পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ Sb-bre বঙ্গ-সাহিত্য-পরিচয় । - দক্ষিণ । যে নায়ক পূৰ্ব্ব রমণীতে করে ভয়। গৌরব দাক্ষিণ্য প্রেম সতত করয় ॥ অন্ত চিত্ত হয় তাহা না পারে ছাড়িতে। তাহারে দক্ষিণ কহি রস শাস্ত্র মতে ॥ যথা, চন্দ্রাবলী শুন বচন তুহু মোর। মিছই বচন না কহব তোর। স্বপনে না ছড়ই হরি তুয়া সাথে। তুয়া প্রেমে বন্ধন গোকুলনাথে । খলজন কহই কানু আন সঙ্গ । লখ বাদে নাহি করবি প্রেম ভঙ্গ ॥ নান্দীমুখী মুখে শুনি এত বোল। চন্দ্রাবলী ভেল আনন্দ ভোল ॥ কিম্বা থাকে প্রেয়সীর প্রেমেতে সমান । দক্ষিণ শব্দের হয় তাহাতে আখ্যান। দ্বারকাতে হরি সিংহাসনে বসেছিলা । হেন কালে একদূত কহিতে লাগিলা ॥ যথা, পদ্মা করতহি নয়ন তরঙ্গ । কমলা ঘন মোড়ই অঙ্গ ॥ তারা দরশই ভুজ পরকাশি। শ্রুতিমূল কুণ্ডল করণ মুকেশী। শৈব্যা বক্ষ উপর ধরু কর । বহুতর নারী করই রস ভর ॥ একই নাগর বহুতর নারী। কুষ্ঠিত মানস হোয়ন মুরারি। শঠ । প্রেয়সীর অগ্ৰে যেই পরপ্রিয় বাণী কয়। পরোক্ষে বিপ্রিয় তার বহুত করয় ॥ তারে লুকাইয়া বহু অপরাধ করে। শঠ শব্দের শক্তি সেইত নাগরে ॥ य२], জাগরে বোলল তুহু মঝু প্রাণ। স্বপনহি তা কর বদনে শুনি আন ॥ গালি বুলি বলি কহই কতবার। বুঝল তা সহ করই বিহার ॥ শু্যামা সখী শুনল স্বপনকি ভাষ। ঘন ঘন ছোড়ই দীর্ঘ নিশ্বাস ॥ এ মধু রাতি তিন যাম পরিমাণ। জাগরি হোয়ল যুগসম জ্ঞান।