বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२४8 ) इहङ,--कङ मां५ शहैऊ-किढ़ cम गाथ পুরিত না—রজনী তাহাকে দেপিলে अद्विग्नां शांडेङ-कूभूनेिनैौब्र ८यांश इक्वेडযেন ঘৃণা করিয়া সরিয়া যাইত-তজন্য कूशृनौि कङ झुःथिछ श्हेप्डन– গোপনে কত কঁাদিতেন—এক এক দিন কেঁদে কেঁদে চক্ষু ফুলে উঠিত। এই প্রকার ভাবিতে ভাবিতে রমণীত্রয় গঙ্গাতীরের রাস্তায় আসিয়া পড়িলেন। নদীর যুদ্ধ মধুর জলকল্লেীল নিন:দে ও নদীতীরস্থ শীতল নৈশ বায়ুম্পর্শে কুমুদিনীর স্বপ্ন ভাঙ্গিল । সম্মুখে অনন্ত বারিবাশি চন্দ্রীলোকে ৰিক্‌মিক্‌ করিতে করিতে নচিতেছে আর দূরে একপানি ক্ষুদ্র গুপী গুরতর বেগে দক্ষিণাভিমুখে ধুমপ্রান্তে মিশাইতেছে, তাহার দাড়ের প্রক্ষিপ্ত জলকণা চন্দ্রকিরণে লাচিতেছে । কুমুদিনী মোহিতনেত্রে সেই নেীকার প্রতি একদৃষ্টে চাহির রহিলেন । ভাবিলেন কে এমন দুর্ভাগ্য আছে যে, সকল ত্যাগ করিয়া এই মধুর জ্যোৎস্নময়ী রাত্রিতে দেশান্তরে যাইতেছে—অtহা বোধ হয় ওর কেহ নাই !—অভাগাব প্রতি দয়া হইল—সেই জন্য সেই নেীক প্রতি একদুষ্টে চাহিয়া রছিলেন । হঠাৎ কে উiহার স্কন্ধদেশ স্পর্শ করিল— অতি ভয়সূচক স্বরে ললিল, “ দিদি দেখ ।” কুমুদিনী চমকি ত হইরা জিজ্ঞাসা করিলেন “কি ?” “ ঐ দেখ,গাছতলায় কি.নড়িতেছে।” কুমুদিনী দেখিলেন নদীতীরে বৃক্ষের শৈশব সহচরী ; > bア● তলে নিবিড় অন্ধকারমধ্যে কি নড়িতেছে —মানুগ বলিয়া বোধ স্তষ্টল—কিঞ্চিৎ ভীত হইয়া রমণীগণ অতি দ্রুত চলিতে লাগিলেন। অমন্তিদূর আসিয়া তাহাদিগের, সমভিব্যাহারিণী পরিচারিক একবাৰ •न्कारिक श्रृष्टि कब्रिज, श्रभनि बजिब्रा छेब्रि “ওগো কে দৌড়ে ধরতে আসাচ ।” প্রথম তঃ কুমুদিনী, বিনোদিনী ও র্তাহার পরিচারিকার দ্যায় দৌড়িয়া পলাইবার উদোগ করিতেছিলেন, কিন্তু বিশেষ করিয়া নিরীক্ষণ কবিয়া দেখিলেন যে,তাহাদিগের পশ্চাৎ ধাবমান ব্যক্তি একটি গীলোক । ক্টাঙ্গণকে চীৎকার কয়িয়া ডাকিতে ডাকিতে তাহলে পশ্চাৎ পশ্চাৎ দৌড়িতেছে। কুমুদিনীর প্রথমে ইচ্ছা হইল দৌড়িয়া সমভি ব্যাহারীদিগের সঙ্গ লয়েন, কিন্তু দৌড়িতে লজ্জ। হুইল । দ্রুতপদে চলিলেন, ইতমধ্যে পশ্চাৎ ধাবমান রমণী র্তাহার সন্নিকট হইয়। ভঁ;হাকে ডাকিল, “দিদিঠাকুরুণ শোন শোন।” কুমুদিনী তাহাকে চিনিতে পারিয়া দাড়াইলেন । একটি পরমাসুন্দরী রমণী তাহার সম্মুখে আসিয়া তাfন্ত দ্রু ত দুচমুষ্টিতে তাহার হস্তধারণ করিল এবং একদৃষ্টে তাহার প্রতি চাহিয়া রহিল । তাহার রূপ দেখিয়া কুমুদিনী শিহরিয়া উঠিলেন। তাহার আগুল্ফ পর্যন্ত লম্বিত রুক্ষ এবং আলুলায়িত কেশরাশি সেই সুন্দয় মুখমণ্ডল আবৃত করিয়াছে। সেই জ্যোৎস্নাময়ী গভীর নিশীথে, নিঃশব্দ এবং নির্জন রাজপথে কুমুদিনীর চক্ষে সে রূপ অতি ভয়ঙ্কর