পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৪ ) একদৃষ্টে চাহিয়া বলিলেন, “ শরৎকুমার, জামায় ভাল বাস ?” শরৎকুমার উন্মত্তের ন্যায় বলিতে লাগিলেন “ সে কি কথা কুমুদিনি ? তোমায় ভাল বাসিনে ? তবে কাহাকে বাসি ?” কুমু। যদি ভাল বাস তবে তাহার .পরীক্ষা দাও । भद्र६ । कि °त्रैौकां कूभूमिनि ! दल আমি প্রস্তুত আছি, প্রাণ দিতে হবে কি ? কু। না প্রাণ নহে, একে আমার আপনার এই ক্ষুদ্র প্রাণ আমি রাখিতে পারিতেছি না-তাতে আবার তোমার অত বড় প্রাণ লইয়া এ বোঝা কি ডুবहैद ? শরৎকুমার এই মৰ্ম্মভেদী উপহাসে বড় দুঃখিত হইলেন ; তাহার ষে আশা টুকুর উদ্দীপন হইয়াছিল,তাহা একেবারে নিবিয়া গেল—বলিলেন ,“ তবে কি পরীক্ষা কুমুদিনি ?” কু। তুমি আমায় স্পর্শ করিয়া শপথ করিয়া একটি কথা স্বীকার কর । আবার যেন শরৎকুমারের আশা জন্মিল । শ। তোমার সম্মুখে স্বীকার করিলেই আমার শপথ হইল । কু। না—তুমি আমায় স্পর্শ করিয়া चैौकांब्र रुग्न । শ । তবে বল । শরৎকুমারের স্বর কম্পিত হইল, *न्नैौब घखि शहैल-७* ७श इ३ण । কু। আমার স্পর্শ করির শপথ ৰুর শৈশব সহচরী। ২৩৩ لم যে, আর কপন কাহাকেও তোমার বিষয় দান করিবে না । শরৎকুমার প্রস্তরবৎ কুমুদিনীর মুখপ্রতি চাহিয়া দাড়াইয় রছিলেন, কিছুবুঝিতে পারিলেন না । কুমুদিনী বারম্বার জিজ্ঞাসা করাতে উত্তর করিলেন, “আমার ত আর কিছু বিষয় নাই; সকল বিষয় দান করিয়া তোমার জন্য ভিখারী হইয়াছি।” কু। যদিই আবায় কোন বিষয় পাও? *যদিই কোন বিষয় পাই, এ কি কথা —কুমুদিনী সে জন্য এত ব্যস্ত কেন, কুমুদিনীর সহিত আমার বিবাহ হইলে, পাছে ভবিষ্যতে আমি সমুদায় উড়াইয়া দিয়া তাহার সন্তামদিগকে দরিদ্র করি, সেই ভরে কি এই শপথ করাইতেছে। তাই কি?—বোধ হয় তাই,—নিশ্চয় তাই —তবে কুমুদিনী আমায় নিশ্চয় বিবাহ করিবে—”এই ভাবিয়া শরৎকুমার ব্যগ্র ভাবে বলিলেন, “কুমুদিনি, আমি তোমার স্পর্শ করিয়া বলিতেছি যে, আর কখন আমার বিষয় কাহাকেও দান করিব না ।” কুমুদিনী শরৎকুমারের হস্তত্যাগ করিয়া তাহার প্রতি চাহিয়া হাসিতে হাসিতে বলিলেন, “ কেমন করে তোমায় বিবাহ করি শরৎকুমার--তুমি ত দরিদ্র লুও—যদি দরিদ্র হইতে তবে বিবাহ 5ॉभ ! তোমার বিষয় ত তুমি দান করিতে পার माझे ।”