পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—সমসের গাজির পুথি–১৮শ শতাব্দীর মধ্যভাগ। >brQ> গাজির দেবী-পূজা ও জয়লাভ ৷ পূৰ্ব্বমত স্বপ্নে দেবী বলিতে লাগিল। ত্রিপুর-রাজের বিরুদ্ধে শুনি বিপরীত বাক্য গাজি উক্তরিল ৷ ... আমি হই মোছলমান আপনি ঈশ্বরী। কেমনে হিন্দুর কায বল আমি করি ॥ দেবী বলে সকলই বিধাতার হাত। যখন যাহারে চাহে করেছে নিপাত ॥ তাহার নিকটে জান সকলি সমান। নাহিক প্রভেদ কিছু হিন্দু মুসলমান ॥ " স্বহস্তে না দেও পূজা ডাকহ ব্ৰাহ্মণে । নতুবা জিনিতে তুমি না পরিবে রণে ॥ হেনমতে তিন বার স্বপ্ন দেখাইল । শুনিয়া যুদ্ধের কথা মনে ভয় পেল । প্রভাতে উঠিয়া গাজি ভাবি মনে মন। : উপাচারে দিল পূজা ডাকিয়া ব্রাহ্মণ ॥ । ব্রাহ্মণ কৃতাৰ্থ হৈল সেই পূজা খাই। পরদিন দুই দলে দিলেক লড়াই ॥ রাজার দিগে যত সব কামান আছিল। একে একে ভাঙ্গি সব খণ্ড খণ্ড হৈল ॥ গাজির তোপেতে দেখ করি হুহুঙ্কার । গিরি-মুড়া (১) উপাড়িয়া করে ছারখার ॥ এত দেখি মণিপুরী হয় অন্তর্ধান। রাজাকে লইয়া তারা করিল প্রস্থান ॥ রাজ পলায়ণ । পলাইয়া গেল রাজা আগরতলায়। কেহ বনে কেহ স্থলে সৈন্তেরা পলায় ॥ ধ্বজ ছত্র সিংহাসন সব ফেলাইয়া । একে একে সব লোক গেল পলাইয়া ॥ উদয়পুরে রাজ-ধন যতেক আছিল। o সমসের গাজির সৈন্ত লুটিয়া আনিল । যুদ্ধে জয় ও লুণ্ঠন। (১) মুড়া=মূৰ্দ্ধা=শেখর।