পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै३ 8 क्लिtव्नन नl । विश्वग्न cठांभाँङ्ग, श्रांभांङ्ग নহে । তিনি যখন তোমাকে লিখিয়৷ দিগ্গা গিয়াছেন, তখন বিষয় তোমার, 'खञों★ांद्र नtइ । ভ্র। যদি সেই সন্দেহই থাকে, আমি না হয় তোমাকে লিখিয়া দিতেছি । গো । তোমার দান গ্রহণ করিয়া জীবন ধারণ করিতে হুইবে ? ভ্র । তাহতেই বা ক্ষতি কি ? আমি cडाशांद्र मानाश्नागैौ रहे उ नई ? গো । আজি কালি ও কথা সাজে না ভ্রমর । ब । कि कतिग्राहिं ? श्रांशि cष्ठांश ভিন্ন এ জগৎসংসারে আর কিছু জানি न । श्राप्ले द९महत्वप्न जभाग्न अभाद्र विरुश्ि হইয়াছে—আমি সতের বৎসরে পড়িস্নাছি । আমি এ নয় বৎসর আর কিছু জানি না,কেবল তোমাকে জানি। আমি তোমার প্রতিপালিত, তোমার খেলিবার পুত্তল—আমার কি অপরাধ হইল ? গো । মনে করিয়া দেখ। ভ্র । অসময়ে পিত্রালয়ে গিয়াছিলাম —ঘাট হইয়াছে, আমার শত সহস্র অপब्राक्ष झईब्राझ-ञांशाग्न कभी कब्र । श्रामि আর কিছু জানি না, কেবল তোমায় জানি, তাই য়াগ করিয়াছিলাম । গোবিন লাল কথা কছিল না। তাহার অগ্রে, আলুলায়িতকুম্ভলা, অশ্রুবিপুত, সঙ্গদর্শন । ( তীন্দ্র। বিবর্শা, কাতরা, মুগ্ধপদপ্রান্তে বিলুষ্ঠিত সেই সপ্তদশবর্ষীয়া বনিভা। গোবিন্দলাল কথা কছিল না । গোবিন্দলাল তখন ভাবিতেছিল, “ এ কালো ! রোহিণী কত সুন্দরী ! এর গুণ আছে, তার রূপ আছে। এতকাল গুণের সেবা করিয়াছি, এখন কিছুদিন রূপের সেবা করিব – আমার এ অসার, আশাশূন্য, প্রয়োজন लूना बौदन शरषष्क का?ाईद । माशैव ভাও যে দিন ইচ্ছা সেই দিন ভাঙ্গিয়া ফেলিব।’ ভ্রমর পায়ে ধরিয়া কাদিতেছে-ক্ষমা কর । ক্ষমা কর । আমি বালিকা ! যিনি অনন্ত মুখদুঃখের বিধাতা, অন্তর্যামী, কাতরের বন্ধু, অবশ্যই তিনি এ কথাগুলি শুনিলেন, কিন্তু গোবিন্দলাল ऊांश उनिल नां । नैौद्रद झईब्रां ब्रश्लि । গোবিন্দলাল রোহিণীকে ভাবিতেছিল। তীব্রজ্যোতিৰ্ম্ময়ী, অনন্ত প্রভাশালিনী প্রভাত শুক্র নক্ষত্ররূপিণী রূপতরঙ্গিণী চঞ্চল। রোহিণীকে ভাবিতেছিল। ভ্রমর উত্তর না পাষ্টয়া বলিল, “কি বল ?” গোবিন্দলাল বলিল, * আমি তোমায় পরিত্যাগ করিব।” ভ্রমর পদত্যাগ করিল। উঠিল । বাহিরে যাইতেছিল। দ্বারদেশে মুচ্ছিতা হইয়া পড়িয়া গেল ।