সে শত্র এবং সে পুত্র সভার মধ্যে কেমন দীপ্তি হয় যেমন হংসের মধ্যে বক। মুকের শোভা যাবৎ কিছু না বলে তাবৎ মাত্র। মোট দ্রব্য চিঙ্কন হয় ও চিন্ধন মোটা হয় যেমন চন্দ্র কৃষ্ণপক্ষে ও শুক্লপক্ষে। সে রাজা এই সকল চিন্তা করিয়া পণ্ডিতের সভা করিলেন। ভো ভো পণ্ডিতেরা অবধান কর। আমার পুত্রেরা নিত্য উণ্ট পথগামী অতএব তাহারদের নীতি শাস্ত্রে পুনৰ্ব্বার জন্ম দেহ। যথা কাঞ্চন সংসর্গেতে কাচ যে তিনি বহুমূল্য প্রস্তরের দীপ্তি ধারণ করেন তথা সদ্বিধানেতে মুর্থ যে তিনি প্রবীণতা পান। তাহার স্থল এই যদি হীনের সহিত থাকে তবে হীন মত হয় সমানের সংসর্গে সমতা হয় বিশিষ্টের সহিত থাকিলে বিশিষ্টতা পায়। অতঃপরে বিষ্ণুশৰ্ম্ম নামেতে ব্রাহ্মণ মহাপণ্ডিত সকল নীতিশাস্ত্রজ্ঞ বৃহস্পতির হ্যায় কহিলেন হে মহারাজা এই সকল রাজ পুত্রেরদিগকে আমি নীতিশাস্ত্রেতে জ্ঞান করিয়া দিব বিনা ব্যাপারে কাহারু