পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 8 ८बाथ श्डेन । डाशन कोण ऊयकत्व– তাহার মধ্যে মধ্যে রুক্ষ কেশরাশি বিশিষ্ট মস্তক নাড়া ভয়ঙ্কর—সে ভয়ঙ্কর ८नोनागी कूभूनैिौद्ध श्रमक्ष श्हेल । ठूभूদিনী চক্ষু মুদিত করিলেন; আবার নদীর ধুতি দৃষ্টিনিক্ষেপ করিলেন, নদীর রূপও ভয়ঙ্কর বোধ হইল। সেই নৈশ সমীরণসস্তাড়িত ক্ষুদ্র ক্ষুদ্র বীচিমালার মধুর নিনাদ ভয়ঙ্কর বোধ হইল,আর দূরপ্রান্তে সেই মোহিনী শক্তিবিশিষ্ট ক্ষুদ্র তরণীর দাড়ের প্রক্ষিপ্ত যে জলকণ চন্দ্রীলোকে ঝিকমিক করিতেছিল তাহাও ভয়ঙ্কর বোধ হইল। রাজপথ প্রতি দৃষ্টি করিলেন, দেখিলেন সঙ্গিনীগণ অদৃশ্য হইয়াছে— মনে মনে এক প্রকার ভাবের আবির্ভাব হইল। ভয় নহে কিন্তু যেন ভয়ের সহিত কোন সংশ্ৰব আছে –কিঞ্চিৎ চিন্তা করিয়া অতি কঠিন স্বরে স্ত্রীলোকটিকে বলিলেন, “ কি চাও ?—” রমণী উত্তর করিল “ তিনি চলে গিয়াছেন ঐ দেখ যাইতেছেন," বলিয়া সেই ক্ষুদ্র নৌকার প্রতি অঙ্গুলিনির্দেশ করিয়া দেখাইল । কুমুদিনী জিজ্ঞাসা করিলেন, “কে ?” আগস্তুক কহিল “ ঐ যাইতেছেন— জুর গায়ে যাইতেছেন—আমায় নিয়ে গেলেন না—উন্মাদিনী বলে নিয়ে গেলেন না—কিন্তু তাহাকে কে মানুষ করেছে—সে ত এই উন্মাদিনী—আমি कउ कैंiन्नूम उवू निरग्न cशं८णन नांकि क्ष्ट्व निमिठांदूक्र१ कि इट्व-८कभन করে বাচবেন-তিনি যে একাকী-সঙ্গে शुक्रालगँन ! শ্ৰীবশ ) কেহ নাই আবার তাতে বড় জুর—বল্লেন আর এ দেশে কখন আসবেন না—অীর আমাদের সঙ্গে দেখা হবে না—বলিতে बलिटङ खेद्यानिी खेटेळःशूब कैनिरड লাগিল । “ কে, কে” কুমুদিনী বারম্বার, জিজ্ঞাসা করাতে অনেক ক্ষণের পর উন্মাদিনী বলিল, “আমার রজনীকান্ত!” শুনিবামাত্র কুমুদিনী বেগে তাহার হস্ত ত্যাগ করিয়া, নদীর কূলে আসিয়া দাড়াইয়া একদৃ৪ে সেই মোহিনীশক্তিধারিণী নৌকার প্রতি চাহিয়া রছিলেন। অনেক ऋ* छांश्म्निां ज्ञश्रिदान । कांझिब्रां छांश्ग्रिां মুখ ফিরাইলেন, শেষে অঞ্চল দিয়া চক্ষু মুছিতে মুছিতে ঘরে ফিরিয়া গেলেন। ষড়বিংশতি পরিচ্ছেদ । প্রেম-উন্মাদ । রজনীকাস্তের দেশান্তর গমনের সংবাদ কুমুদিনীর পিতা এবং মাতা শুনিলেন। শুনিয়া উভয়ে বড় দুঃখিত হইলেন। তাহাদিগের পুত্রসস্তান ছিল না—দুই কন্যা মাত্র, কুমুদিনী ও স্বর্ণপ্রভ । কুমুদিনী বালবিধবা স্বর্ণপ্রভা মৃতা—বিবাহের দুই এক বৎসর পরেই মুতা, এই সকল কারণে তাহার স্বামী রজনীকান্ত র্তাহীদিগের পুত্র সন্তানের স্থান পাইয়া ছিল। স্বর্ণপ্রভার মৃত্যু হইলেও রজনীর প্রতি র্তাহাদিগের স্নেহের হ্রাস হয় নাই,রজনীর হীনাবস্থা হইলে তাহার রজনীকে তাহী দিগের পুত্রের ন্যায় গৃহে রাখিতে অনেক