পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&> ネ বিলাতগমনের অবশ্যম্ভাবী ফল জাতিচুতি । কোন কোন হিন্দুসন্তান ইউরোপ হইতে দেশে ফিরিয়া অসিয়া সুপ্রসিদ্ধ জাতি প্রদায়িনী বটিকা গোময়পিও সেবন করাতে সমাজে গুচীত হইয়াছেন। কিন্তু সকল লোকে ঐ কামতে র্তাহীদের সহিত ব্যবহার করিতেছেন না । পূৰ্ব্বে বলা হইয়াছে যে, বোম্বাই ও বঙ্গদেশের সামাজিক আন্দোলনের বিষয় ইদুটি ভিন্ন অন্ত সকল গুলিই এক প্রকার। পাঠকগণ বুঝতে পারিতেছেন যে, দুইটির মধ্যে একটি অবরোধ প্রথা । আর একটি বল্লালপ্রচারিত কৌলীন্যজনিত বহুবিবাহ। ব্রাহ্মণের মধ্যে বিবাহ ব্যবসার বঙ্গভূমি ভিন্ন ভারতের আর কুত্ৰাপি দৃষ্ট হয় না। আমাদের কলিকাতায় তিনটি রাজনৈতিক সভা । তিনটি মিলিয়া একটি করিবার উপায় নাই ;—মিলিবে না, বিরোধ উপস্থিত হইবে । একখানি বাঙ্গালী সংবাদপত্র বলিয়াছিলেন যে, * আমাদের রাজনীতি কেবল ক্ৰন্দন ।” হার! আমরা একত্র মিলিয়া কঁদিব, ইহাতেও ব্যাঘাত ! বোম্বাই প্রদেশে এ প্রকার রাজনৈতিক অসম্মিলন নাই । পুনা-সৰ্ব্বজনিক সভায় সকল শ্রেণীর লোক মিলিয়া অতি সুন্দর রূপে কাৰ্য্য করিতেছেন। তাহার দেশের প্রভূত মঙ্গলসাধন করিয়াছেন । সৰ্ব্বজনিক সভাসম্বন্ধে একটি অtহলাদের কথা এই যে, কয়েকজন স্বশিক্ষিত বুৰা পুরুষ সঙ্গর মঙ্গণের জন্য সম্পূর্ণরূপে জীবন বঙ্গদর্শন। ( ভাদ্র । উৎসর্গ করিয়াছেন। সভার উন্নতি সাধন ব্যতীত তাহাদের জীবনের অন্য কাৰ্য্য নাই, অন্য উদ্দেশ্য নাই । তাহার সকলেই একপরিবারের লোক, সকলেই ভ্রাতা । তাহাদিগকে জোসি পরিবার বলে । বঙ্গদেশে ব্রাহ্মসমাজে এ প্রকায় সাধু দৃষ্টাস্ত দেখিতে পাওয়া যায়। কিন্তু কোন রাজনৈতিক সভা অদ্যাবধি সে প্রকার দৃষ্টান্ত প্রদর্শন করিতে পারেন নাই । বাস্তবিক কোন মহৎ কার্য্যে সম্পূর্ণরূপে আত্মসমপণ না করিলে কখনই তদ্বিষয়ে পূর্ণ সফলতা লাভের আশা করা যায় না। স্বার্থ ও দেশের মঙ্গল ছই লইয়া কোন ক্রমেই প্রকৃত কাজ হয় না । হয় আল্লা বল, নয় রাম বল, দুই বলিলে নৌকা ডুবিবে। পুন রাজনৈতিক আন্দোলনের স্থান। বোম্বাই নগরে রাজনৈতিক ভাব অপেক্ষাকৃত অল্প । কিন্তু বোম্বাই আর এক বিষয়ে মহদুষ্টাস্ত প্রদর্শন করির হিমাচল হইতে কুমারিক পর্য্যন্ত সমগ্র ভারতের কৃতজ্ঞতা ও ধন্যবাদের পত্র হইয়াছে। আমি বোম্বাইয়ের শিল্পপাণিজ্যের উন্নতির কথা বলিতেছি । বাঙ্গালি যেমন সুদীর্ঘ বকৃষ্ঠা করিতে বোম্বাইবাসী অপেক্ষা শ্ৰেষ্ঠ, বোম্বাইবাসী সেই প্রকার শিল্প বাণিজ্যে বাঙ্গালি অপেক্ষ শ্রেষ্ঠ । এক পুৰাতন গল্প মনে পড়িল । একটি ব্রাহ্মণপালিত হৃষ্টপুষ্ট গোবৎসের সহিত এক গোপপালিত শীর্ণ, দুৰ্ব্বলকায় গোষৎসের সাক্ষাৎ হুইয়াছিল। ব্রাহ্মণপালিত গোবৎস